কুয়েতে রমজানে অফিস ৪ ঘণ্টা
কুয়েতে রমজান মাসে অফিস সময় চার ঘণ্টায় কমিয়ে এনেছে। সেইসাথে কাজের মূল্যায়নসাপেক্ষে কর্মঠদের বিশেষ বোনাসের ব্যবস্থায়ও থাকছে। অবশ্য সব অফিসে এই নিয়ম প্রযোজ্য নাও হতে পারে।
কুয়েতের সিভিল সার্ভিস কমিশনের (সিএসসি) আর্থিক ও প্রশাসনিকবিষয়ক খাতে রমজানে নতুন সময়সূচি কার্যকর হবে। তবে অন্যান্য সরকারি প্রতিষ্ঠানকে তাদের সার্বিক পরিস্থিতির আলোকে সময়সূচি নির্ধারণ করতে বলা হয়েছে।
আর্থিক ও প্রশাসনিকবিষয়ক খাতে ঘোষিত এই চার ঘণ্টা কাজের...