উত্তরাখণ্ডের পর আসামেও বিতর্কিত দেওয়ানি বিধি!
ভারতের লোকসভা নির্বাচনের আগে চমক আরও এক বিজেপি শাসিত রাজ্যের। উত্তরাখণ্ডের পথ ধরে এবার অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করার পথে আসামও। সোমবার এই সিদ্ধান্ত ঘোষণা করেছেন সেরাজ্যের মুখ্যমন্ত্রী তথা অধুনা বিজেপির হিন্দুত্বের অন্যতম মুখ হিমন্ত বিশ্বশর্মা। হিমন্তর ইঙ্গিত চলতি বাজেট অধিবেশনেই অভিন্ন দেওয়ানি বিধি বিল (ইউসিসি) কার্যকর করা হতে পারে।
আসাম সরকার আগেই ঘোষণা করেছিল, সেরাজ্যে বহু বিবাহ বিরোধী বিল আসতে...