বোতাম টিপলেই মিলবে ‘স্বর্ণমুদ্রা’, ভারতের প্রথম ‘গোল্ড এটিএম’ পেল কর্নাটক
শুধু নগদ টাকা নয়, এটিএমে বোতাম টিপলে এবার মিলবে একেবারে খাঁটি সোনা। ভারতে প্রথমবার অভিনব এই ‘গোল্ড এটিএম’ বসল দক্ষিণের কর্নাটক রাজ্যে। কর্নাটকের ‘তুমকুর মার্চেন্টস ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটি’র (TMCC) উদ্যোগে বসেছে এই সোনালি এটিএম। সংস্থার তরফে এর নামকরণ করা হয়েছে ‘টিএমসিসি গোল্ডসিক্কা’।
সংস্থার তরফে জানা গিয়েছে, এই এটিএমে গ্রাহকরা ২৪ ক্যারেটের খাঁটি সোনার কয়েন পাবেন। ০.৫, ১, ২, ৫ ও ১০...