সৌরবিদ্যুতে চলছে গাড়ি
তেল নয়, সৌরবিদ্যুতে চলছে গাড়ি। বুদ্ধিকে কাজে লাগিয়ে এমনই অভিনব আবিষ্কার করে তাক লাগালেন পশ্চিমবঙ্গের এক ব্যক্তি। ব্যাপারটা কী? কীভাবে চলছে এই গাড়ি? বাঁকুড়া শহরের কাঠজুড়িডাঙার ব্যবসায়ী মনোজিৎ ম-ল। গাড়ি মানেই তেলের খরচ, তার ওপর পরিবেশ দূষণ। কীভাবে দুটো জিনিস একসঙ্গে বাদ দেয়া যায় তা নিয়ে ভাবতে গিয়েই অভিনব গাড়ি তৈরি করলেন মনোজিৎবাবু। একটি লাল রঙের ন্যানো গাড়িকে তিনি চালাচ্ছেন...