নির্বাচনে গণতন্ত্রের বিজয়ের প্রশংসা করেছেন এরদোগান
রোববার তুরস্কে স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ইস্তাম্বুলের বর্তমান মেয়র, বিরোধী নেতা একরেম ইমামোগ্লু পুননির্বাচিত হতে যাচ্ছেন। ভোট গণনা শেষে তেমন আভাসই পাওয়া যাচ্ছে।
প্রধান বিরোধী দল সিএইচপি শুধু এই শহরেই নয়, জয় পেয়েছে আঙ্কারা ও দেশটির তৃতীয় বড় শহর ইজমিরেও।৷ রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, অনানুষ্ঠানিক ফলাফলে ৮১টি শহরে সিএইচপি জয় নিশ্চিত করেছে, যা প্রেসিডেন্ট রজব তাইয়্যেপ এরদোগানের জাস্টিস অ্যান্ড ডেভেলাপমেন্ট পার্টি-একেপির...