মনসুর আজিজের অনুবাদগ্রন্থ কিশোর থ্রিলার ‘লৌহদানব’
২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৪৯ পিএম | আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৪৯ পিএম

ইংরেজি সাহিত্যের অন্যতম দিকপাল কবি ও শিশুসাহিত্যিক টেড হিউজ। শিশুসাহিত্যে তার ভাণ্ডার সমৃদ্ধ। পরিবেশ, জীবজন্তু পশুপাখি ও শিশুদের ভালোবাসতেন প্রচণ্ড রকমের। পরিবেশকে দূষণের হাত থেকে রক্ষা করার জন্য তিনি আজীবন কাজ করেছেন। হিউজ ইংল্যান্ডের রাজকবি ছিলেন। ১৯৬৮ সালে তিনি আয়রন ম্যান বা আয়নর জায়ান্ট লিখে তাক লাগিয়ে দেন। সারা দুনিয়াতে সাড়া ফেলে আয়রন জায়ান্ট। অনেকগুলো ভাষায় অনুবাদ হয় বইটি। এরপর অনেক সংস্করণ হয়। চলচ্চিত্র নির্মাণ হয় আয়রন জায়ান্টের কাহিনি নিয়ে।
একটি রহস্যময় প্রাণী ক্ষেতের ফসল, ডালপালা মাড়িয়ে বেড়াচ্ছে। চিপসের মতো কুড়মুড় করে চিবিয়ে খাচ্ছে কাঁটাতার, জমিচষার ট্রাক্টর, লাঙ্গল। কৃষকেরা রহস্যময় প্রাণীর ভয়ে ভীত। কে এই তাণ্ডব চালাচ্ছে; কেউ জানে না! ভয়ে সবাই ঘরে বন্দি। তারপর এক রাতে দেখতে পায় একটি দৈত্যাকার প্রাণী। লৌহ দানব।
আকাশ থেকে নেমে আসে এক ড্রাগন দৈত্য। কেন ড্রাগন দৈত্য পৃথিবীতে নেমে আসলো? জানতে চাইলে বলে- আমি গানের আসরে যোগ দিতে এসেছি। কিসের গান? এক দেশ আরেক দেশকে, এক জাতি আরেক জাতিকে ধ্বংস করার যে মহোৎসবে লিপ্ত, সেই গান আমি শুনতে পেয়েছি। অস্ত্রের গান। বারুদের গান। কামানের গান। এটমের গান। পৃথিবীর শক্তিধর রাষ্ট্রগুলো এই গানের শিল্পী। যুদ্ধের কনসার্টের আয়োজন করে তারা। যুদ্ধবাজ রাষ্ট্রগুলো সব এক হয়। ড্রাগনদৈত্যকে শেষ করার জন্য শুরু হয় সম্মিলিত যুদ্ধ। যুদ্ধবিমান, রকেট, কামান কিছুই করতে পারে না এই দৈত্যের। সেই সময় এগিয়ে আসে হোগার্থ। সঙ্গে লৌহদানব। শুরু হয় তুমুল লড়াই। কে জেতে সেই যুদ্ধে? কে নায়ক? কে খলনায়ক? হোগার্থ? ড্রাগন দৈত্য? নাকি, লৌহ দানব?
বইটির অনুবাদ করেছেন বর্তমান সময়ের অন্যতম কবি ও শিশুসাহিত্যিক মনসুর আজিজ। সম্পূর্ণ চার রঙের অসাধারণ প্রচ্ছদ ও অলঙ্করণ করছেন বর্তমান সময়ের শ্রেষ্ঠ প্রচ্ছদশিল্পী মোমিন উদ্দীন খালেদ। গ্রন্থটি প্রকাশ করছেন তরুণ শিশুসাহিত্যিক ও ছোটদের সময়ের কর্ণধার প্রিয়ভাজন মামুন সারওয়ার। মূল্য ৩৫০ টাকা। বইমেলার স্টল নং ৮৮৯।
মনসুর আজিজের লেখালেখির বয়স তিন দশক পার হয়েছে। কবিতা, গল্প, উপন্যাসের পাশাপাশি ছোটদের জন্য লিখছেন সমান তালে। অনুবাদও করছেন সেইসাথে। দেশের প্রথম শ্রেণির দৈনিক, মাসিক, সাহিত্যপত্রিকা, ছোটদের পত্র-পত্রিকায় লিখে আসছেন দীর্ঘদিন ধরে। দেশের গণ্ডি ছাড়িয়ে বিশ্বের বিভিন্ন দেশে তাঁর লেখা প্রকাশিত হয়েছে। সম্পাদনা করছেন সাহিত্যের ছোটকাগজ ‘আড্ডাপত্র’।
তিনি ১৯৭৪ সালের ১৫ আগস্ট চাঁদপুর জেলার হাইমচরে জন্মগ্রহণ করেন। বাবা মোহাম্মদ আজিজুল হক মা আনোয়ারা বেগম। বর্তমানে বসবাস করছেন ঢাকার মিরপুরে। পড়াশোনা করেছেন ব্যবস্থাপনায় স্নাতক সম্মানসহ স্নাতকোত্তর। এরপর এমবিএ করেছেন।
কবিতা, কিশোরকবিতা, গল্প, উপন্যাস, শিশুসাহিত্য ও গবেষণা মিলিয়ে তার প্রকাশিত গ্রন্থ পঁচিশ। লেখালেখির স্বীকৃতিস্বরূপ পেয়েছেন সাহিত্য সংস্কৃতি কেন্দ্র লেখক সম্মাননা ২০০৮, 'এখন প্রতিচ্ছবি' পুরস্কার ২০১৪ (ভারত), পদ্মরাগ সাহিত্য পুরস্কার ২০১৫, অগ্রণী ব্যাংক শিশু একাডেমি শিশুসাহিত্য পুরস্কার লাভ ১৪২১, পলাশী সম্মাননা ২০১৯ (ভারত), দেশজ পুরস্কার ২০১৯, সৈয়দ আলী আহসান পদক ২০২০ ও মোহাম্মদ নাসিরউদ্দীন পুরস্কার ২০২১।
বিভাগ : সাহিত্য
মন্তব্য করুন
আরও পড়ুন

প্রয়োজনীয় সংস্কার করে যথাসম্ভব দ্রুত নির্বাচন দিতে হবে: মিয়া গোলাম পরওয়ার

কারো চোখ রাঙানী আর মেনে নেয়া হবে না-সারজিস আলম

মাদক সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেপ্তার কানাডার অধিনায়ক

অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ দিতে হবে -আমান উল্লাহ আমান

ফটিকছড়িতে ভাইয়ের হাতে ভাই খুন, লাইফ সাপোর্টে মা

ট্রাম্পকে ৭ লাখ ৪১ হাজার ডলার জরিমানা করলেন লন্ডনের হাইকোর্ট

ড. ইউনূসের সঙ্গে বৈঠক শেষে ফেসবুক পোস্টে যা বললেন মোদি

শেষ হচ্ছে ম্যান সিটিতে ডে ব্রইনে অধ্যায়

মাগুরায় মাদক ও জুয়া প্রতিরোধে মানববন্ধন

ভিসা প্রক্রিয়া সহজ করতে থাইল্যান্ডকে আহ্বান ড. ইউনূসের

যারা ড. ইউনূসের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে তারা আ.লীগের দোসর

বিমসটেকের আগামী সম্মেলন নিয়ে যে প্রস্তাব দিলেন ড. ইউনূস

ইংল্যান্ড দলে আরেক ধাক্কা

ট্রাম্পকে তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসাবে চান না বেশিরভাগ আমেরিকান

নাব্যতা হারিয়ে দখলদারদের কবলে পড়ে মানচিত্র থেকে হারিয়ে যাচ্ছে একের পর এক নদী

চুরি হওয়া অর্থ ফেরত আনতে শ্রীলঙ্কার সহায়তা চাইলো বাংলাদেশ

হাসিনাকে ফেরানো নিয়ে যা জানালো ভারত

প্রথমে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরাতে রাজি মিয়ানমার

শহীদ সাদমানদের রক্ত দিয়ে 'নতুন সংবিধান' লেখা হয়ে গিয়েছে : এনসিপি নেতা শিশির

সালথায় আ'লীগ-বিএনপি সংঘর্ষে ক্ষতিগ্রস্তদের বাড়িঘর পরিদর্শন করলেন শামা ওবায়েদ