কাবা শরিফ ও মসজিদে নববীতে বিয়ের অনুমতি
এখন মক্কা ও মদিনায় সবচেয়ে পবিত্র দুটি ইসলামিক স্থানে বিবাহ পড়ানোর (নিকাহ) সম্পাদনের অনুমতি দিয়েছে সৌদি আরব। হজযাত্রী ও দর্শনার্থীদের অভিজ্ঞতা সমৃদ্ধ করার জন্য এই উদ্যোগ নেয়া হয়েছে। স্থান দুটি হলো পবিত্র কাবা শরিফ অর্থাৎ মসজিদ আল-হারাম এবং মসজিদে নববী।
শনিবার সৌদি-ভিত্তিক দৈনিক আল ওয়াতান এ তথ্য জানিয়েছে।
ওয়াতান জানায়, পবিত্র মক্কা ও মদিনায় স্বস্তিতে যেন বিয়ে পড়ানো যায়, তার জন্য এই...