প্রশ্ন : কোরআন নিয়ে মিথ্যা কসম করা প্রসঙ্গে।
মোহাম্মদ মহিউজ্জামানইমেইল থেকে
প্রশ্নের বিবরণ : শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমি কোরআনে হাত রেখে মিথ্যা কথা বলেছি ৩ বার। ২ বার তওবা করেছি। এখন আমার প্রশ্ন - আমি কি বেঈমান / কাফের বা মুনাফেক হয়ে গেছি?
উত্তর : এসব হননি। তবে, কবীরা গুনাহ হয়েছে। বেশি বেশি তওবা করতে থাকুন। ভবিষ্যতে এমন আর করবেন না।
উত্তর দিয়েছেন : আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভী সূত্র...