সুদানে বন্যায় ভেসে গেল ২০ টি গ্রাম, নিহত ৩০
উত্তর আফ্রিকার পূর্ব সুদান ফের বিপর্যস্ত। নদীর বাঁধ ভেঙে মারা গিয়েছে প্রায় ৩০ জন বাসিন্দা। পাশাপাশি নিশ্চিহ্ন হয়ে গিয়েছে ২০ টি গ্রাম। সবটাই এখন জলের নীচে। সোমবার জাতিসংঘ জানিয়েছে, ইতিমধ্যেই কয়েকমাস ধরে আধাসামরিক সেনাবাহিনীর দাপটে এবং গৃহযুদ্ধে ভুগছে দেশটি, তার মধ্যে নদীর বাঁধ ভেঙে একাধিক মানুষের মৃত্যুর ঘটনা দেশটিকে প্রায়ই ধ্বংসস্তপে পরিণত করেছে।
গত রবিবার (২৫ অগস্ট) থেকে মুষলধারার বৃষ্টিতে ভয়াবহ...