ইসলামী নৈতিকতার বুনিয়াদ-২
ধর্মে নৈতিকতার বুনিয়াদি বিধি : রাসূলে পাক (সা.)-এর মাধ্যমে নৈতিক নীতিমালা ও আদর্শের যে পরিপূর্ণতা সাধিত হয়েছে তার পরিচয় নৈতিকতার মৌলিক ও বুনিয়াদি নিয়ম-নীতির আলোকে অতি সহজেই লাভ করা যায়। এ পর্যায়ে ইয়াহুদি-খ্রিস্টানদের নৈতিক আদর্শ এবং ইসলামের আখলাকী নীতিমালার সম্যক পরিচয় এবং এ দু’য়ের পার্থক্য নির্ণয় করা দরকার। প্রচলিত তাওরাত অধ্যয়ন করলে জানা যায় যে, আখলাকী তালীম ও শিক্ষার ক্ষেত্রে...