দুয়া থেকে বিমুখ হওয়া আল্লাহর অসন্তুষ্টির কারণ ও অহংকারের প্রকাশ
১৬ জুন ২০২৩, ১১:৩৮ পিএম | আপডেট: ১৭ জুন ২০২৩, ১২:০০ এএম

প্রত্যেক মুসলমানের জীবনে যখনই কোনো অভাব বা সমস্যা সৃষ্টি হয়, তার কর্তব্য দুয়ায় মগ্ন হওয়া। আল্লাহর কাছে নিজের প্রয়োজন প্রকাশ করা ও কাকুতি-মিনতি করে চাইতে থাকা। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা.) বলেন : আল্লাহ তায়ালা বলেন, আমি আমার বান্দার সাথে তার আয়ণার অনুরূপ আচরণ করি। সে যখন আমায় ডাকে আমি তার ডাকে সাড়া দেই। (সহিহ মুসলিম : ২৬৭৫)। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, নবীজি (সা.) বলেন, যে আল্লাহর কাছে চায় না, আল্লাহ তার প্রতি নারাজ হন। (জামে তিরমিজি : ২৬৮৬)।
মানুষের নিরূপায় অবস্থায় আশ্চর্য এক রূপ ফুটে ওঠে। সে তার হৃদয়-মন ও জবান দিয়ে আল্লাহমুখী হয়ে যায়। পরিপূর্ণ বিশ্বাস ও আস্থা রেখে আল্লাহর কাছে চায়। নিরুপায় ব্যক্তির দুয়া কবুলের পেছনে এই হচ্ছে হিকমত। জমিনে যখন সে সবকিছু থেকে বিচ্ছিন্ন আসমানে তখন তার জন্য ব্যবস্থা হয়। কারণ সে এখন বিশ্বাস করছে, পৃথিবীর কোনো কিছু তার কাজে আসবে না, তার ভরসা একমাত্র আল্লাহ।
কুরআনুল কারীমের অনেক আয়াতে আল্লাহর নির্দেশ এসেছে দুয়া করার। দুয়া না করা আল্লাহর অসন্তুষ্টির কারণ এবং তা অহংকারের প্রকাশও বটে। ইরশাদ হয়েছে, তোমাদের প্রতিপালক বলেছেন, আমাকে ডাকো। আমি তোমাদের দুয়া কবুল করব। নিশ্চয়ই অহংকার বশে যারা আমার ইবাদত থেকে মুখ ফিরিয়ে নেয়, তারা লাঞ্ছিত হয়ে জাহান্নামে প্রবেশ করবে। (সূরা গাফির : ৬০)।
(হে নবী!) আমার বান্দাগণ যখন আপনার কাছে আমার সম্পর্কে জিজ্ঞেস করে তখন আপনি তাদেরকে বলুন যে, আমি এত নিকটবর্তী যে, কেউ যখন আমাকে ডাকে, আমি তার ডাক শুনি। সুতরাং তারাও আমার কথা অন্তর দিয়ে গ্রহণ করুক এবং আমার প্রতি ঈমান আনুক, যাতে তারা সঠিক পথে এসে যায়। (সূরা বাকারা : ১৮৬)।
দুয়া আল্লাহর কাছে অতি সম্মানিত ও মর্যাদাপূর্ণ মাধ্যম। মানুষকে তার কল্যাণ অর্জন ও অকল্যাণ দূর করার জন্য দান করেছেন। কল্যাণ ও বরকত অর্জনের বড় মাধ্যম দুয়া। অনিষ্ট ক্ষয়ক্ষতি ও বিপদাপদ দূর করার অস্ত্র হচ্ছে দুয়া। দুয়া হচ্ছে তাকদিরের অংশ, কল্যাণকর ওসিলা।
নবীজি (সা.) ইরশাদ করেন : আল্লাহর কাছে দুয়ার চাইতে অধিক মর্যাদাপূর্ণ আর কিছু নেই। (জামে তিরমিজি : ৩৩৭০)। ইবনে ওমর (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা.) বলেন : দুয়ার কল্যাণ সর্বব্যাপী। যার মুখোমুখি হয়েছে, যার হওনি সবই। সুতরাং হে আল্লাহর বান্দাগণ, দুয়া আকড়ে ধরো। (জামে তিরমিজি : ২৮১৩)।
বালা মুসিবত দূর করার ক্ষেত্রে দুয়ার চাইতে কার্যকরী অস্ত্র নেই। আল্লামা ইবনুল কায়্যিম (রাহ.) লেখেন, আকাক্সক্ষা পূরণে ও বিপদাপদ দূর করার ক্ষেত্রে দুয়া সবচাইতে শক্তিশালী মাধ্যম। কিন্তু কখনো কখনো দুয়ার কার্যকরিতা পরিলক্ষিত হয় না। এর নানা কারণ আছে। হযতো তা দুয়াকারীর দুর্বলতা। তার সীমালঙ্ঘনের কারণে আল্লাহ তার দুয়া পছন্দ করেননি। অথবা সে পূর্ণ মনোযোগী হয়ে দুয়া করেনি। অথবা দুয়া কবুলের ক্ষেত্রে বাধা হয়েছে তার হারাম খাদ্য, অন্তরের কলুষতা ও গাফলতি।
দুয়া হচ্ছে সবচাইতে কার্যকরী দাওয়াই। বালা-মুসিবতের জন্য দুয়া সবচাইতে বড় শত্রু। দুয়া বিপদাপদকে দূর করে, না হয় দুর্বল করে দেয়। (দ্র. যাদুল মায়াদ)। আল্লামা ইবনে হাজার (রাহ.) বলেন, প্রত্যেক দুয়া কবুল হয়। কখনো কাক্সিক্ষত বস্তু দেওয়া হয়, কখনো তার বদলে অন্য কিছু দেওয়া হয়। (দ্র. ফাতহুল বারী)। আল্লাহ আমাদেরকে দুয়ার প্রতি মনোযোগী হওয়ার তাওফিক দান করুন, আমীন।
বিভাগ : শান্তি ও সমৃদ্ধির পথ ইসলাম
মন্তব্য করুন
আরও পড়ুন

নাটোর আদালত ভবনের মালখানা থেকে চুরি টাকাসহ সোনা-রুপা

গাজা ইস্যুতে এসএমপি কমিশনারের সাথে ও ওলামায়ে কেরামদের মতবিনিময়

ডা. জাফরুল্লাহ চৌধুরীকে জাতীয় বীর ঘোষণার আহবান গণঅধিকার পরিষদের

লোডশেডিং গ্রামে নয়, আগে ঢাকায় হবে: বিদ্যুৎ উপদেষ্টা

আত্মপ্রকাশ করেছে ‘গণতান্ত্রিক নাগরিক শক্তি’ নামের নতুন দল

ছাগলে গম খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৪

‘দেশ ও জাতির কল্যাণে প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করুন’

সারাদেশে ছাত্রশিবিরের ‘মাস মুভমেন্ট’ কর্মসূচি পালন

আগ্রাসী ট্রাম্পকে ঠেকাতে ইউরোপের সঙ্গে জোট বাঁধছে চীন?

বঙ্গে মানা হবে না ওয়াকফ আইন! বুধবার ইমামদের সঙ্গে বৈঠক মমতার

কীভাবে অধিকার আদায় করতে হয়, তা এ প্রজন্ম আমাদের শিখিয়েছে : মৎস্য উপদেষ্টা

মহেশপুরে বিএসএফ পিটিয়ে মারলো বাংলাদেশী যুবককে

দেশের জনগণ রাষ্ট্র পরিচালনায় পরিবর্তন দেখতে চায় , আওয়ামী ষ্টাইলে রাজনীতি নয়- ড. আসাদুজ্জামান রিপন

এবার হলিউডের অ্যাকশন মুভিতে রোনাল্ডো

করিমগঞ্জে মাছ ধরতে গিয়ে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

জাপানে সমুদ্রগর্ভে ১২ হাজার বছরের প্রাচীন পিরামিডের সন্ধান

স্বাধীন ফিলিস্তিনের প্রতি অটল সমর্থন অব্যাহত রাখবে বাংলাদেশ

গণপদযাত্রায় যেভাবে অংশ নেবেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

সিকৃবিতে কৃষি বিষয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা কাল শনিবার

জলবায়ু পরিবর্তনের হুমকি মোকাবেলায় জরুরি পদক্ষেপের আহ্বান- সিলেটে মানববন্ধনে ওয়ান আর্থ ইনিশিয়েটিভ