স্থানীয় নির্বাচনে গণতন্ত্রের বিজয়ে প্রশংসা এরদোগানের
তুরস্কে স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে রোববার। নির্বাচনের পর গতকাল সোমবার রাজধানী আঙ্কারায় একে পার্টির সদর দপ্তরের বাইরে তার জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একে পার্টি) সমর্থকদের উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেপ এরদোগান। তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান এবারের স্থানীয় নির্বাচনকে গণতন্ত্রের বিজয় বলে অভিহিত করেছেন। এ সময় তাদের সমর্থন এবং দেশে গণতন্ত্রের প্রসারের জন্য ধন্যবাদ জানান তিনি। সমর্থকদের উদ্দেশ্যে এরদোগান বলেন,...