অন্তরের আওয়াজ বা উপলব্ধির গুরুত্ব-১
অন্তরের আওয়াজ অর্থাৎ মানুষের ইন্দ্রিয়ানুভূতির সেই প্রাণবন্ত উপলব্ধির দ্বারা সে মন্দ এবং ভালোর মাঝে প্রভেদ করতে পারে এবং যার কারণে তার অন্তরের অন্তঃস্থল থেকে স্বতঃস্ফূর্তভাবে পুণ্যের প্রতি আহ্বানের ধ্বনি উত্থিত হয়। গরীব ও দুঃস্থ মানুষকে দেখে প্রত্যেক মানুষের মাঝেই প্রকৃতিগতভাবে দয়া ও অনুকম্পার অনুপ্রেরণা জাগরিত হয় এবং অত্যচারীর প্রতি প্রত্যেক ব্যক্তির স্বাভাবিক দৃঢ়তার সৃষ্টি হয়। সহজাত স্বাভাবিক যোগ্যতা প্রত্যেক মানুষের...