শা’বান মাসের গুরুত্ব ও ফজিলত
১৭ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০০ এএম | আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০০ এএম
রমজানের আগমনী বার্তা নিয়ে মুসলিম উম্মাহর দুয়ারে হাজির হয়েছে মাহে শা’বান। রাসূলুল্লাহ (সা.) শা’বান মাস থেকেই রমজান মাসের প্রস্তুতি নিতেন। রজব ও শা’বানে তিনি রমজানের অধীর অপেক্ষায় থাকতেন। হযরত আয়েশা রাদিআল্লাহু আনহু বর্ণনা করেন : রাসূল (সা.) শাবান মাসের (দিন-তারিখ হিসাব) প্রতি এতো অধিক লক্ষ্য রাখতেন যা অন্য মাসের ক্ষেত্রে রাখতেন না। (আবু দাউদ)। আরবি ইসলামী বর্ষপঞ্জির অষ্টম মাস হলো শা’বান। এই মাসের ফজিলত ও বরকত অন্যান্য মাসের তুলনায় একটি বিশিষ্ট স্থান দখল করে আছে। লক্ষ্য করলে দেখা যায় যে, ৮ সংখ্যাটির মাঝে মহান রাব্বুল আলামীন এমন সব বৈশিষ্ট্য প্রচ্ছন্ন রেখেছেন, যা কালের খাতায় ইতিহাসের পাতায় চিরকাল ভাস্বর হয়ে থাকবে। যেমন- (ক) দ্বীন ইসলামের অন্যতম ফরয কর্তব্য হলো দিনে এবং রাতে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা। এই পাঁচ ওয়াক্ত নামাজে ১৭ রাকায়াত ফরজ আদায় করা অপরিহার্য। ১৭ সংখ্যাটির একক (১+৭) = ৮।
(খ) দ্বীনে মোহাম্মাদীর কিবলা হলো বাইতুল্লাহ বা কাবা গৃহ। এই পবিত্র গৃহে কাফের ও মুশরিকদের আধিপত্য ছিলো একচেটিয়া। হিজরি ৮ম সালে রাসূলুল্লাহ (সা.) মক্কা বিজয় করেন এবং কাবা গৃহ কাফের মুশরিকদের কবল হতে চিরদিনের জন্য মুক্ত ও পবিত্রতা লাভে ধন্য হয়। (গ) পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে সালাতুল বুস্তা অর্থাৎ মধ্যবর্তী নামাজ হিসেবে আসরের নামাজের বিশেষত্বকে আল কোরআনে তুলে ধরা হয়েছে। লক্ষ্য করলে অনুধাবন করা যায় যে, আসরের নামাজ সুন্নাত ও ফরজ মিলিয়ে মোট ৮ রাকায়াত।
(ঘ) আল্লাহ রাব্বুল ইজ্জতের পরিপূর্ণ পরিচয় প্রদানকারী ও সান্নিধ্য লাভকারী হলেন বিশ্ব নবী হযরত মোহাম্মাদ মোস্তাফা আহমাদ মুজতাবা (সা.)। আল্লাহপাক তাঁর হাবীব (সা.)-কে আল কোরআনে ‘রাসূলুল্লাহ’ উপাধীতে বিভূষিত করেছেন। আরবি রাসূলুল্লাহ শব্দের অক্ষর সংখ্যাও ৮। অনুরূপভাবে ৮ সংখ্যাটির অগণিত ও অসংখ্য বৈশিষ্ট্য রয়েছে, যা শা’বান মাসের বিশেষত্বকে উচ্চকিত করে তুলেছে।
পিয়ারা নবী মোহাম্মাদুর রাসূলুল্লাহ (সা.) রজব মাস আগমন করলে এই দোয়াটি বেশি বেশি পাঠ করতেন : আল্লাহুম্মা বারিক লানা ফী রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রামাদ্বান- অর্থাৎ হে আল্লাহ! আমাদেরকে রজব ও শাবান মাসে বরকত দান করুন এবং রমযান পর্যন্ত পৌঁছার সৌভাগ্য নসীব করুন। বস্তুত, শা’বান মাস ঈমানদারগণকে সিয়াম সাধনার প্রস্তুতি সুলভ সংযম, ত্যাগ, আত্মশুদ্ধি ও পবিত্রতা অর্জনের সবক দিয়ে যায়, যার সুষ্ঠু প্রতিফলন পবিত্র রমজানের মাধ্যমে পরিপূর্ণরূপে ফুটে উঠে।
উম্মুল মুমেনীন হযরত আয়েশা (রা.) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা.) কখনো লাগাতার রোজা রাখতেন। আমরা ভাবতাম, তিনি হয়ত রোজা ছাড়বেন না। আবার কখনো কখনো লাগাতার রোজা থেকে বিরত থাকতেন, আমরা ভাবতাম তিনি হয়ত আর রোজা রাখবেন না। আমি রমজান মাস ছাড়া পুরো একমাস রোজা রাখতে তাঁকে কখনো দেখিনি। আর শা’বান মাস ছাড়া অন্য কোন মাসে এতো বেশি রোজা রাখতে কখনো দেখিনি। (সহীহ বুখারী, সহীহ মুসলিম, জামে তিরমিজী, সুনানে নাসাঈ ও সুনানে আবু দাউদ)।
হযরত উসামা বিন যায়েদ (রা.) হতে বর্ণিত। তিনি বলেন- একবার আমি রাসূলুল্লাহ (সা.)-কে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ! আপনাকে শা’বান মাসে যে পরিমাণ রোজা রাখতে দেখি, অন্য কোনো মাসে সে পরিমাণ দেখি না। রাসূলুল্লাহ (সা.) বললেন : এ মাস হলো রজব ও রমজানের মধ্যবর্তী মাস। লোকেরা যার সম্পর্কে গাফেল। এটি এমন মাস, যে মাসে বান্দাহদের আমলসমূহ আল্লাহপাকের দরবারে উত্থিত হয়। আর আমি চাই, রোজাদার অবস্থায় যেন আমার আমল পেশ করা হয়। (সুনানে নাসাঈ)।
উল্লেখ্য যে, এ হাদিসে বিবৃত হয়েছে বান্দাহর আমলনামা আল্লাহপাকের নিকট পেশ করা হয় শা’বান মাসে। এটা হলো বাৎসরিক রিপোর্ট। এছাড়াও দৈনিক ফজর ও আসরের সময় এবং সাপ্তাহিক প্রতি বৃহস্পতিবার দিবাগত রাতে এবং কোনো কোনো বর্ণনা অনুসারে সোম ও বৃহস্পতিবার বান্দাহর আমলের রিপোর্ট আল্লাহ তায়ালার নিকট পেশ করা হয়। বিশেষত, এই মাসে এমন একটি রাত রয়েছে যার মর্যাদা সম্পর্কে আল কোরআনে ‘লাইলাতুম্ মুবারাকাতুন’ অর্থাৎ বরকতময় রাত বাক্যের ব্যবহার হয়েছে।
শা’বান মাসের ১৪ই তারিখের দিবাগত রাতটিই হলো ‘লাইলাতুম্ মুবারাকাতুন্’। ফার্সী ভাষায় এই রাতকে ‘শবেবরাত’ বলা হয়। ভারতীয় উপমহাদেশের সর্বত্র এই নামেই রাতটি পরিচিত। এই রাতে সৃষ্টি জগতের হায়াত, মউত, রিজিক-দৌলত, উত্থান-পতন, ভালো-মন্দ, সুখ-দুঃখ, উন্নতী-অবনতি ইত্যাদি ভাগ্যলিপি এক বছরের জন্য তৈরি করা হয়।
বিভাগ : শান্তি ও সমৃদ্ধির পথ ইসলাম
মন্তব্য করুন
আরও পড়ুন
যশোরে নাশকতার অভিযোগে আওয়ামীলীগের দুই কর্মী আটক
যশোরে ব্যবসায়ীর পায়ে গুলি সাবেক এসপি আনিসসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা থানায় রেকর্ড
যশোরে একই সঙ্গে দুই প্রতিষ্ঠানের অধ্যক্ষ জাহিদুল
ইমনের সেঞ্চুরির পরও এগিয়ে খুলনা
টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে সরানো হলো প্রথম আলোর সামনে অবস্থানকারীদের
নাইমের ১৮০, মেট্রোর বড় সংগ্রহ
রাজার বোলিংয়ে অলআউট বরিশাল
দেশের টাকা পাচার করে হাসিনা ও তাঁর দোসররা দেশকে দেউলিয়া করে গেছে পাচারকৃত টাকা উদ্ধারে কাজ করতে হবে -মাওলানা ইমতিয়াজ আলম
এসডিজি কার্যক্রমে যুক্ত হচ্ছে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের ‘থ্রি জিরো তত্ত্ব’
বিএনপি’র প্রতিনিধি দলের সাথে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেনের বৈঠক
৫ বছর পর আয়োজিত হতে যাচ্ছে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট-২০২৪
থিতু হয়েও ইনিংস লম্বা করতে পারলেন না শাহাদাত
গণ-অভ্যুত্থানে ঢাবি ভিসির ভূমিকা কী ছিল? জানতে চান ছাত্রদলের সাধারণ সম্পাদক
নির্বাচন কমিশনের প্রধান কাজ হওয়া উচিত অবাধ-সুষ্ঠু নির্বাচনের জন্য সাধারণ জনগণের আস্থা অর্জন করা : রিজভী
ইংরেজিতে দক্ষতা অর্জনে দেশে এলো অ্যাপ ‘পারলো’
সীমান্তর লক্ষ্য এসএ গেমসের হ্যাটট্রিক স্বর্ণ জয়
বিপিএলের প্রথম দিনই মাঠে নামছে বসুন্ধরা-মোহামেডান
নির্বাচিত সরকারই দেশকে পুনর্গঠন করতে পারে : তারেক রহমান
লক্ষ্মীপুরে ১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন ৫০ জন
১৫ দিন রিমান্ড শেষে কারাগারে আব্দুর রাজ্জাক