কুয়াশার চাদরে ঢাকা হেমন্ত

Daily Inqilab বিচিত্র কুমার

১৫ নভেম্বর ২০২৪, ১২:০৬ এএম | আপডেট: ১৫ নভেম্বর ২০২৪, ১২:০৬ এএম

হেমন্তের নিস্তব্ধতা এবং মানবজীবনের বাস্তবতা

হেমন্তের কুয়াশা মোড়া সকাল আমাদের জীবনের সেই মুহূর্তগুলোকে মনে করিয়ে দেয় যখন আমরা জীবনের সমস্যার আড়ালে ঢেকে যাই। যেভাবে সূর্যের আলো কুয়াশায় ম্লান হয়ে থাকে, তেমনি আমাদের জীবনের স্বপ্ন ও লক্ষ্যগুলো অনেক সময় বাস্তবতার চাপে দুর্বল হয়ে পড়ে। এই সময়গুলোতে হেমন্ত আমাদের শেখায় ধৈর্য্য ধরতে, কারণ কুয়াশা চিরকাল স্থায়ী নয়। এটি এক সময় সরে যাবে এবং আলো পুনরায় ছড়িয়ে পড়বে। ঠিক তেমনি আমাদের জীবনের কঠিন সময়গুলোও একদিন পেছনে থাকবে, এবং আমরা আবারও নতুন উদ্যমে পথচলা শুরু করতে পারব।

হেমন্ত ঋতুর নিস্তব্ধতাও মানবজীবনের একটি গুরুত্বপূর্ণ শিক্ষার প্রতিচ্ছবি। অনেক সময় আমাদের জীবনে এমন মুহূর্ত আসে যখন আমরা একা বোধ করি, নিঃসঙ্গতা আমাদের গ্রাস করে। কিন্তু হেমন্তের নিস্তব্ধতা আমাদের বলে যে নিস্তব্ধতার মাঝেও জীবনের চলমানতা থাকে। প্রকৃতি থেমে থাকে না, ধীরে ধীরে পরিবর্তিত হয়, যেমনটা আমাদের জীবনও পরিবর্তিত হয়। এই পরিবর্তনকে গ্রহণ করতে এবং নিস্তব্ধতাকে চিন্তার জগতে রূপান্তর করতে শেখায় হেমন্ত।

ঝরা পাতা এবং জীবনের পরিবর্তন

হেমন্ত ঋতুর আরেকটি প্রধান বৈশিষ্ট্য হল গাছের পাতা ঝরা। ঝরা পাতা যেন জীবনের পরিবর্তন, হারানো এবং পুনর্জন্মের প্রতীক। পাতা ঝরে গাছ নিজের ভারমুক্ত হয়, প্রস্তুতি নেয় শীতের জন্য। তেমনি মানুষের জীবনেও অনেক সময় পুরোনো অভ্যাস, সম্পর্ক, এবং লক্ষ্যগুলোকে ত্যাগ করতে হয় নতুন কিছু অর্জনের জন্য। আমাদের জীবনে অনেক সময় পরিবর্তনকে ভয় পাই, কারণ পরিবর্তন মানে পরিচিতকে ত্যাগ করা। কিন্তু হেমন্ত শেখায় যে পরিবর্তন প্রকৃতির নিয়ম, এবং সেই পরিবর্তনেই নতুন জীবন আর সম্ভাবনা তৈরি হয়।

ঝরা পাতার দৃশ্য আমাদের জীবনে এমন মুহূর্তগুলোর কথা মনে করিয়ে দেয় যখন আমরা ভেঙে পড়ি, হতাশায় ডুবে যাই। কিন্তু হেমন্ত আমাদের মনে করিয়ে দেয় যে, ভাঙা বা হারানো মানে সবকিছুর সমাপ্তি নয়। বরং সেটি হতে পারে নতুন কিছুর সূচনা। জীবনের প্রতিটি হেরে যাওয়া, প্রত্যাখ্যান, কিংবা কঠিন সময় একটি শিক্ষার বাহক, যা আমাদের আগামীর জন্য প্রস্তুত করে।

ফসল তোলা এবং সংগ্রামের ফল

হেমন্ত আমাদের বাংলার কৃষকদের জন্য এক বিশেষ গুরুত্বপূর্ণ ঋতু। এই সময় মাঠে ফসল তোলা হয়, যা বছরের পরিশ্রমের ফল। এটি আমাদের জীবনের এক গুরুত্বপূর্ণ শিক্ষার প্রতীক। কঠোর পরিশ্রম, ধৈর্য্য এবং সময়ের মাধ্যমে আমরা জীবনে সফলতা অর্জন করতে পারি। ফসল তোলা শুধুমাত্র একটি কৃষি কাজ নয়, এটি আমাদের জীবনে সংগ্রামের শেষে পুরস্কারের প্রতীক। আমাদের জীবনের প্রতিটি ছোট-বড় পরিশ্রমের ফল একদিন অবশ্যই পাওয়া যায়, শুধু প্রয়োজন ধৈর্য্য এবং অবিরাম প্রচেষ্টা।

কৃষকেরা যেমন বছরের শুরু থেকে কঠোর পরিশ্রম করে ফসল ফলানোর জন্য, তেমনি আমাদেরও জীবনের লক্ষ্যে পৌঁছানোর জন্য নিরলস পরিশ্রম করতে হয়। সংগ্রাম ছাড়া কিছুই অর্জিত হয় না, আর হেমন্ত ঋতু আমাদের সেই সংগ্রাম এবং সফলতার মধুর প্রতিফলনের কথা মনে করিয়ে দেয়।

কুয়াশা এবং স্বচ্ছতা

কুয়াশার চাদরে ঢাকা হেমন্তের সকাল আমাদের জীবনের অনিশ্চয়তার প্রতীক হতে পারে। অনেক সময় আমাদের জীবনে এমন মুহূর্ত আসে যখন আমরা সামনে কী আছে তা স্পষ্ট দেখতে পাই না, যেন সবকিছু কুয়াশায় ঢাকা। এই অনিশ্চয়তার মুহূর্তগুলোতে আমরা হতাশ হয়ে পড়ি, কিভাবে এগোতে হবে তা বুঝতে পারি না। কিন্তু হেমন্তের কুয়াশা যেমন ধীরে ধীরে সরে যায় এবং দিনের আলো স্পষ্ট হয়ে ওঠে, তেমনি আমাদের জীবনের অনিশ্চয়তাগুলোও একসময় পরিষ্কার হয়ে ওঠে।

এই প্রক্রিয়াটি আমাদের শেখায় কিভাবে ধৈর্য্য ধারণ করতে হয় এবং প্রতিটি মুহূর্তে সর্বোচ্চটা দিয়ে এগিয়ে যেতে হয়। জীবনের প্রতিটি সমস্যা বা বাধা কুয়াশার মতোই সাময়িক, আর সেটিকে অতিক্রম করার জন্য প্রয়োজন স্থিতিশীলতা এবং আত্মবিশ্বাস।

হেমন্তের নিস্তব্ধ শিক্ষা

হেমন্তের কুয়াশায় ঢাকা প্রভাত আমাদের শেখায় যে সবসময়ই সবকিছু আমাদের নিয়ন্ত্রণে থাকে না। প্রকৃতির মতোই জীবনে অনেক কিছু ঘটে যা আমাদের ইচ্ছার বাইরে। কিন্তু এই অনিশ্চয়তাকে মেনে নিয়ে, পরিবর্তনকে স্বাগত জানিয়ে, সংগ্রামে অবিচল থেকে আমরা জীবনে সাফল্য অর্জন করতে পারি। হেমন্ত ঋতু যেমন কুয়াশা, ঝরা পাতা, এবং নিস্তব্ধতার মধ্যে দিয়ে আসে, তেমনি আমাদের জীবনেও মাঝে মাঝে নিস্তব্ধতা এবং অনিশ্চয়তা আসবে।

তবে প্রতিটি হেমন্তের শেষে শীত আসে, তারপরে বসন্ত। তেমনি জীবনের কঠিন সময়গুলো পার হয়ে আমাদের সামনে নতুন সূর্যোদয় অপেক্ষা করে।

না, প্রবন্ধটি এখনও শেষ হয়নি। আমি বাকিটুকু লিখে দিচ্ছি।

কুয়াশা ঢাকা পথের সংকল্প

হেমন্ত ঋতুর কুয়াশার আবরণ আমাদের জীবনের লক্ষ্য এবং সংকল্পের প্রতীকও হতে পারে। জীবনের কোনো কোনো মুহূর্তে আমাদের সামনে পথ পরিষ্কারভাবে দেখা যায় না, কিন্তু তবুও আমরা জানি যে সেই কুয়াশার আড়ালে কোথাও একটা পথ আছে। আমাদের কাজ হলো সেই পথে এগিয়ে যাওয়া, যেভাবেই হোক না কেন। হেমন্তের সকালে হাঁটা আমাদের শেখায় যে, জীবনের সব সমস্যার সমাধান এক মুহূর্তে পাওয়া যায় না; মাঝে মাঝে সামনের প্রতিটি পদক্ষেপই অস্পষ্ট। তবে সংকল্পবদ্ধতা, সাহস এবং অবিচল ধৈর্য্য নিয়ে আমরা সেই কুয়াশার ভেতর দিয়ে এগোতে পারি, এবং একসময় পথের দিশা পরিষ্কার হতে শুরু করে।

এখানেই হেমন্ত আমাদের জীবনের সবচেয়ে বড় শিক্ষাটা দেয়—উদ্যম হারানো যাবে না। জীবনের পথচলায় অনেক কঠিন সময় আসবে, যখন পথের শেষ দেখা যাবে না। কিন্তু এই সময়েই সাহস হারালে চলবে না। আমাদের প্রতিটি ব্যর্থতা, প্রতিটি বাধা আসলে আমাদেরকে একধাপ করে এগিয়ে নিয়ে যায়।

হেমন্তের শীতল হাওয়া: সম্পর্কের সংকট ও সমাধান

হেমন্তের শীতল হাওয়ার সাথে সাথে আমাদের জীবনের সম্পর্কগুলোর মধ্যেও মাঝে মাঝে শীতলতা চলে আসে। পরিবার, বন্ধুবান্ধব, প্রিয়জনের সাথে আমাদের সম্পর্কগুলোও অনেক সময় জীবনের চাপে, মানসিক দূরত্বে বা ভুল বোঝাবুঝিতে জটিল হয়ে পড়ে। কিন্তু হেমন্তের শীতল হাওয়ার পরে যেমন উষ্ণতা ফিরে আসে, তেমনি সম্পর্কের ক্ষেত্রেও সময়মতো যতœ নিলে এবং বোঝাপড়া ঠিক রাখলে সেই শীতলতা কাটিয়ে ওঠা সম্ভব।
এই ঋতুর মতোই আমাদের জীবনেও সম্পর্কগুলো মাঝে মাঝে কঠিন হয়ে দাঁড়ায়, কিন্তু সেই কঠিন সময়ের মধ্যেই লুকিয়ে থাকে পুনরায় মেলবন্ধনের সুযোগ। যেমন গাছ ঝরা পাতার পরে নতুন পাতায় সেজে ওঠে, তেমনি সম্পর্কের অবনতি হওয়া মানেই তার শেষ নয়। বরং, সেটা হতে পারে নতুন করে শুরু করার এক সূচনা।


বিভাগ : সাহিত্য


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

কবিতা
নষ্ট সময়
সুলতান আলাউদ্দিন হোসেন শাহ : বাংলা সাহিত্যের স্বর্ণযুগের কারিগর
কবিতা
বাসের টিকিট ও মফিজের ভাবনা
আরও
X

আরও পড়ুন

কটিয়াদি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক প্রেষণে স্বাস্থ্যসেবা ব্যাহত!

কটিয়াদি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক প্রেষণে স্বাস্থ্যসেবা ব্যাহত!

গাজায় গণহত্যার প্রতিবাদে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা স্থগিত ও মানববন্ধন

গাজায় গণহত্যার প্রতিবাদে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা স্থগিত ও মানববন্ধন

সুন্দরবনের কটকা অভয়ারণ্য পর্যটন কেন্দ্রের নড়বড়ে সিঁড়ি যেন পর্যটকদের মরন ফাঁদ

সুন্দরবনের কটকা অভয়ারণ্য পর্যটন কেন্দ্রের নড়বড়ে সিঁড়ি যেন পর্যটকদের মরন ফাঁদ

ইসরায়েলি হত্যাযজ্ঞের প্রতিবাদে রাজু ভাস্কর্যের সামনে নটরডেম কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

ইসরায়েলি হত্যাযজ্ঞের প্রতিবাদে রাজু ভাস্কর্যের সামনে নটরডেম কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

ইসরায়েলকে অবিলম্বে গণহত্যা-জবরদখল থামাতে হবে : সাদা দল

ইসরায়েলকে অবিলম্বে গণহত্যা-জবরদখল থামাতে হবে : সাদা দল

গোয়ালন্দে ইজিবাইক ও চাঁদার টাকাসহ আটক ৩

গোয়ালন্দে ইজিবাইক ও চাঁদার টাকাসহ আটক ৩

ইসরায়েলি হত্যাযজ্ঞের প্রতিবাদে মিছিল-স্লোগানে উত্তাল ব্র্যাক বিশ্ববিদ্যালয়

ইসরায়েলি হত্যাযজ্ঞের প্রতিবাদে মিছিল-স্লোগানে উত্তাল ব্র্যাক বিশ্ববিদ্যালয়

তদ্বিরের মাধ্যমে বরিশালে শিক্ষা প্রতিষ্ঠানে ৬ মাসের এডহক কমিটি গঠন নিয়ে বেপরোয়া নেতারা

তদ্বিরের মাধ্যমে বরিশালে শিক্ষা প্রতিষ্ঠানে ৬ মাসের এডহক কমিটি গঠন নিয়ে বেপরোয়া নেতারা

ইন্টারনেটের দাম আরো কমাতে কাজ করছে সরকার : ফয়েজ আহমদ

ইন্টারনেটের দাম আরো কমাতে কাজ করছে সরকার : ফয়েজ আহমদ

গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে মরক্কোতে ব্যাপক বিক্ষোভ

গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে মরক্কোতে ব্যাপক বিক্ষোভ

ভারতে নতুন ওয়াকফ আইন, কী পরিবর্তন হতে যাচ্ছে?

ভারতে নতুন ওয়াকফ আইন, কী পরিবর্তন হতে যাচ্ছে?

নারায়ণগঞ্জের সাবেক মেয়র আইভীর ছোট ভাইয়ের মৃত্যু, বাদ আসর জানাযা

নারায়ণগঞ্জের সাবেক মেয়র আইভীর ছোট ভাইয়ের মৃত্যু, বাদ আসর জানাযা

সিএন্ডবি রোডে অবৈধ পার্কের বিধ্বস্ত গার্ডসেড ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন ও ট্রান্সফর্মার মৃত্যুঝুকি হয়ে উঠেছে

সিএন্ডবি রোডে অবৈধ পার্কের বিধ্বস্ত গার্ডসেড ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন ও ট্রান্সফর্মার মৃত্যুঝুকি হয়ে উঠেছে

গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে সায়েন্সল্যাবে বিক্ষোভ মিছিল

গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে সায়েন্সল্যাবে বিক্ষোভ মিছিল

হুথিদের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযানে ব্যয় বিলিয়ন ডলার ছাড়ালেও প্রত্যাশিত ফল আসেনি

হুথিদের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযানে ব্যয় বিলিয়ন ডলার ছাড়ালেও প্রত্যাশিত ফল আসেনি

ফরিদপুরে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটক

ফরিদপুরে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটক

নভেম্বর ২০, ২০২৪—আমাদের হৃদয়ে চিরকালের জন্য খোদাই করা একটি দিন

নভেম্বর ২০, ২০২৪—আমাদের হৃদয়ে চিরকালের জন্য খোদাই করা একটি দিন

শুল্ক আরোপ নিয়ে নানা দেশে টানাপোড়েন, অটল অবস্থানে ট্রাম্প

শুল্ক আরোপ নিয়ে নানা দেশে টানাপোড়েন, অটল অবস্থানে ট্রাম্প

ভারতের ২১ শহরে তাপমাত্রা ৪২ ডিগ্রি ছাড়িয়েছে

ভারতের ২১ শহরে তাপমাত্রা ৪২ ডিগ্রি ছাড়িয়েছে

সুনামগঞ্জে শুরু হয়েছে দেশীয় জাতের বোরোধান কাটা

সুনামগঞ্জে শুরু হয়েছে দেশীয় জাতের বোরোধান কাটা