ক্ষমতার দম্ভে অন্ধ হওয়া উচিত নয়
১৮ অক্টোবর ২০২৪, ১২:০৬ এএম | আপডেট: ১৮ অক্টোবর ২০২৪, ১২:০৬ এএম

দায়িত্ব একটি আমানত এবং এটি একটি ব্যাপকার্থক শব্দ। এর অসংখ্য ক্ষেত্র রয়েছে। আমরা সবাই কোনো না কোনো পর্যায়ে দায়িত্বশীল। প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব সম্পর্কে মহান আল্লাহর দরবারে জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতে হবে। এ প্রসঙ্গে আবদুল্লাহ ইবনে উমর রা. থেকে বর্ণিতÑ রাসূলুল্লাহ (সা.) ইরশাদ করেন, ‘তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং তোমরা তোমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। জনগণের আমির তাদের বিষয়ে দায়িত্বশীল, তাকে তাদের সম্পর্কে জিজ্ঞেস করা হবে।’ পরিবারের কর্তাব্যক্তি তার পরিবারের দায়িত্বশীল, তাকে তার পরিবার সম্পর্কে জিজ্ঞেস করা হবে। স্ত্রী তার স্বামীর ঘরের পোষ্যদের বিষয়ে দায়িত্বশীল, তাকে তাদের বিষয়ে জিজ্ঞেস করা হবে। গোলাম তার মনিবের সম্পদের রক্ষক, তাকে এ সম্পর্কে জিজ্ঞেস করা হবে। ওহে! তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং তোমরা তোমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে।’ (সহিহ বুখারি : ২৫৫৪)
আনাস রা. বলেন : রাসূলুল্লাহ (সা.) এমন ভাষণ খুব কমই দিয়েছেন, যাতে তিনি এ কথা বলেননিÑ ‘যার আমানতদারি নেই, তার ঈমান নেই এবং যার প্রতিশ্রæতি ঠিক নেই, তার দ্বীন নেই।’ (মুসনাদে আহমাদ : ১২৫৬৭) সমাজ জীবনে সততা, আমানতদারি এবং নিজ নিজ দায়িত্ব পালনের গুরুত্ব কতখানি তা বোঝার জন্য এ দুটি হাদিসই যথেষ্ট।
অশুভ উদ্দেশ্য নিয়ে জোরপূর্বক ক্ষমতা দখল করা এমন একটি মহাপাপ, যা মহান আল্লাহর অভিশাপ বয়ে আনে। এ প্রসঙ্গে আয়েশা রা. বর্ণনা করেন, রাসূলুল্লাহ (সা.) বলেছেন, ‘ছয় ব্যক্তির প্রতি আমি লানত (অভিসম্পাত) করি এবং আল্লাহ্ও তাদের প্রতি লানত করেন। আর প্রত্যেক নবীর দুআই কবুল করা হয়ে থাকে : ১. যে ব্যক্তি আল্লাহর কিতাবে কিছু যোগ করে। ২. যে আল্লাহর তাকদির ও নির্ধারিত ভাগ্যলিপি অবিশ্বাস করে।
৩. যে ব্যক্তি জোরপূর্বক ক্ষমতা দখল করে। অতঃপর আল্লাহর দৃষ্টিতে যে অপদস্ত, লাঞ্ছিত তাকে সে করে সম্মানিত। আর যে সম্মানের যোগ্য তাকে করে অপদস্ত। ৪. যে ব্যক্তি আল্লাহর হরমে যা নিষিদ্ধ, তা হালাল মনে করে। ৫. আমার বংশধরদের ব্যাপারে আল্লাহ যা হারাম করেছেন, তা যে ব্যক্তি হালাল মনে করে। ৬. যে আমার সুন্নাহ প্রত্যাখ্যান করে। (সহিহ ইবনে হিব্বান : ৫৭৪৯; জামে তিরমিজি : ২১৫৪)
প্রায় এক যুগ ধরে আমরা লক্ষ করেছি, পতিত স্বৈরাচার বারবার জোরপূর্বক দেশের ক্ষমতা দখল করেছে এবং মহান আল্লাহর সম্মানিত নায়েবে রাসূলগণকে ও এ দেশের ঈমানদার জনতাকে নানাভাবে নাজেহাল করেছে। হককথা বলার কারণে দীর্ঘকাল কারারুদ্ধ রেখেছে অনেক আলেম ও প্রতিবাদী মানুষকে। আর আল্লাহর শত্রæদেরকে দেশে আমন্ত্রণ করে এনে তাদেরকে সম্মানিত করেছে।
এভাবে তারা নিজেদের জন্য মহান আল্লাহর অভিশাপ বয়ে এনেছিল। অবশেষে মহান আল্লাহর কুদরতি চড় তাদেরকে লাঞ্ছনা ও পরাজয়ের অন্ধকার ক‚পে নিক্ষেপ করেছে। মহান আল্লাহ আমাদের রাষ্ট্র পরিচালকদেরকে এবং সব পর্যায়ের দায়িত্বশীলদেরকে স্বৈরশাসকদের করুণ পরিণতি থেকে যথাযথ শিক্ষাগ্রহণ করার তাওফিক দান করুনÑ আমিন।
বিভাগ : শান্তি ও সমৃদ্ধির পথ ইসলাম
মন্তব্য করুন
আরও পড়ুন

দাউদকান্দিতে শিক্ষার মানউন্নয়ন বিষয়ক সভা অনুষ্ঠিত

দাউদকান্দিতে মাছ ধরা নিয়ে সংঘর্ষ গুলিবিদ্ধ -৩

সার্বজনীন স্বাস্থ্য-কল্যাণে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান: অধ্যাপক সায়েদুর রহমান

গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে দৌলতখানে ছাত্রদলের অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল

ব্যাংকিং সেবার আধুনিকায়নে বাংলাদেশ ও দ. কোরিয়ান প্রতিষ্ঠানের চুক্তি

কঙ্গোর উত্তেজনার মধ্যে রুয়ান্ডায় গণহত্যার ৩১তম বার্ষিকী পালিত

কিশোরগঞ্জে ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আড়াইহাজারে সুইডিশ কোম্পানির কারখানা স্থাপনে সমঝোতা সই

ফেসবুকে লুট করা জুতা বিক্রির পোস্ট, সিলেটে আটক ১৪

নারায়ণগঞ্জে বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে বিনিয়োগকারীরা

সারাদেশে ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার ৪৯

প্রবাসীদের ভোটের সুযোগ খুব সহজ নয় : সিইসি

তেল আবিব-লোহিত সাগরে মার্কিন নৌবহরে হামলার দাবি হুথিদের

বিচ্ছেদকে প্রাঙ্ক বলে ঢাকার চেষ্টা,প্রাক্তনের সম্মান রক্ষার্থে অভিনেতার মিথ্যার আশ্রয়

গাজাবাসীকে অন্য দেশে পাঠাতে ট্রাম্প-নেতানিয়াহু বৈঠক

আপাতত স্বাধীনতা কনসার্ট হচ্ছে না

জিম্মি মুক্তির লক্ষ্যে নতুন আলোচনা চলছে: নেতানিয়াহু

প্লাস্টিক দূষণ রোধে দক্ষিণ এশীয় ঐক্যের ডাক দিলো বাংলাদেশ

মিয়ানমারে ভূমিকম্পে নিহত ৩৬০০, নিখোঁজ শতাধিক

চোখের সামনে যাকে পেয়েছি, তাকেই হত্যা করেছি : ইসরায়েলি সেনার স্বীকারোক্তি