ঢাকা   বুধবার, ১৩ নভেম্বর ২০২৪ | ২৯ কার্তিক ১৪৩১

যেদিন কোনো আর্তনাদ কাজে আসবে না-৩

Daily Inqilab জুবায়ের আহমাদ আশরাফ

০৯ নভেম্বর ২০২৪, ১২:০১ এএম | আপডেট: ০৯ নভেম্বর ২০২৪, ১২:০১ এএম

কিয়ামত দিবসের সব আনুষ্ঠানিকতা শেষে মুমিনগণ যখন জান্নাত লাভ করবে এবং অপরাধীরা জাহান্নামে পৌঁছাবে তখন সব জাহান্নামি একত্র হয়ে শয়তানকে অভিশাপ দিতে থাকবে। অভিশপ্ত শয়তান তখন আগুনের মধ্যে দাঁড়িয়ে বলবে, আমার প্রতি অভিসম্পাতকারী হে দুর্ভাগারা! আল্লাহ তাআলা তোমাদের সাথে ওয়াদা করেছিলেন যে, কিয়ামত, মৃত্যুর পর পুনরুত্থান, হিসাব ও কর্মফল প্রদান সত্য, আর যে এগুলো অস্বীকার করবে সে ধ্বংস হবে এবং যে বিশ্বাস করে সৎকর্ম করবে সে সফল হবে, আল্লাহর এ সত্য প্রতিশ্রুতি তোমরা সচক্ষে প্রত্যক্ষ করেছ।

আর আমি তোমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে, এই জীবনের পর আর কোনো জীবন নেই এবং এ জীবনের কোনো হিসাব-কিতাব হবে না। আমার প্রতিশ্রুতি আজ পুরোপুরি মিথ্যা প্রমাণিত হলো। তোমরা আমাকে আজ ভর্ৎসনা করছ কেন? তোমাদের উপর তো আমার কোনো আধিপত্য ছিল না এবং তোমাদেরকে আমি জবরদস্তিমূলক আমার আনুগত্যে বাধ্য করিনি। তোমরা আমার নির্দেশনা অমান্য করলে আমি তোমাদের কী করতে পারতাম? তোমরা ভোগের বশবর্তী হয়ে আমার হুকুম মান্য করেছ।

এখন তার শাস্তি আস্বাদন করো। সে আরো বলবে, তোমাদেরকে আমার হুকুম পালনে বাধ্য করার উপযোগী কোনো শক্তি-সামর্থ্য আমার ছিল না, কোনো দলিল-প্রমাণও ছিল না। আমি নিছক কুমন্ত্রণার মাধ্যমে জাগতিক ক্ষণস্থায়ী আরাম-আয়েশ ও ভোগ বিলাসিতার উপকরণ তোমাদের দৃষ্টিপথে আহৃত করেছি। তোমরা অপদার্থরা সঙ্গে সঙ্গে আমার প্রলোভনে সাড়া দিয়েছ। অথচ নবী-রাসূলগণ বিভিন্ন প্রকার দলিল-প্রমাণ ও সুস্পষ্ট নিদর্শন তোমাদের সম্মুখে উপস্থাপিত করেছেন। তোমরা তাদের কথায় কর্ণপাত করনি।

এখন তোমাদের এই নিকৃষ্ট পরিণাম হয়েছে। সুতরাং তোমরা আমাকে তিরস্কার না করে নিজেদেরকে করো। আমার পক্ষ থেকে তো শুধু প্রলোভন ছিল, শাস্তির মূল কারণ অপরাধ-তো তোমরা স্বেচ্ছায়, সজ্ঞানে সংঘটিত করেছ। অতএব আজ আমি তোমাদের কোনো সাহায্য করতে পারব না, তোমরাও আমার কোনোরূপ উপকার করতে পারবে না। (মাআরিফুল কুরআন-৪/২৫২)

অভিশপ্ত শয়তানের এরূপ নৈরাশ্যপূর্ণ উত্তর শ্রবণ করে অপরাধীদের প্রচ- মর্মজ্বালা উৎপাদিত হবে। তারা অতিশয় হয়রান-পেরেশান হয়ে জাহান্নামের প্রহরীদেরকে বলবে, তোমাদের প্রতিপালকের কাছে প্রার্থনা করো, তিনি যেন আমাদের থেকে এক দিনের শাস্তি লাঘব করেন। উত্তরে প্রহরীগণ বলবেন, তোমাদের নিকট কি স্পষ্ট নিদর্শনসহ আল্লাহর রাসূলগণ আগমন করেননি? এবং জাহান্নাম থেকে আত্মরক্ষার পথ বাতলে দেননি? অপরাধীরা বলবে, অবশ্যই এসেছিলেন। তবে আমরা তাদের কথা মান্য করিনি। প্রহরী ফেরেশতাগণ তখন বলবেন, তাহলে আমরা তোমাদের জন্য প্রার্থনা করতে পারব না। তোমরাই করো, আর তাদের তখনকার প্রার্থনা কোনো কাজে আসবে না; বরং শুধু ব্যর্থতায় পর্যবসিত হবে। (সূরা মুমিন-৫০)

অপরাধীরা দুঃখে, বেদনায় ও অনুশোচনায় ক্রোধোন্মত্ত হয়ে নিজেদের অঙুলি দংশন করতে থাকবে। এ সময় তাদেরকে উচ্চ কণ্ঠে বলা হবে, এখন নিজেদের প্রতি তোমাদের যে ক্ষোভ, তদপেক্ষা পৃথিবীতে তোমাদের প্রতি আল্লাহর অপ্রসন্নতা ছিল অধিক-যখন তোমাদেরকে ঈমানের প্রতি আহ্বান করা হয়েছিল আর তোমরা তা প্রত্যাখ্যান করেছিলে। তখন তাদের দুঃখ, যাতনা ও মনোস্তাপ আরো বহুগুণ বৃদ্ধি পাবে। তারা নিরতিশয় বেদনাক্লিষ্ট হয়ে বলবে, ‘হে আমাদের প্রতিপালক! তুমি আমাদেরকে প্রাণহীন অবস্থায় দুইবার রেখেছ এবং দুবার আমাদেরকে জীবন দান করেছ। আমরা আমাদের অপরাধ স্বীকার করছি, এখন নিষ্ক্রমণের কোনো পথ মিলবে কি?’ (সূরা মুমিন-১১)

অপরাধীরা শাস্তির প্রচ-তায় অতিষ্ঠ হয়ে জাহান্নামের অধিকর্তা মালিক ফেরেশতাকে চিৎকার করে বলবে, ‘হে মালিক! তুমিই প্রার্থনা করো, তোমার প্রতিপালক আমাদের মৃত্যু দিয়ে যেন আমাদের নিঃশেষ করে দেন।’ (সূরা জুখরুফ-৭৭) উত্তরে তিনি বলবেন, তোমরা স্থায়ীভাবে এ অবস্থাতেই থাকবে। তোমাদের মৃত্যুও হবে না; তোমরা বেরও হতে পারবে না। (সূরা জুুখরুফ-৭৭)। হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) বলেন, অপরাধী জাহান্নামিদের এ আবেদনের পর সহস্র বৎসর অতিবাহিত হবে অতঃপর ফেরেশতা হজরত মালিক তাদেরকে এ জবাব দেবেন। (তাফসিরে ইবনে কাসির-৭/২৪১)

এরপর হজরত মালিক আলাইহিস সালাম তাদেরকে বলবেন, তোমরা তোমাদের প্রতিপালকের নিকট সরাসরি আবেদন করো এবং তাঁর নিকটই প্রার্থনা করো। কেননা তিনিই সর্বনিয়ন্তা, তাঁর উপর আর কেউ নেই। তারা তখন আল্লাহ পাকের নিকট আবারো প্রার্থনা করে বলবে, ‘হে আমাদের প্রতিপালক! দুর্ভাগ্য আমাদেরকে পেয়ে বসে এবং আমরা ছিলাম এক বিভ্রান্ত সম্প্রদায়। হে আমাদের প্রতিপালক! এই অগ্নি থেকে আমাদেরকে উদ্ধার করো, অতঃপর আমরা যদি পুনরায় কুফরি করি তবে তো আমরা অবশ্যই সীমালঙ্ঘনকারী হবো।’ জাহান্নামিদের এ স্বীকারোক্তির এক হাজার বছর পর (তাফসিরে কুরতুবি-১২/১০২) আল্লাহ তাআলা বলবেন, ‘তোমরা হীন অবস্থায় এই খানেই থাকো এবং আমার সঙ্গে কোনো কথা বলো না।’ (সূরা মুমিনুন- ১০৮)


বিভাগ : শান্তি ও সমৃদ্ধির পথ ইসলাম


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

কুরআনের ভাষায় মানবহত্যার ভয়াবহতা-১
আল্লাহ তওবা কবুলকারী
তাকওয়ার পরিচয় ও মুত্তাকির বৈশিষ্ট্য
মুক্তি ও স্বাধীনতার প্রকৃত পথ
মজলুমের পক্ষে আওয়াজ তোলার আহ্বান আজহারীর
আরও

আরও পড়ুন

লিসান্দ্রো মার্তিনেজকে বিশ্বকাপ বাছাইয়ে পাচ্ছেনা আর্জেন্টিনা

লিসান্দ্রো মার্তিনেজকে বিশ্বকাপ বাছাইয়ে পাচ্ছেনা আর্জেন্টিনা

খালাস পেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক এপিএস অপু

খালাস পেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক এপিএস অপু

পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডে ব্যাপক তল্লাশি

পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডে ব্যাপক তল্লাশি

আমদানি বিল পরিশোধের পর রিজার্ভ কমে ১৮.৪৬ বিলিয়ন ডলার

আমদানি বিল পরিশোধের পর রিজার্ভ কমে ১৮.৪৬ বিলিয়ন ডলার

অফিস-আদালতসহ সর্বত্রই দুঃশাসনের চিহ্ন রাখা উচিত নয় : রিজভী

অফিস-আদালতসহ সর্বত্রই দুঃশাসনের চিহ্ন রাখা উচিত নয় : রিজভী

পার্লামেন্টে ক্ষমা

পার্লামেন্টে ক্ষমা

ক্ষেপণাস্ত্র হামলা

ক্ষেপণাস্ত্র হামলা

ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তায় নতুন প্রহরী: রোবট কুকুর!

ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তায় নতুন প্রহরী: রোবট কুকুর!

লুকিয়ে প্রেমিকের সঙ্গে দেখা করায় মিস ইউনিভার্স প্রতিযোগিতা থেকে বহিস্কার

লুকিয়ে প্রেমিকের সঙ্গে দেখা করায় মিস ইউনিভার্স প্রতিযোগিতা থেকে বহিস্কার

মাকে হত্যা করে লাশ ডিপ ফ্রিজে রাখা ছেলে গ্রেফতার

মাকে হত্যা করে লাশ ডিপ ফ্রিজে রাখা ছেলে গ্রেফতার

সীমান্তে ৪ বাংলাদেশী নারী আটক

সীমান্তে ৪ বাংলাদেশী নারী আটক

গুলি বর্ষণকারী ৭৪৭ পুলিশ শনাক্ত গ্রেফতারের উদ্যোগ নেই

গুলি বর্ষণকারী ৭৪৭ পুলিশ শনাক্ত গ্রেফতারের উদ্যোগ নেই

সিলেটে মতবিনিময় সভা করলো নেজামে ইসলাম পার্টির

সিলেটে মতবিনিময় সভা করলো নেজামে ইসলাম পার্টির

স্বামী স্ত্রীকে শর্ত লাগিয়ে তালাক দেওয়ার পর শর্ত উঠিয়ে নেওয়া প্রসঙ্গে।

স্বামী স্ত্রীকে শর্ত লাগিয়ে তালাক দেওয়ার পর শর্ত উঠিয়ে নেওয়া প্রসঙ্গে।

আন্তঃনগর ট্রেনের সময় পরিবর্তন করুন

আন্তঃনগর ট্রেনের সময় পরিবর্তন করুন

জনপ্রশাসনে মেধাশূন্যতা : কারণ ও প্রতিকার

জনপ্রশাসনে মেধাশূন্যতা : কারণ ও প্রতিকার

ভারতীয় হেজিমনি ও আওয়ামী লীগের আত্মঘাতী রাজনীতি

ভারতীয় হেজিমনি ও আওয়ামী লীগের আত্মঘাতী রাজনীতি

বিতর্ক পরিহার করতে হবে

বিতর্ক পরিহার করতে হবে

ইসরাইলি বাহিনী হিজবুল্লাহর সঙ্গে অস্ত্রবিরতিতে যাবে না

ইসরাইলি বাহিনী হিজবুল্লাহর সঙ্গে অস্ত্রবিরতিতে যাবে না

নির্বাচনে হারার পর প্রথমবার জনসমক্ষে বাইডেন ও কমলা

নির্বাচনে হারার পর প্রথমবার জনসমক্ষে বাইডেন ও কমলা