বরসহ পুরো পরিবার মাতাল, কনে উঠে গেলেন মন্ডপ থেকে
ভারতে এখন মদ পান করা কোনো ব্যাপারই না। প্রায় প্রতিটি পরিবার প্রকাশ্যে মদ পান করে। আর এই ধারাবাহিকতায় একটি বিয়ে অনুষ্ঠান পণ্ড হয়েছে।
বিয়ে বরযাত্রী পুরোটাই ছিলো মাতাল। তাদের এক স্বজন জানান, বিয়ের অনুষ্ঠান ঠিকঠাক চলছিল। আমরা সব আচার পালন করি। অনুষ্ঠানটি ভালোভাবে সম্পন্ন করতে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছিল আমাদের পরিবার। কিন্তু পরিস্থিতি যখন খারাপ হয়ে ওঠে, কনে তখন বিয়েরপিঁড়িতে বসতে অস্বীকৃতি...