চেয়ার ছাড়লেন শেহবাজ, পাকিস্তানের প্রধানমন্ত্রীর আসনে খুদে ভ্লগার
ছোট্ট এক ছেলে। তবে তার ভিডিও দেখলেই মন ভালো হয়ে যায় এক নিমেষে। কখনও নিজের গ্রামের গল্প, কখনও আবার বোনের সঙ্গে খুনসুটি, বন্ধুদের সঙ্গে হাসিঠাট্টা নিয়ে ছোট ছোট ভ্লগ বানিয়ে পাকিস্তান সহ গোটা বিশ্বের মানুষের মন জয় করে নিয়েছিল সে। তার সেইসব ভ্লগ দেখলে `মুখ গোমরাদের` ঠোঁটেও কোণে হাসির রেখা ফুটে উঠবে। সে পাকিস্তানের কনিষ্ঠতম ভ্লাগর মহম্মদ সিরাজ। এবার সে...