পাথর আনার চ্যালেঞ্জ
মহাকাশঅভিযানে বড় সাফল্য পেল চীন। শুক্রবার চাদেঁর উদ্দেশে নতুন মাহাকাশযান হাইনান প্রদেশথেকে লং মার্চ ৫ রকেটে চাং’ই-৬ এর উৎক্ষেপণ সফলহয়েছে। যেটি চাঁদের অপর প্রান্তে অতরণ করেছে বেজিংয়ের সময় অনুযায়ী রোববার সকালে। চীনেরন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশন ঘোষণা করেছে যে চাং’ই-৬ ল্যান্ডারটি দক্ষিণ মেরু-আইটকেনবেসিনে অবতরণ করেছে। এখান থেকে সেটি চন্দ্রপৃষ্ঠের নমুনা সংগ্রহ করবে।
২০২০ সালে চাঁদের বুকে অবতরণ করে চীনা মহাকাশযান চাং-৫। প্রথমবার চন্দ্রপৃষ্ঠের...