বাংলাভাষা : উদযাপনে ও বাস্তব জীবনে
২১ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০৪ এএম
ভাষা মানবজাতির উপর আল্লাহপ্রদত্ত অনেক বড় একটি নিআমত। ভাষার মাধ্যমে মানুষ লাভ করেছে প্রাণীজগৎ থেকে স্বাতন্ত্র্য ও মর্যাদা। মানুষের বহমান জীবনধারা, সভ্যতা-সংস্কৃতি, আনন্দ-বেদনা, আবেগ-অনুভূতির সাবলীল প্রকাশ ঘটে ভাষার মাধ্যমে। মানুষ জন্মের পর সর্বপ্রথম চেনে তার মাকে। কথা শিখতে থাকে মায়ের মুখ থেকে, মায়ের যে ভাষা সেটাই হচ্ছে মাতৃভাষা। ফলে মাতৃভাষার সাথে মানুষের নাড়ির সম্পর্ক ও হৃদয়ের বন্ধন। আমাদের মাতৃভাষা বাংলা ভাষা। ফেব্রুয়ারি ভাষার মাস। নানা আয়োজনে উদযাপিত হচ্ছে ২১ ফেব্রুয়ারি। কিন্তু এতটুকুতেই দায় শেষ? হৈ-হুল্লোড়ে দিনটি পার করার নামই কি তবে ভাষার প্রতি ভালবাসা! দেখার বিষয় হচ্ছে, আমাদের বাস্তব জীবনে বাংলাভাষা কতটুকু গুরুত্ব পাচ্ছে। আমাদের দৈনন্দিন জীবনে বাংলাভাষার প্রতি যতটুকু না ভালবাসা ফুটে ওঠে বিভিন্ন ক্ষেত্রে তার চেয়ে অনেক বেশি প্রকাশ পায় অবজ্ঞা ও তাচ্ছিল্যের ভাব। বিশেষ করে শিক্ষিত ও উচ্চশিক্ষিত হিসেবে যারা সমাজে পরিচিত ভাষার সাথে তাদের অনেকের আচরণ ও উচ্চারণ উদ্বেগজনক।
মাতৃভাষার সঙ্গে প্রত্যেক জনগোষ্ঠীর সভ্যতা ও সংস্কৃতি জড়িত। পবিত্র কোরআনে আল্লাহ তা‘আলা বলেন : আমি প্রত্যেক রাসূলকেই তার স্বজাতির ভাষাভাষী করে পাঠিয়েছি, তাদের কাছে পরিষ্কারভাবে ব্যাখ্যা করার জন্য। (সূরা ইব্রাহিম : ৪)। আল্লাহ তা’আলা মাতৃভাষা দিয়েছেন যেন আমরা পরিষ্কারভাবে কথা বলতে পারি, মনের ভাব প্রকাশ করতে পারি। কিন্তু আমরা মাতৃভাষাকে বিকৃত করে এক জগাখিচুড়ি মার্কা ভাষায় কথা বলতে শুরু করেছি। যা খুবই লজ্জাজনক।
ইংরেজি ভাষা ব্যবহারের মাত্রা যে হারে বাড়ছে তাতে বাংলা ভাষা নিতান্তই অসহায় হয়ে পড়ছে। নতুন প্রজন্মের মাঝে ইংরেজি ভাষা ধীরে ধীরে আগ্রাসী আধিপত্য বিস্তার করছে। ইংরেজি ভাষার প্রতি অতি উৎসাহ মাতৃভাষা বাংলাকে পিছে ঠেলে দিচ্ছে বা গুরুত্বহীন ঠাওরাচ্ছে। ইংরেজিতে দু’কলম লিখতে বা বলতে পারলে মনে পুলক জাগে। ভেতরে অনুভব হয় গৌরব ও আভিজাত্য। বাংলাভাষী হয়ে ইংরেজি না জানাকে যতটুকু লজ্জার মনে করা হয় বাংলা না জানাকে তার দশ ভাগের এক ভাগও লজ্জার মনে করা হয় না। ফলে একটি শ্রেণির মাঝে মাতৃভাষার প্রতি অবজ্ঞা কিংবা উদাসীনতা দিনদিন বেড়েই চলেছে।
দেশের আদালতগুলোতে এখনো রায় লেখা হয় ইংরেজি ভাষায়। কিন্তু যে দেশের অধিকাংশ লোক পড়ে বুঝার মত ইংরেজি জানে না তারা শত শত পৃষ্ঠার রায়গুলো বুঝবে কিভাবে? আর মিডিয়াগুলোতে বিশেষ করে প্রাইভেট রেডিও চ্যানেলগুলোয় ইংরেজি-বাংলা মিশানো উদ্ভট উচ্চারণের বাক্যালাপ শুনে রীতিমত আঁতকে উঠতে হয়। একটা বাংলা শব্দের উপর পাঁচটা ইংরেজি শব্দ জুড়ে দিয়ে ভাষার যে রূপটা তারা গঠন করেন- তা না বাংলা না ইংরেজি। কেউ কেউ একে রস করে হিজড়া ভাষা বলে থাকেন।
আসলে এগুলো হচ্ছে ঔপনিবেশিক শাসনে সৃষ্ট দাস-মানসিকতা। দীর্ঘ সময় পর্যন্ত ইংরেজরা এদেশ শাসন করেছিল। তাদের রাজ ভাষা ছিল ইংরেজি। আমরা এখনও ঔপনিবেশিক রাজ ভাষা বা তাদের চিন্তানৈতিক গোলামী ও তার প্রভাব থেকে মুক্ত হতে পারিনি। আমাদের পায়ে এখনও ঔপনিবেশিক প্রভাবের শেকল ঝন ঝন করে বাজে। এগুলো সেই ঝন ঝন আওয়াজের প্রতিচিত্র। সে বাজনায় আমরা মুগ্ধ বলে এদেশের সবখানে তার আগ্রাসী বিচরণ।
আসলে আমাদের সাংস্কৃতিক চেতনা নিম্নমুখী বলে মাতৃভাষা শুদ্ধভাবে শেখা, লেখা ও বলায় চরম অবহেলার প্রকাশ ঘটে। এখানে ইংরেজি শেখার প্রতি নিরুৎসাহিত করা হচ্ছে না। বর্তমান বিশে^র চাহিদা ও প্রয়োজন পূরণের জন্য একদল লোক ইংরেজিও শিখবে। তবে সেটা মাতৃভাষাকে অবহেলা করে নয়। একজন বলেছেন, ‘জীর্ণ কুটিরে ছিন্ন বস্ত্রে বসবাসরত গর্ভধারিণীকে অবহেলা করে ধনী শাশুড়িকে নিয়ে মেতে থাকা আর যাই হোক কোনো সুস্থ মানুষের কাজ হতে পারে না। ঠিক তেমনি মানুষের কাজ হতে পারে না- মাতৃভাষাকে অবহেলা করে অন্যের ভাষা নিয়ে উল্লাস করা।’
শুদ্ধ বাংলার চর্চা শুধু বাংলা সাহিত্যের শ্রেণিকক্ষ পর্যন্ত সীমিত করে রাখলে চলবে না, বরং সকল বিদ্যালয়, বিশ্ব বিদ্যালয়ের ছাত্র-শিক্ষক, মাদরাসাগুলোর উলামা-তলাবা, সরকারি-বেসরকারি দপ্তরের কার্যক্রম, বক্তৃতা-বিবৃতিসহ সকল কাজে-কর্মে ভেজাল মুক্ত বাংলার চর্চা হলেই কেবল মাতৃভাষার মর্যাদা রক্ষা হবে।
বিভাগ : শান্তি ও সমৃদ্ধির পথ ইসলাম
মন্তব্য করুন
আরও পড়ুন
যশোরে নাশকতার অভিযোগে আওয়ামীলীগের দুই কর্মী আটক
যশোরে ব্যবসায়ীর পায়ে গুলি সাবেক এসপি আনিসসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা থানায় রেকর্ড
যশোরে একই সঙ্গে দুই প্রতিষ্ঠানের অধ্যক্ষ জাহিদুল
ইমনের সেঞ্চুরির পরও এগিয়ে খুলনা
টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে সরানো হলো প্রথম আলোর সামনে অবস্থানকারীদের
নাইমের ১৮০, মেট্রোর বড় সংগ্রহ
রাজার বোলিংয়ে অলআউট বরিশাল
দেশের টাকা পাচার করে হাসিনা ও তাঁর দোসররা দেশকে দেউলিয়া করে গেছে পাচারকৃত টাকা উদ্ধারে কাজ করতে হবে -মাওলানা ইমতিয়াজ আলম
এসডিজি কার্যক্রমে যুক্ত হচ্ছে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের ‘থ্রি জিরো তত্ত্ব’
বিএনপি’র প্রতিনিধি দলের সাথে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেনের বৈঠক
৫ বছর পর আয়োজিত হতে যাচ্ছে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট-২০২৪
থিতু হয়েও ইনিংস লম্বা করতে পারলেন না শাহাদাত
গণ-অভ্যুত্থানে ঢাবি ভিসির ভূমিকা কী ছিল? জানতে চান ছাত্রদলের সাধারণ সম্পাদক
নির্বাচন কমিশনের প্রধান কাজ হওয়া উচিত অবাধ-সুষ্ঠু নির্বাচনের জন্য সাধারণ জনগণের আস্থা অর্জন করা : রিজভী
ইংরেজিতে দক্ষতা অর্জনে দেশে এলো অ্যাপ ‘পারলো’
সীমান্তর লক্ষ্য এসএ গেমসের হ্যাটট্রিক স্বর্ণ জয়
বিপিএলের প্রথম দিনই মাঠে নামছে বসুন্ধরা-মোহামেডান
নির্বাচিত সরকারই দেশকে পুনর্গঠন করতে পারে : তারেক রহমান
লক্ষ্মীপুরে ১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন ৫০ জন
১৫ দিন রিমান্ড শেষে কারাগারে আব্দুর রাজ্জাক