ধুঁকছে ইউক্রেন, ৯০০ বর্গকিমি এলাকা দখলের দাবি রাশিয়ার
ইউক্রেনের আরও একটি গ্রাম দখলের দাবি করেছে রাশিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় রোববার জানিয়েছে, পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের উমানস্কয়ে নামের একটি গ্রাম রুশ সেনারা দখল করে নিয়েছেন। এ ছাড়া চলতি বছরে, এখন পর্যন্ত পাঁচ মাসে সব মিলিয়ে প্রায় ৯০০ কিলোমিটার দখলের দাবি করেছে রাশিয়া। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, পপুলার রিপাবলিক অব...