সায়ানাইডে ১২ বন্ধু হত্যা, নারী গ্রেফতার
১২ বন্ধু ও পরিচিতকে হত্যার দায়ে এক নারীকে গ্রেফতার করেছে থাইল্যান্ডের পুলিশ। তাদেরকে হত্যায় সায়ানাইড ব্যবহার করেছেন ওই নারী। ওই নারীর নাম সররত রংসিউথাপর্ন। সম্প্রতি তার এক বন্ধুর মৃত্যুর পর তদন্ত করতে গিয়ে এই ভয়াবহ নারীর মুখোশ উন্মোচন করতে পারে পুলিশ। খবরে জানানো হয়, এ মাসের শুরুতেই সররতের সাথে বেড়াতে গিয়েছিল তার এক বন্ধু। নিহতের পরিবার তখন সন্দেহ করে যে...