প্রশ্ন : নফল নামাজের সেজদায় বাংলাতে দোয়া পড়া প্রসঙ্গে।
এস কে মাইনউদ্দীনইমেইল থেকে
প্রশ্নের বিবরণ : নফল নামাজে সেজদার তাসবিহ পড়ার পরে বাংলায় দোয়া করা যাবে কি?
উত্তর : যাবে না। কোনো নামাজে আরবী মাসনূন দোয়া ছাড়া নিজ নিজ মাতৃভাষায় কোনো দোয়া করা যায় না। করলে নামাজ ভেঙ্গে যায়। নামাজের পর দোয়া কবুল হয়। তখন অধিক দোয়া করা উচিত।
উত্তর দিয়েছেন : আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভী সূত্র : জামেউল ফাতাওয়া,...