শেষ ট্রেনের যাত্রী
০৬ জুলাই ২০২৩, ০৮:০৭ পিএম | আপডেট: ০৭ জুলাই ২০২৩, ১২:০৩ এএম
অল্পের জন্য সাড়ে দশটার ট্রেনটা মিস করেছে রাতুল। স্টেশনে পৌঁছার মিনিট দুয়েক আগেই ট্রেনটা ছেড়ে গেছে। মফস্বল শহরের এ স্টেশনে সব ট্রেন থামে না। চট্রগ্রামের আর একটা ট্রেন আছে সেই ভোর সাড়ে পাঁচটায়। সে অবধি নির্ঘুম মশার কামড় খেয়ে খটখটে কাঠের বেঞ্চিতে সারারাত জেগে বসে থাকতে হবে। ঢাকা থেকে বাসে আসতেই তার খানিকটা দেরী হয়েছে। রাতুল ডাক্তার শাহেদ ও শরিফা দম্পতির একমাত্র সন্তান। সে ইঞ্জিনিয়ারিং পাশ করে ভালো একটা চাকুরী করছে। খুব ভালো ছেলে। বাবা মার অত্যন্ত বাধ্যানুগত। আজ ছিল রাতুলের বিয়ের দিন। বাবার বন্ধুর মেয়ের সঙ্গে। বিয়েটা করবে না বলেই সে বাড়ি থেকে পালিয়েছে সে। পাঁচ বছর ধরে রুপার সঙ্গে সম্পর্ক তার। দুজন দুজনকে পাগলের মতো ভালোবাসে। সোশ্যাল মিডিয়াতে ওদের পরিচয় তারপর মন দেয়া নেয়া। সেখানেই একটু আধটু ছবিতেই যা দেখা। সামনা সামনি কখনো দেখা হয়নি ওদের। রুপার এখানে আসার কথা। দুজনে একসাথে পালিয়ে যাবে। গন্তব্য চট্রগ্রাম। রাতুলের বন্ধুর বাড়ি। সব কথা হয়েছে বন্ধুর সঙ্গে। ওরা ওখানে গিয়ে বিয়ে করবে। রাতুলের চিন্তা হচ্ছে, রুপা হয়তো অনেকক্ষণ যাবৎ অপেক্ষা করছে। রেগে গেছে বোধহয় খুব। যদিও রুপা মেয়েটা খুব শান্ত স্বভাবের। রাগার কথা নয়। বড়জোর অভিমান করে কিছুক্ষণ কথা বলবে না। স্টেশনে এসে রাতুল চারিদিকটা ভালো করে দেখে নিলো। রুপাকে কোথাও দেখতে পেল না।
স্টেশনটাও মোটামুটি ফাঁকা। দু-চার জন লোকজন এখানে সেখানে বসে আছে। চিন্তায় পড়ে গেল রাতুল। তবে কি মেয়েটা চলো গেল? বাড়ি থেকে বাবা ফোন করবে বলে মোবাইলটাও সুইচ অফ করে রেখেছে সে। চিন্তায় মাথাটা ঝিমঝিম করছে। বাড়িতে এখন যে কি হচ্ছে কে জানে। সব আয়োজন শেষ। আত্মীয় স্বজনরাও সব এসে পড়েছে। বাবাকে কিছু বলার সাহস নেই বলেই আজকে পালিয়ে এসেছে সে। প্রচন্ড গরম আর টেনশনে ঘেমে চুপসে গেছে। হাতঘড়িটা উঁচু করে একবার দেখে নিল সে। রাত পৌনে এগারোটা বাজে। পিপাসায় বুকের ছাতি ফেটে যাবার অবস্থা। দোকান থেকে একবোতল ঠান্ডা জল কিনলো সে। কাঠের একটা বেঞ্চে বসে মন ভরে খানিকটা জল খেয়ে নিল সে। হঠাৎ পেছন থেকে পিঠে একটা নরম হাতের স্পর্শ অনুভব করলো। পেছন ঘুরে তাকালো সে। পরীর মতো একটি মেয়ে দাঁড়িয়ে। দেরী হওয়ার জন্য কান ধরে অনুনয় করে ক্ষমা চাওয়ার ভঙ্গিতে দাঁড়িয়ে রয়েছে। ছবিতে যেমন দেখেছে রাতুল তার চেয়ে বহুগুণ সুন্দরী রুপা। ওরা দুজনে পাশাপাশি বসল। সুনসান নিরব এক পরিবেশ। অপরুপ সুন্দর লাগছে দুজনকে। পূর্ণিমার চাঁদের আলোয় আলোকিত হয়ে গেছে সমস্ত স্টেশন। খুশির ফোয়ারা ছুটে চলেছে দ্বৈত হৃদয়ে। হাতে হাত রেখে বয়ে যাচ্ছে কথার ফল্গুপ্রবাহ। মধুর সময় দ্রুত কেটে যাচ্ছে। রুপা বলল, আমরা ঢাকা তোমার বাসায় ফিরবো। অন্য কোথাও যাবো না। আমি তোমার বাড়িতে কথা বলে সবকিছু ঠিক করে নেব। আমতা আমতা করতে লাগলো রাতুল। দূর থেকে ট্রেনের হুইসেল শোনা গেল। ঢাকাগামী ট্রেন। শেষ ট্রেন এটা। এ স্টেশন থেকে শুধু ওরা দুজনই উঠলো। ওরা যখন বাসায় ফিরল তখন রাত দুটা। বাড়িতে তখনও সাজ সাজ রব আর উৎসব চলছে। কোন শোক নেই। গেট দিয়ে প্রবেশ করার সময় হঠাৎ পুষ্প বৃষ্টি বর্ষিত হলো ওদের ওপর। বেশ অবাক হলো রাতুল। হুড়মুড় করে বেরিয়ে এলো সবাই। মা রাতুলের কান ধরে বললেন, কোথায় পালিয়ে যাবি বাবা? রুপাই তো তোর শফিক আংকেলের মেয়ে। রুপা সব জানতো। আর ওর বুদ্ধিতে সব হয়েছে। রাতুল রুপার দিকে এক নজর তাকালো। রুপা লজ্জায় মুচকি হাসছে। আজ আর হলো না। কাল ওদের বিয়ে।
বিভাগ : সাহিত্য
মন্তব্য করুন
আরও পড়ুন
ডিসেম্বরে বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র বৈঠক, হাসিনাকে ফেরানো নিয়ে আলোচনা থাকবে
রামু সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস পালিত
এক সপ্তাহে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ল ৬ কোটি ১০ লাখ ডলার
প্রবাসীদের যে জন্য সুখবর দিলো মালয়েশিয়া
জাবি শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় মামলা, তদন্ত কমিটি গঠন, ফটকে তালা, মশাল মিছিল
মাদকের বিরুদ্ধে শক্ত অবস্থানে থাকবে জাতীয়তাবাদী ছাত্রদল
"নতুন সিনেমা নিয়ে ফিরছেন গ্লোবাল তারকা অ্যাঞ্জেলিনা জোলি"
ড. ইউনূসকে নিয়ে খালেদা জিয়ার পুরোনো যে বক্তব্য ভাইরাল
নতুন নির্বাচন কমিশনের প্রতি ইসলামী আন্দোলনের শুভ কামনা
আলোচনায় ফ্যাসিস্ট হাসিনার ‘টুস করে ফেলে দেয়ার’ হুমকি
দীর্ঘ ১৫ বছর সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে পারেনি: খোকন
'ইউটিউব ট্রেন্ডিংয়ে রয়েছে অভিনেতা তারিক আনাম খানের নাটক'
বাংলাদেশ, নেপাল ও ভুটানের মধ্যে আঞ্চলিক সহযোগিতার আহ্বান
ইসলামিক ফাউন্ডেশন এর বোর্ড অব গভর্নর সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীকে জমিয়াতুল মোদার্রেসীন ও দারুননাজাত মাদরাসা’র সম্বর্ধনা
সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীকে জমিয়াতুল মোদার্রেসীন ও দারুননাজাত মাদরাসা’র সংবর্ধনা
লালমোহনে দুই গ্রুপের সংঘর্ষে আহত যুবদল নেতা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
চকরিয়ার বিএনপি নেতা আবু তাহের চৌধুরীর মৃত্যুতে সালাহউদ্দিন আহমদ ও হাসিনা আহমদের শোক
উইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
বেইজিং সংস্কৃতি ও পর্যটন ব্যুরো ও আটাবের মধ্যে চুক্তি স্বাক্ষরিত
প্রেসিডেন্টের সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ