আমেরিকার বিরুদ্ধে ছায়াযুদ্ধ! এবার মার্কিন কম্পিউটারে ‘লাল সন্ত্রাস’
আমেরিকার বিরুদ্ধে প্রবল ছায়াযুদ্ধ শুরু করেছে চীন। সাইবার জগতে মুখোমুখি দুই মহাশক্তি। সূত্রের খবর, এবার মার্কিন কম্পিউটারগুলিকে নিশানা করছে চীনা সরকার তথা লালফৌজের মদতপ্রাপ্ত হ্যাকাররা।
‘দ্য নিউ ইয়র্ক টাইমস’ সূত্রে খবর, সম্প্রতি একটি রহস্যময় কোডের সন্ধান পেয়েছে মাইক্রোসফ্ট ও মার্কিন গোয়েন্দা সংস্থাগুলি। প্রশান্ত মহাসাগরে গুয়াম থেকে শুরু করে মূল মার্কিন ভূখণ্ডের টেলিকমিউনিকেশন কম্পিউটারগুলিতে আচমকাই দেখা মিলেছে এই কোডের। মাইক্রোসফ্টের দাবি, এটা...