‘মৃত্যুপুরী’ লেবানন, নিহত ছাড়াল ২ হাজার, বাস্তুচ্যূত ১২ লাখ
যুদ্ধের কালো মেঘে আকাশ অন্ধকার লেবাননের। ইরানের মদতপুষ্ট সশস্ত্র সংগঠন হিজবোল্লাকে টার্গেট করে সেখানে নৃশংস হামলা চালাচ্ছে ইসরাইলি সেনা। মুহুর্মুহু আছড়ে পড়ছে বোমা। আঘাত হানা হচ্ছে ক্ষেপণাস্ত্র দিয়ে। ইসরাইলের মারে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে লেবাননের রাজধানী বেইরুট। প্রাণ হারাচ্ছে নিরীহ মানুষ। ইতিমধ্যে গোটা দেশে মৃতের সংখ্যা দুহাজার পেরিয়ে গিয়েছে। ঘরছাড়া প্রায় ১২ লাখ মানুষ।
গত জুলাই মাস থেকে সংঘাত তীব্র হয়...