কাউকে ঋণ দিয়ে তার কাছ থেকে নির্দিষ্ট পরিমাণ টাকা বেশী নেওয়া প্রসঙ্গে।
মো. শাহ আলমইমেইল থেকে
প্রশ্নের বিবরণ : আমি একজন ফ্রিল্যান্সার। আমি যেই ওয়েবসাইটে কাজ করি তারা নির্দিষ্ট আয় করার পরে কিছু সিলেক্টেড ফ্রিল্যান্সারদের লোন দেন। আজকে আমাকে তারা লোন দিতে চাচ্ছে। যদি তারা ৫০০ টাকা লোন দেয় তাহলে ৬০২ টাকা নিবে, কিন্তু এজন্য কোন নির্দিষ্ট সময় সীমা বেধে দেয়া নেই। ১ বছরে হোক বা ৫ বছরে হোক তারা ৬০২ টাকার বেশি...