আসাদের স্বৈরশাসনের বিরোধিতার জের, ভুগছে আলেপ্পো
আলেপ্পো তুরস্কের ভূমধ্যসাগরীয় বন্দর আন্তাকিয়া এবং পারস্য উপসাগরে প্রবাহিত মহান ইউফ্রেতিস নদীর মধ্যবর্তী রেশম সড়কের একটি সার্বজনীন এবং প্রাচীন বণিক শহর। এটি গত ৮হাজার বছর ধরে বিপর্যয় ও ধ্বংস, ভূমিকম্প, প্লেগ এবং আরব, তুর্কি, পারস্য ও খ্রিস্টানদের মধ্যে সহস্রাব্দের যুদ্ধের মধ্য দিয়ে টিকে ছিল। কিন্তু, সিরিয়ার স্বৈরশাসক বাশার আল-আসাদের সরকার এবং হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) এর নেতৃত্বে সিরিয়ার বিদ্রোহী বাহিনীর...