উপমহাদেশের বৃটিশ বিরোধী প্রথম মুসলিম কবি সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী

Daily Inqilab কামরুল হাসান আকাশ

১৮ জুলাই ২০২৩, ০৩:৪৯ পিএম | আপডেট: ১৮ জুলাই ২০২৩, ০৩:৪৯ পিএম

 

গতকাল ১৭ জুলাই উপমহাদেশের ব্রিটিশ বিরোধী প্রথম মুসলিম কবি সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী'র ৯২তম প্রয়াণ দিবস। সিরাজী ছিলেন একজন বাঙালী লেখক, কবি, অনলবর্ষী বক্তা, রাজনৈতিক এবং সাংবাদিক। তিনি ১৯ শতকের শেষ থেকে ও ২০ শতকের ৩য় দশক সময়কালের বাঙালী মুসলিম পুনর্জাগরণের প্রবক্তাদের একজন। তিনি মুসলিমদের জন্যে বিজ্ঞানসাধনা, মাতৃভাষাচর্চা, নারীদের শিক্ষা এসবের পক্ষে লেখালেখি করেন। তার অনল-প্রবাহ (১৮৯৯) কাব্যগ্রন্থটি ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করে। স্বাধীনতার জন্য লিখে উপমহাদেশের প্রথম কবি হিসেবে ৩ বার কারাবন্দী হন তিনি। পরবর্তীকালে তিনি প্রথম দক্ষিণ এশীয় কবি হিসেবে ব্রিটিশ রাজের বিরুদ্ধে স্বাধীনতার ডাক দেন। ব্রিটিশ সরকার তার জীবদ্দশায় ৮২ বার তার বিরুদ্ধে ১৪৪ ধারা জারি করে। তিনি বাংলায় খিলাফত আন্দোলন (১৯২০) প্রবর্তনের ক্ষেত্রেও ব্যাপক অবদান রাখেন। বলকান (১৯১২-১৩) যুদ্ধের সময় উসমানীয় সাম্রাজ্যকে (১২৯৯-১৯২৪) অর্থের পরিমান প্রকাশ না করার শর্তে তিনি অর্থ ও চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করেন।

সৈয়দ ইসমাঈল হোসেন সিরাজী ১৩ই জুলাই ১৮৮০ সালে ব্রিটিশ ভারতের পাবনা জেলার সিরাজগঞ্জে জন্মগ্রহণ করেন। তিনি জন্মস্থানের সম্মানে নামের শেষের 'সিরাজী' পদবী যুক্ত করেন। সৈয়দ শব্দটি তার আরব বংশকে বোঝায়। যা পূর্বপুরুষ খলিফা হজরত আলী (রা) সাথে সম্পর্কিত। তার পূর্বপুরুষ সৈয়দ আলী আজম ইরান থেকে বাংলায় পাড়ি জমান এবং মুঘল দরবারে চাকুরী লাভ করেন। আজম প্রথমে নদীয়া'র আমলাবাড়িতে বসতি স্থাপন করেছিলেন। তার বংশধরদের অনেকেই ইউনানি ওষুধের অনুশীলনকারী ছিলেন। সিরাজীর পিতা মৌলভী শাহ সৈয়দ আবদুল করিম খন্দকার (১৮৫৬-১৯২৪) ছিলেন একজন পুলিশ সাব-ইন্সপেক্টর এবং ইউনানি অনুশীলনকারী। তার মা নূরজাহান খানম ছিলেন পশতুন বংশোদ্ভূত।

শৈশবে তিনি স্থানীয় পাঠশালা ও জ্ঞানদায়িনী মাইনর ইংরেজী স্কুলে পড়েন। এরপর তিনি সিরাজগঞ্জ বনোয়ারীলাল হাই স্কুলে নবম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেন। সিরাজী পাঠশালায় ফার্সী এবং বাড়িতে সংস্কৃত ভাষা শিখেছিলেন আর সংস্কৃত ব্যাকরণ ও সাহিত্যের সাথে হিন্দুশাস্ত্র যেমন - বেদ, মনুস্মৃতি ও উপনিষদ প্রভৃতি অধ্যয়ন করেছিলেন।

সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী বক্তা হিসেবে খ্যাতিমান ছিলেন। তৎকালীন বাঙালী মুসলিমদের পুনর্জাগরণ ও রাজনৈতিক বিষয়ে তিনি বক্তৃতা করতেন। তিনি হিন্দু-মুসলিম সাম্যে বিশ্বাসী ছিলেন। বিভিন্ন রাজনৈতিক দল ও সমিতিতে তিনি সক্রিয় ছিলেন। যেমন, কংগ্রেস, মুসলিম লীগ, জমিয়ত উলামায়ে হিন্দ, স্বরাজ পার্টি, কৃষক সমিতি ইত্যাদি।

ছাত্রাবস্থায়ই সিরাজী কবিতা লিখতে শুরু করেন এবং ধর্মবক্তা মুনশী মেহেরউল্লাহ (১৮৬১-১৯০৭) এর এক জনসভায় তার "অনল প্রবাহ" কবিতাটি পাঠ করেন। মুনশী মেহেরউল্লাহ কবিতা শুনে মুগ্ধ হন এবং নিজ ব্যয়ে ১৮৯৯ সালে কাব্যটি পুস্তিকা আকারে প্রকাশ করেন। পরে এটি ১৯০০ সালে পূর্ণ গ্রন্থকারে প্রকাশ পায়। ১৯০৮ সালের শেষদিকে বইটির বর্ধিত সংস্করণ প্রকাশিত হয়। যা তৎকালীন ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করে আর তার প্রতি গ্রেফতারি পরোয়ানা জারি করে। সিরাজী তখন ফরাসী-অধিকৃত চন্দননগরে গিয়ে ৮ মাস আত্মগোপন করে থাকেন। এরপর একপর্যায়ে তিনি পাহাড় এমনকি জঙ্গলেেও আত্মগোপন করেন। সেইসময় তিনি তার বহুল আলোচিত "রায়নন্দিনী" উপন্যাস-সহ আরো বেশ কিছু লেখা শেষ করেন। তার লেখা শেষ হলে আত্মসমর্পণ করেন। তবুও ব্রিটিশ সরকারের বিরুদ্ধে বিদ্বেষ প্রচারের অভিযোগে তাকে দু'বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়।

বলকান যুদ্ধ (১৯১২-১৩) এর সময় ভারতে ডাঃ মোখতার আহমদ আনসারী (১৮৮০-১৯৩৬) এর নেতৃত্বে "ইন্ডিয়ান রেড ক্রিসেন্ট" গঠিত হয়। এই সংগঠন একদল চিকিৎসকসহ 'অল ইন্ডিয়া মেডিক্যাল মিশন' প্রেরণ করে। সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী (১৮৮০-১৯৩১) মিশনের বঙ্গীয় প্রতিনিধি হিসেবে তুরস্কে যান। সেখানে তিনি তুর্কী স্বাস্থ্য দফতরের ইন্সপেক্টর হিসেবেও দায়িত্ব পালন করেন। যুদ্ধ শেষে তুরস্ক সরকার তাকে "গাজী-এ বলকান" (১৯১৩) উপাধী দেয়। বলকান যুদ্ধে সিরাজী'র যোগদানের ইতিকথা পরবর্তীতে তুর্কী ভাষায় লিপিবদ্ধ হয়। যা বর্তমানে "আংকারা মিউজিয়াম"- এ সংরক্ষিত রয়েছে। তৎকালীন তুর্কী সরকার তাকে পুরস্কার স্বরূপ শাহী পোশাক, সোনার চাঁদ লাগানো তুর্কী টুপি এবং আরো অনেক উপঢৌকণ প্রদান করেন। সিরাজী তার তুরস্ক ভ্রমণ (১৯১০) গ্রন্থে এই সফরের বিস্তৃত বিবরণ দিয়েছেন। জানা যায়, ১৯১৪ সালে ১ম বিশ্বযুদ্ধ শুরু হলে তিনি মেডিকেল টিম গঠন করে তুরস্ক গমন করেছিলেন।

১৯১৯ সালে সিরাজী মাসিক নূর নামে একটি পত্রিকা বের করেন। তার নিজের মহাশিক্ষা মহাকাব্য এবং কাজী নজরুল ইসলাম (১৮৯৯-১৯৭৬) এর কয়েকটি গল্প এ পত্রিকায় প্রকাশিত হয়। ১৯২৩ সালে সিরাজী ও মনিরুজ্জামান ইসলামাবাদী (১৮৭৫-১৯৫০) এর যুগ্ম সম্পাদনায় প্রকাশিত হয় সাপ্তাহিক "ছোলতান"। সিরাজীর অধিকাংশ প্রবন্ধই এই পত্রিকায় মুদ্রিত হয়। পরবর্তীকালে কাজী নজরুল ইসলাম (১৮৯৯-১৯৭৬) এর "বিদ্রোহী" কবিতা প্রকাশিত হলে সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী (১৮৮০-১৯৩১) তার প্রতি খুশী হয়ে সেইসময় ১০ টাকা মানিঅর্ডার পাঠিয়েছিলেন বলেও জানা যায়।

প্রাথমিকভাবে সিরাজী সৈয়দ জামাল উদ্দিন আফগানি (১৮৩৮-১৮৯৭) এর প্যান ইসলামিজম সম্পর্কে আগ্রহী ছিলেন। তবে তাকে মুসলিম পুনর্জাগরণের চিন্তায় বেশি প্রভাবিত করেন প্রায় সমসাময়িক শিবলী নোমানী (১৮৫৭-১৯১৪) এবং মহাকবি আল্লামা ইকবাল (১৮৭৭-১৯৩৮)।

বাঙালী মুসলমানের গৌরব সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ১৯৩১ সালে ১৭ জুলাই আপনগৃহ বানীকুঞ্জে শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী'র রাজনৈতিক আদর্শ সাহিত্যকর্মেও দৃশ্যমান। তার রচনাসমূহকে ইসলামী সাহিত্যের অন্তর্ভুক্ত করা যায়। তবে কবি আবদুল কাদির (১৯০৬-১৯৮৪) মন্তব্য করেন যে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় (১৮৩৮-১৮৯৪) এর বৈশিষ্ট্যসূচক "উগ্র জাতীয়তাবাদ" মুসলমানদের মধ্যে সিরাজীর রচনাতে প্রথম দেখা যায়। উল্লেখ্য, সিরাজী বঙ্কিমচন্দ্রের "দুর্গেশনন্দিনী"(১৮৬৫) এর প্রতিক্রিয়ায় তার "রায়নন্দিনী" (১৯১৫), লেখেন, রবীন্দ্রনাথ ঠাকুর (১৮৬১-১৯৪১) এর গীতাঞ্জলির প্রতিযোগী হিসেবে লেখেন প্রেমাঞ্জলি। তথাপি সময়োপযোগী হওয়ায় তখন তার উপন্যাস ও কবিতা পঠিত ও জনপ্রিয় হয়।

তার গ্রন্থাবলীর মধ্যে রয়েছে, কাব্যগ্রন্থ: অনল-প্রবাহ (১৯০০), আকাঙ্ক্ষা (১৯০৬), উছ্বাস (১৯০৭), উদ্বোধন (১৯০৭), নব উদ্দীপনা (১৯০৭), স্পেন বিজয় কাব্য (১৯১৪), মহাশিক্ষা মহাকাব্য (১ম খণ্ড-১৯৬৯, ২য় খণ্ড-১৯৭১)। গান: সঙ্গীত সঞ্জীবনী (১৯১৬), প্রেমাঞ্জলি (১৯১৬)। প্রবন্ধ: স্ত্রীশিক্ষা (১৯০৭), স্বজাতি প্রেম (১৯০৯), আদব কায়দা শিক্ষা (১৯১৪), স্পেনীয় মুসলমান সভ্যতা (১৯১৬), সুচিন্তা (১৯১৬), তুর্কী নারী জীবন (১৯১৩), মহানগরী কর্ডোভা, আত্মবিশ্বাস ও জাতীয় প্রতিষ্ঠা। ভ্রমণ কাহিনী: তুরস্ক ভ্রমণ (১৯১০)। উপন্যাস: রায়নন্দিনী (১৯১৫), তারাবাঈ (১৯১৬), ফিরোজা বেগম (১৯১৮), নূরউদ্দীন (১৯১৯), জাহানারা (১৯৩১), বঙ্গ ও বিহার বিজয় (১৮৯৯; অসমাপ্ত), বঙ্কিম দুহিতা। এছাড়াও বাংলা একাডেমী থেকে তার উপন্যাসসমূহ প্রকাশিত হয়েছে।


বিভাগ : সাহিত্য


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

কিশোরগঞ্জ সাহিত্য পরিষদের বোরদা পুরস্কার
রঙ্গীন মাছের শহরে
নিরাপদ থাকুক পরিযায়ী পাখির আবাস
মির্জা আসাদুল্লাহ্ গালিব
আজ ঐতিহ্যবাদী লেখক হোসেন মাহমুদের ৫ম মৃত্যুবার্ষিকী
আরও

আরও পড়ুন

সৈয়দপুরে কুখ্যাত  মনতাজ ডাকাত আটক

সৈয়দপুরে কুখ্যাত মনতাজ ডাকাত আটক

ফ্যাসিস্ট হাসিনা সরকার পতনে প্রবাসীদের  অবদান অনস্বীকার্য: সিলেটে এড. এমরান চৌধুরী

ফ্যাসিস্ট হাসিনা সরকার পতনে প্রবাসীদের  অবদান অনস্বীকার্য: সিলেটে এড. এমরান চৌধুরী

নরসিংদী আদালত প্রাঙ্গনে হত্যা মামলার আসামী ছিনিয়ে নেয়ার চেষ্টা, এস.আই আহত

নরসিংদী আদালত প্রাঙ্গনে হত্যা মামলার আসামী ছিনিয়ে নেয়ার চেষ্টা, এস.আই আহত

বর্ষসেরার লড়াইয়ে হেডের সঙ্গে রুট-ব্রুক ও বুমরাহ

বর্ষসেরার লড়াইয়ে হেডের সঙ্গে রুট-ব্রুক ও বুমরাহ

বাগেরহাট টেলিভিশন জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত

বাগেরহাট টেলিভিশন জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত

৪৩তম বিসিএসের নতুন প্রজ্ঞাপন, বাদ পড়লেন আরও ১৬৮ জন

৪৩তম বিসিএসের নতুন প্রজ্ঞাপন, বাদ পড়লেন আরও ১৬৮ জন

৮ পুলিশ কর্মকর্তাকে একযোগে বদলি

৮ পুলিশ কর্মকর্তাকে একযোগে বদলি

ফরিদপুর সড়ক দুর্ঘটনায় ‌একজনের মৃত্যু

ফরিদপুর সড়ক দুর্ঘটনায় ‌একজনের মৃত্যু

জুলাই বিপ্লবের ‘ঘোষণাপত্র’ ঘিরে আড়াই লাখ মানুষ জমায়েতের পরিকল্পনা

জুলাই বিপ্লবের ‘ঘোষণাপত্র’ ঘিরে আড়াই লাখ মানুষ জমায়েতের পরিকল্পনা

মিথ্যা সাজা খেটেও দেশ থেকে পালায়নি বেগম জিয়া: এবিএম মোশাররফ হোসেন

মিথ্যা সাজা খেটেও দেশ থেকে পালায়নি বেগম জিয়া: এবিএম মোশাররফ হোসেন

এবার ১২ সাংবাদিকের ব্যাংক হিসাব তলব করলো বিএফআইইউ

এবার ১২ সাংবাদিকের ব্যাংক হিসাব তলব করলো বিএফআইইউ

গাজীপুরে কারখানার ওয়েস্টেজ নিয়ে বিএনপির দুই পক্ষে সংঘর্ষ গুলি আহত ৫

গাজীপুরে কারখানার ওয়েস্টেজ নিয়ে বিএনপির দুই পক্ষে সংঘর্ষ গুলি আহত ৫

মির্জাপুরে শীতার্তদের ঘুম থেকে জেগে তুলে  ইউএনও’র কম্বল বিতরণ

মির্জাপুরে শীতার্তদের ঘুম থেকে জেগে তুলে ইউএনও’র কম্বল বিতরণ

দৌলতপুরে জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

দৌলতপুরে জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

তালতলীতে ওসির বিরুদ্ধে ঘুষের বিনিময়ে ট্রাক ছেড়ে দেয়ার অভিযোগ

তালতলীতে ওসির বিরুদ্ধে ঘুষের বিনিময়ে ট্রাক ছেড়ে দেয়ার অভিযোগ

পরিস্থিতি শান্ত হলে করিডোর খুলে দেয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

পরিস্থিতি শান্ত হলে করিডোর খুলে দেয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ফেনীতে বিএনপি নেতা মজনুর ১০ হাজার কম্বল বিতরণ

ফেনীতে বিএনপি নেতা মজনুর ১০ হাজার কম্বল বিতরণ

প্রায় ২০ হাজার বাংলাদেশীর অংশগ্রহণে পর্তুগালে বিজয় উৎসব অনুষ্ঠিত

প্রায় ২০ হাজার বাংলাদেশীর অংশগ্রহণে পর্তুগালে বিজয় উৎসব অনুষ্ঠিত

১৯৭১ সালে স্বাধীনতার পক্ষে জনমত গঠনে ড. মুহাম্মদ ইউনূসের মুক্তিযুদ্ধ

১৯৭১ সালে স্বাধীনতার পক্ষে জনমত গঠনে ড. মুহাম্মদ ইউনূসের মুক্তিযুদ্ধ

নিউইয়র্কে ভারতীয় ব্যক্তির প্রকাশ্যে মলত্যাগ! বিশ্বব্যাপী নিন্দার ঝড়

নিউইয়র্কে ভারতীয় ব্যক্তির প্রকাশ্যে মলত্যাগ! বিশ্বব্যাপী নিন্দার ঝড়