নতুন সিরিয়ার সাক্ষী হতে পারলেন না, আসাদ বিরোধী মাযেন আল-হামাদার
সদ্য পতিত সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের বিরুদ্ধে প্রতিবাদী একজন অ্যাকটিভিস্ট (প্রতিবাদকারী) মাযেন আল-হামাদার শেষকৃত্যে হাজার হাজার মানুষ অংশ নেন।বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দামেস্ক শহরে অনুষ্ঠিত এই শেষকৃত্য অনুষ্ঠানে, তার কফিন বহন করা হয়, এবং শোকার্ত জনতা ‘মাযেন শহীদ’ স্লোগান দিয়ে তার প্রতি শ্রদ্ধা জানায়।মাযেন আল-হামাদার মৃত্যু ছিল আসাদ সরকারের নৃশংস অত্যাচারের একটি শিকার হওয়া, যার মাধ্যমে তিনি সিরিয়ার গণতন্ত্রপন্থী আন্দোলনে...