মহিমান্বিত এক রজনী লাইলাতুল কদর
০১ এপ্রিল ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ০১ এপ্রিল ২০২৪, ১২:০৪ এএম
লাইলাতুল কদর নামের সাথে পরিচিত নয় এমন মুসলমান খুঁজে পাওয়া মুস্কিল। কারণ, ইসলামী জীবন ব্যবস্থার একটি বিশেষ আনুষ্ঠানিকতা এই নামের সাথে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে। লাইলাতুল কদরের অর্থ ও মর্ম: লাইলাতুল কদর রাত্রির অর্থ কী? ইহা বলতে কী বুঝায়? এ প্রসঙ্গে আল্লামা বদরউদ্দীন আইনী (রহ.) বলেছেন, লাইলাতুল কদর বলতে এমন রাত্রি বুঝায় যাতে যাবতীয় কর্মকাণ্ডের পরিমাণ নির্ধারণ করা হয়। এর চূড়ান্ত রূপ দান করা হয় এবং এক বছরের জন্য মহান আল্লাহপাক এই রাতে সকল বিধান ও মর্যাদার ফয়সালা নিষ্পন্ন করেন।
এ প্রসঙ্গে ইমাম যুহরী (রহ.) বলেছেন, এই রাতটি নিজস্ব মাহাত্ম্য, উচ্চমান-মর্যাদা এবং মাহাত্ম্যের জন্য এর নামকরণ করা হয়েছে লাইলাতুল কদর। আবু বকর আল ওয়াররাক (রহ.) বলেছেন, এই রাতের নাম কদর রাত রাখা হয়েছে এ জন্য যে, যে ব্যক্তি মান-মর্যাদা সম্পন্ন নয় সে যদি যথাসময়ে এ রাতে জাগ্রত থেকে আল্লাহপাকের ইবাদত বন্দেগীতে নিমগ্ন হয় তাহলে সেও সম্মান ও মর্যাদাবান হয়ে যাবে। আবার কেউ কেউ বলেছেন, এই নামকরণের কারণ হলো এই রাতে মুমিন-মুসলমানগণ যে সকল নেক আমল করে আল্লাহপাকের তা গৃহীত হওয়ার কারণে তারা সমধিক মূল্য ও মর্যাদার অধিকারী হয়ে থাকেন।
কেউ কেউ বলেছেন, আল্লাহপাকের মর্যাদাবান কিতাব আল কোরআন এই রাতে নাযিল হয়েছে বিধায় এই রাতের নামকরণ করা হয়েছে কদর রাত্রি। সহল ইবনে আব্দুল্লাহ (রহ.) বলেছেন, মহান আল্লাহপাক এই রাতে মুমিন বান্দাদের প্রতি রহমত ও মাগফেরাত বর্ষণের পরিমাণ নির্ধারণ করেন এবং এই রাতে আল্লাহপাক পরবর্তী এক বছরের নিয়ম বিধানের চূড়ান্ত ব্যবস্থার করেন বলেই এর নামকরণ করা হয়েছে কদর রাত্রি।
কদর রাত্রি কবে? এ প্রসঙ্গে হযরত আয়েশা সিদ্দিকা (রা.) হতে বর্ণিত হয়েছে যে রাসূলুল্লাহ (সা.) বলেছেন, তোমরা রমজান মাসের শেষ দশকের বেজোড় তারিখের রাতগুলোতে কদর রাত্রির সন্ধান কর। -(সহীহ বুখারী)। এই হাদিসে কদর রাত খুঁজে বের করার কথা বলা হয়েছে। এতে দু’টি দিকনির্দেশনা লাভ করা যায়। একটি হলো এই রাতটি রমজান মাসের শেষ দশকের কোনো একটি রাত হবে। আর দ্বিতীয়টি হলো রামজান মাসের শেষ দশকের বেজোড় রাতগুলোর কোনো একটি রাত হবে। শেষ দশকের বেজোড় রাত বলতে: ২১, ২৩, ২৫, ২৭, ২৯ তারিখের রাত বুঝায়। সুতরাং এই রাতগুলোর কোনো একটি রাত কদর রাত হবে। সুতরাং কদর রাত পাওয়ার আশায় মুমিন মুসলমানদেরকে উল্লিখিত পাঁচটি বেজোড় রাত্রে এবাদত বন্দেগী বেশি বেশি করা।
সূরাতুল কদর: লাইলাতুল কদর এর মর্যাদা ও মাহাত্ম্য বিবৃত করে আল কোরআনে একটি পূর্ণাঙ্গ সূরা নাযিল হয়েছে। কোরআনুল কারীমের ৯৭ তম সূরা নাযিল হয়েছে। কোরআনুল কারীমের ৯৭ তম সূরা হচ্ছে সূরা কদর। এই সূরায় মোট পাঁচটি আয়াত আছে এবং একটি রুকু আছে। এই সূরাটি নাযিল হয়েছে মক্কায়। এই সূরায় ৩১টি শব্দ রয়েছে এবং এর অক্ষর সংখ্যা ১১৬।
সূরাটির বাংলা অনুবাদ: ‘দয়াময় ও পরম দয়ালু আল্লাহর নামে আরম্ভ করছি। ১. আমি ইহা (আল কোরআন) এক মহামান্বিত রজনীতে অবতীর্ণ করেছি। (অর্থাৎ কদর এর রাত্রিতে আল কোরআনকে লাওহে মাহফুজ হতে প্রথম আকাশের বাইতুল ইজ্জতে নাযিল করা হয়)। ২. আর (হে মোহাম্মদ সা.), তুমি কি জান মহিমান্বিত রজনী কী? ৩. মহিমান্বিত রজনী হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ। ৪. সে রাত্রিতে ফিরিশতাগণ ও জিবরাইল ফিরিশতা প্রত্যেক কাজে তাদের প্রতিপালকের অনুমতিক্রমে অবতীর্ণ হয়। ৫. সেই রজনী শান্তিই শান্তি, উষার আবির্ভাব পর্যন্ত।’ এই সূরায় সুস্পষ্টভাবে তিনটি বিষয়ের প্রতি গুরুত্বারোপ করা হয়েছে। প্রথমত, কদর রাত হাজার অপেক্ষা শ্রেষ্ঠ।
কোনো বান্দাহ এক নাগাড়ে হাজার মাস এবাদত বন্দেগী করলে যে পরিমাণ সওয়াব লাভের অধিকারী হয়, শুধুমাত্র কদর রাতের এবাদতে একজন বান্দা সে পরিমাণ সওয়াব লাভে কৃতার্থ হতে পারে। দ্বিতীয়ত, এই রাতে জিবরাইল ফিরিশতা ও তার সহযোগী রহমতের ফিরিশতাগণ আল্লাহপাকের নির্দেশক্রমে প্রত্যেক কাজ সম্পন্ন করার জন্য অবতীর্ণ হয়। তৃতীয়ত, এই রাত্রিতে উষার আবির্ভাব পর্যন্ত এবাদতগুজার বান্দাদের প্রতি ও অন্যান্য সৃষ্টিকুলের প্রতি শান্তি ও স্বস্তি ও নিরাপত্তারমূলক রহমত অবিরত ধারায় বর্ষিত হতে থাকে। অতএব এমন একটি মর্যাদাবান ও মহিমান্বিত রজনীকে হেলায় উপেক্ষা করা মোটেই সমীচীন নয়।
বিভাগ : শান্তি ও সমৃদ্ধির পথ ইসলাম
মন্তব্য করুন
আরও পড়ুন
হাজীদের সর্বোত্তম স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ ধর্ম উপদেষ্টা ড. খালিদ হোসেন
ইসলামকে রাষ্ট্রের মূলনীতি হিসেবে সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে গোলটেবিল বৈঠকে নেতৃবৃন্দ
ময়মনসিংহে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের দুপক্ষের সংঘর্ষ, আহত ২
নকলায় নদীতে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু
কাল ডিইউজে’র বার্ষিক সাধারণ সভা
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় বছরের সর্বোচ্চ মৃত্যু ১১, শনাক্ত আরও ১০৭৯
ভোটাধিকার প্রতিষ্ঠায় মজলুম জনতাকে ঐক্যবদ্ধ থাকতে হবে : সিলেট জেলা বিএনপির সেক্রেটারি এমরান চৌধুরী
এবার কৃষ্ণসার হত্যা নিয়ে কথা বললেন সালমান খান
শিক্ষার্থীদের অংশগ্রহণে সচেতনতামূলক ট্রাফিক ব্যবস্থা গড়ে উঠবে-- ডিআইজি ড. আশরাফুর রহমান
চকরিয়ায় বাইক-ডাম্পার মুখোমুখি সংঘর্ষে বায়ো ফার্মার এরিয়া ম্যানেজার নিহত
প্রকাশনা জালিয়াতি করে পদোন্নতির অভিযোগ রাবি অধ্যাপক সাহালের বিরুদ্ধে
সখিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
ইবিতে র্যাগিংয়ের ঘটনা, প্রতিবেদন চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়
‘মানুষ একদিন বলবে আ.লীগ নামে কোন দল ছিল না সন্ত্রাসীরাই আ.লীগ’
হত্যা মামলায় গ্রেপ্তার, বরখাস্ত ডিসি মশিউর ও এডিসি জুয়েল
পান্তকে রেকর্ড দামে কিনে নিল লাক্ষ্ণৌ
তিন শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় পৃথক তদন্ত কমিটি গঠন
বিএনপি’র জন্য ফাঁকা মাঠ এমন ভাবার কোন অবকাশ নাই: তারেক রহমান
রায়গঞ্জে বাস চাপায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু
ঈদগাঁওতে ছোট ভাইয়ের আঘাতে বড় ভাইয়ের মৃত্যু