বেতের নামাজ না পড়া প্রসঙ্গে।
তানজিল শান্তইমেইল থেকে
প্রশ্ন : আমার মাঝেমধ্যে বেতের নামাজ ছুটে যায়। বেতের নামাজ না পড়লে কোনো গোনাহ হবে কি?
উত্তর : অবশ্যই গোনাহ হবে। এশাসহ বাকি পাঁচ ওয়াক্তের ফরজ নামাজ না পড়লে যেমন গোনাহ, বেতের না পড়লেও তেমন গোনাহ। কারণ এটি সর্বসম্মতভাবে স্থায়ী ওয়াজিব। কারণ, এ নামাজেরও কাযা আছে। কেউ কাফফারাহ দিলেও বেতেরসহ দিতে হয়।উত্তর দিয়েছেন : আল্লামা মুফতি উবায়দুর রহমান খান...