তুরস্কের কেন্দ্রীয় ব্যাংকে ৫শ’ কোটি ডলার জমা সউদীর
উন্নয়ন তহবিলের মাধ্যমে তুরস্কের কেন্দ্রীয় ব্যাংকে ৫০০ কোটি ডলার জমা দিয়েছে সউদী আরব। এ বিষয়ে গতকাল সউদী আরবের পর্যটনমন্ত্রী ও সউদী উন্নয়ন তহবিলের চেয়ারম্যান আহমেদ আল-খাতীব তুরস্কের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর সাহাপ কাভচুগলুর সঙ্গে একটি চুক্তি সই করেন। বাদশাহ সালমান ও যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নির্দেশে এ আমানত করা হয়েছে। খবর দ্য ন্যাশনাল। সউদী উন্নয়ন তহবিল কর্তৃপক্ষ জানিয়েছে, আমানতটি উভয় দেশের...