হুফফাজুল কুরআন সংস্থা বাংলাদেশ এর পরিচিতি ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন
হাফেজে কুরআনদের সংগঠন `হুফফাজুল কুরআন সংস্থা বাংলাদেশ` এর পরিচিতি ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।বুধবার সকাল ১০ টা হতে রাজধানীর নয়াপল্টনে ভিআইপি রোডস্থ অভিজাত হোটেল ভিক্টোরিতে কুরআন প্রেমীদের প্রিয় সংগঠন "হুফফাজুল কুরআন সংস্থা বাংলাদেশ" এর ১৪৪৫/৪৬ হিজরি সনের জন্য নির্বাচিত কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়।
এতে সভাপতিত্ব করেন উস্তাজুল হুফফাজ, মিশর ১০ ক্বিরাতের উপর অধ্যয়নকারী বিশিষ্ট বিচারক, শায়খ...