সিলিকন ভ্যালি ব্যাংকের ঘটনায় সরকারকে হস্তক্ষেপের আহ্বান
সিলিকন ভ্যালি ও বাণিজ্য খাতের লোকজন সিলিকন ভ্যালি ব্যাংক দেউলিয়া হবার পর অন্য একটি ব্যাংককে এর সম্পদ এবং ঋণ গ্রহণ করাতে মার্কিন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
ইউএস কনজিউমার নিউজ এবং বিজনেস চ্যানেলের (সিএনপিসি) খবরে এ তথ্য জানানো হয়েছে।
জানা গেছে, ফেডারেল ডিপোজিট ইনস্যুরেন্স কর্পোরেশন (এফডিআইসি) প্রতি আমানতকারীকে ২.৫ লাখ ডলার বীমা প্রদান করবে। তবে, সিলিকন ব্যাংকের অধিকাংশ গ্রাহকের আমানত ২.৫ লাখ ডলারের...