নিরূপায় হয়ে ব্যাংক লোন নেওয়া প্রসঙ্গে।
মো. জহিরুল ইসলামইমেইল থেকে
প্রশ্ন : আমি একজন প্রাইমারি টিচার এবং এই চাকুরী ছাড়া আমার আয়ের আর কোনো বিকল্প উৎস নেই। পৈত্রিক কোনো আর্থিক সাপোর্টও নাই, বর্তমানে একটি ছোট ঘরে আমার তিন ভাই এর তিন টি পরিবার শেয়ার করে বাস করছি যা খুবি সংকীর্ণ। এ দিকে আমার ছেলে মেয়ে বড় হয়ে যাচ্ছে। এদের জন্য আলাদা বিছানা সেট করা তো দূরের কথা...