ভিয়েতনামে বার্ড ফ্লু’তে আক্রান্ত হয়ে ৪৮ টি বাঘের মৃত্যু
ফের বার্ড ফ্ল’র প্রকোপ। এবার দক্ষিণ ভিয়েতনামের চিড়িয়াখানায় বার্ড ফ্ল’র প্রকোপ। বার্ড ফ্ল’র কোপে ইতিমধ্যেই চিতাবাঘ, তিনটি সিংহ এবং ৪৮ টি বাঘ মারা গিয়েছে। এমনকী ক্রমাগত বার্ড ফ্লু ছড়িয়ে পড়ার কারণে, ভাইরাসটি মানুষের শরীরেও সংক্রমিত হতে পারে বলে আশঙ্কা রয়েছে।
অন্যদিকে ভিয়েতনামের সরকারি বার্তা সংস্থা জানিয়েছে, আগস্ট ও সেপ্টেম্বরে দুটি চিড়িয়াখানায় বাঘের মৃত্যু হয়েছে। আর এগুলি লং আন প্রদেশের ব্যক্তিগত মাই...