খবর গ্রহণ ও বিশ্বাস-১
২৮ ডিসেম্বর ২০২৪, ১২:১০ এএম | আপডেট: ২৮ ডিসেম্বর ২০২৪, ১২:১০ এএম

আমরা একে অপরের কাছ থেকে নানা খবর শুনি ও বিশ্বাস করি। এ ক্ষেত্রে সতর্কতা ও দায়িত্বশীলতা জরুরি। গুরুত্বপূর্ণ খবর বিচক্ষণতার সাথে যাচাই-বাছাই করে গ্রহণ করতে হবে। তাহলে সত্য ও সঠিক খবর সংগৃহীত হবে। যাচাই-বাছাই ছাড়া খবর গ্রহণ করলে মিথ্যা ও ভুল খবর সংগৃহীত হওয়ার আশঙ্কা থাকে, যা বিভ্রান্তি ও বিশৃঙ্খলা বিস্তার করে, শত্রুতা ও বিবাদের সূত্রপাত করে এবং দুশ্চিন্তা ও উদ্বেগজনক পরিস্থিতি তৈরি করে।
আজ সমাজে যে বহু রকমের অশান্তি ও সহিংসতা লক্ষণীয় তার একটা বড় কারণ হলো, খবরগ্রহণে সতর্কতা ও যাচাই-বাছাইয়ের অভাব। যেকোনো খবর ‘ওহি’র মতো বিশ্বাস করে ফেলা হয়। হাওয়ায় ভেসে আসা কথাও চোখবুজে গ্রহণ করে নেয়া হয় এবং এর ভিত্তিতে পদক্ষেপ ও পরিকল্পনা সাজিয়ে তা বাস্তবায়ন করে ফেলা হয়। আর যার সম্পর্কে খবর দেয়া হয় তার সাথে বিরোধ থাকলে তো যাচাইয়ের প্রশ্নই আসে না; বরং নিজ থেকে বাড়িয়ে ফুলানো-ফাঁপানো হয়।
ইসলাম এ ধরনের দায়িত্বহীনতা পরিহার করে সতর্ক ও দায়িত্বশীল হওয়ার এবং সত্য-মিথ্যা যাচাই করে খবর গ্রহণ করার নির্দেশ দিয়েছে। এ আপন-পর, শত্রু-মিত্র, নির্বিশেষে সবার ক্ষেত্রে অনুসরণীয়। যে খবর অন্যের ব্যাপারে এবং যা দ্বারা কারো ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে তা বেশি পরীক্ষা-নিরীক্ষা করা উচিত। পবিত্র কুরআনের ইরশাদÑ ‘হে মুমিনগণ! কোনো ফাসেক যদি তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে, তবে ভালোভাবে যাচাই করে দেখবে, যাতে তোমরা অজ্ঞতাবশত কোনো সম্প্রদায়ের ক্ষতি করে না বসো। ফলে নিজেদের কৃতকর্মের কারণে তোমাদেরকে অনুতপ্ত হতে হয়।’ (সূরা হুজুরাত-৬)
এখানে ফাসেকের খবর ভালোভাবে যাচাই করতে বলা হয়েছে। কারণ সে অসত্য খবরও দিতে পারে। তা যাচাই না করা হলে মিথ্যা খবরের ফাঁদে পড়ে কারো ক্ষতি করা হয়ে যেতে পারে। ফলে কৃতকর্মের জন্য নিজেকেই অনুতপ্ত হতে হবে। লক্ষণীয় যে, কৃতকর্মের জন্য অনুতাপ কেবল তখনই হয় যদি তা অসতর্কতায় হয়। কিন্তু যেখানে খবর হচ্ছে ছুতামাত্র সেখানে তো আর অনুতাপের কিছু নেই। সেখানে তো উদ্দেশ্যই হলো যেকোনো উপায়ে অপরের ক্ষতিসাধন। ইচ্ছাকৃতভাবে কারো ক্ষতি করা তো কল্পনাও করা যায় না। হ্যাঁ, অনিচ্ছায় ও অসতর্কতায় তা হতে পারে। সে জন্য সতর্কতা ও যাচাই-বাছাইয়ের নির্দেশ দেয়া হয়েছে।
খবর যাচাইয়ের ক্ষেত্রে প্রথম কথাই হলো, খবরদাতা কে, তার পরিচয় কি, কোন সূত্র থেকে খবর দিয়েছেন, বর্ণনার ক্ষেত্রে তিনি কতটুকু বিশ্বস্ত ও নির্ভরযোগ্যÑ এ বিষয়গুলো দেখা। সামগ্রিকভাবে বিশ্বস্ত ও নির্ভরযোগ্য হলে সাধারণ অবস্থায় তার খবর গ্রহণ করতে অসুবিধা নেই। আর গুজব, উড়ো কথা, অজ্ঞাত-অপরিচিত, ফাসেক ও মিথ্যুকের খবর চিন্তাভাবনা ছাড়া বিশ্বাস করা জায়েজ নয়।
কখনো খবরের ধরন, যার সম্পর্কে খবর দেয়া হয় তার অবস্থা ইত্যাদি কারণে খবরের সত্যতা সম্পর্কে পুরোপুরি নিশ্চিত হওয়ার জন্য খবরদাতার বিশ্বস্ততা ও নির্ভরযোগ্যতা ছাড়াও আরো কিছু বিষয় দেখতে হয়। প্রয়োজনে একাধিক সূত্র থেকে খবর নিতে হবে। ক্ষেত্রবিশেষে যার সম্পর্কে খবর দেয়া হয় সরাসরি তাকে জিজ্ঞাসা করতে হবে। একজন সাধারণ মানুষ সম্পর্কে খবর আর বিশেষ কোনো ব্যক্তি সম্পর্কে খবর এক পর্যায়ের নয়। তেমনি মামুলি কোনো বিষয়ের খবর আর স্পর্শকাতর কোনো বিষয়ের খবর এক রকম নয়। প্রতিটি খবরের অবস্থা ও গুরুত্ব উপলব্ধি করে সে অনুযায়ী সতর্কতা অবলম্বন করা সমীচীন।
বিভাগ : শান্তি ও সমৃদ্ধির পথ ইসলাম
মন্তব্য করুন
আরও পড়ুন

সিকৃবিতে কৃষি বিষয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা কাল শনিবার

জলবায়ু পরিবর্তনের হুমকি মোকাবেলায় জরুরি পদক্ষেপের আহ্বান- সিলেটে মানববন্ধনে ওয়ান আর্থ ইনিশিয়েটিভ

শৈলকুপায় সংঘর্ষে ২৫ জন আহত বাড়িঘর ভাংচুর

বিবাহ বিচ্ছেদে হ্যাট্রিকের রেকর্ড শ্রাবন্তীর

মার্চ ফর গাজা" হোক মুসলমানদের ঐক্যের বন্ধন : সিলেট ইসলামী আন্দোলন

কাল শনিবার ফিলিস্তিনে গণহত্যা বন্ধ সহ বিভিন্ন দাবীতে মিছিল ও সমাবেশ করবে সিলেট বাসদ

আনোয়ারায় জামায়াত প্রার্থীর স্লুইস গেইট পরিদর্শন

কারাগারে বিয়ে হলো মিতা-শিমুলের

ফিলিস্তিনিদের উচ্ছেদের প্রস্তাব প্রত্যাখ্যান সৌদি আরবের

বিএসপিএ’র বর্ষসেরা মিরাজ

বিশিষ্টজনদের আলোচনায় এই খাত উন্নয়নে বিনিয়োগ বৃদ্ধিসহ বেশ কয়েকটি সুপারিশ

কল্যাণ রাষ্ট্র বিনির্মাণের রাজনীতি

ফিলিস্তিনের গাজায় বর্বরোচিত হামলার প্রতিবাদে চট্টগ্রাম জেলা জমইয়াতে হিযবুল্লাহর বিক্ষোভ

ইসরাইলের গণহত্যার বিরুদ্ধে বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ ঢাকা ইউনাইটেডের বিক্ষোভ

তারেক রহমান ঘোষিত ৩১দফা সংস্কার কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ঈশ্বরগঞ্জে বিএনপি'র জনসভা

বড়োদের শরীরে পা লাগলে কি করনীয় প্রসঙ্গে?

গ্রেফতারকৃত ক্রীম আপা কেন এত ভাইরাল?

মাগুরায় ছেলের মোটর সাইকেল থেকে পড়ে মায়ের মৃত্যু

চাঁদাবাজদের আর ক্ষমতায় আনা যাবে না : মুফতি ফয়জুল করীম

কিডনির পাথর অপসারণ বিষয়ে ডা. রফিকের আধুনিক চিকিৎসার প্রেজেন্টেশন উপস্থাপন