আটকে থাকা বৃত্তির টাকার দাবিতে মাদ্রাসা পড়ুয়া ঢাবি শিক্ষার্থীদের মানববন্ধন
২১ মে ২০২৩, ১১:০৮ এএম | আপডেট: ২১ মে ২০২৩, ১১:০৮ এএম
দীর্ঘ ৪ বছর ধরে আটকে থাকা বোর্ড বৃত্তির টাকার দাবিতে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অধ্যয়নরত বৃত্তিপ্রাপ্ত মাদরাসা পড়ুয়া শিক্ষার্থীরা। তাদের দাবি- দীর্ঘ ৪ বছর ধরে অন্যায়ভাবে তাদের বৃত্তির টাকা আটকে রাখা হয়েছে।
রোববার (২১ মে ২০২৩) রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে উপস্থিত ছিলেন মাদরাসা থেকে উচ্চমাধ্যমিকে সরকারি বোর্ড বৃত্তিপ্রাপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তত অর্ধশতাধিক শিক্ষার্থী।
মানববন্ধন থেকে অন্যায়ভাবে বৃত্তির টাকা আটকে রাখার প্রতিবাদ ও অনতিবিলম্বে অর্থ প্রদানের দাবি জানান শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবির সাথে সংহতি জানান ঢাকা বিশ্ববিদ্যালয় নিরাপত্তা মঞ্চের প্রতিষ্ঠাতা জুলিয়াস সিজার তালুকদার।
শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষ থেকে পরবর্তী কোনো ব্যাচ বৃত্তির টাকা পায়নি। ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা কেবল একবার টাকা পেয়েছে। বারবার বিজ্ঞপ্তি দিয়ে টাকা দেয়ার আশ্বাস দিলেও তার কোনো বাস্তবায়ন হয়নি। এমনকি গত ২০২২ সালের ৩ আগস্ট এক মানববন্ধন থেকে একই দাবি জানানো হলেও কর্তৃপক্ষ এ বিষয়ে অদ্যাবধি কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। এছাড়াও মাদরাসা শিক্ষা অধিদপ্তরের উপ-মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উপপরিচালকসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির সাথে সাক্ষাৎ করে দাবি জানানো হয়েছে। চিঠি ও স্মারকলিপি দেয়া হয়েছে মাউশি ও ঢাবি ভিসি বরাবর। তবু কোনো দৃশ্যমান ফলাফল আসেনি।
শিক্ষার্থীরা বলেন, বৃত্তি শিক্ষার্থীদের কৃতিত্ব ও মেধার স্বাক্ষর। মেধাবীদেরকে রাষ্ট্র কর্তৃক পুরস্কৃত করার জন্য যে ব্যবস্থা করা হয়েছে, সেখানে ব্যবস্থাপনার যথেষ্ট ঘাটতি রয়েছে। যার দরুন অধিকার থেকে বঞ্চিত হয়েছে রাষ্ট্রের মেধাবী সন্তানেরা। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একইসাথে অনতিবিলম্বে মাউশি, মাদরাসা অধিদপ্তর ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সমন্বয়পূর্বক বৃত্তির অর্থ প্রদানের দাবি জানাই।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, বৃত্তি তাদেরকেই দেয়া হয় যারা জাতির মেধাবী সন্তান। এবং এই বৃত্তিটা দেয়া হয় যাতে শিক্ষার্থীদের পড়াশোনার খরচ বহন করা সহজসাধ্য হয়। কিন্তু দুঃখের সাথে লক্ষ করা যাচ্ছে এই মেধাবী শিক্ষার্থীদেরকেই আজ শ্রমিকের মতো তাদের ন্যায্য দাবিতে রাস্তায় নামতে হচ্ছে। যদি আমাদের মেধার স্বীকৃতি সরূপ এই বৃত্তি প্রদান করা হয়ে থাকে তাহলে অবশ্যই এই টাকাটা আমাদের অধিকার। তাহলে কেন অধিকার আদায়ে আমাদের এতটা হেনস্তার শিকার হতে হচ্ছে? এই দায় কার?
মানববন্ধন থেকে শিক্ষার্থীরা আগামী এক মাসের মধ্যে বৃত্তির টাকা না পেলে উচ্চ আদালতে রিট করার ঘোষণা দেন। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা মাউশির দিকে যাত্রা করেন।
বিভাগ : মহানগর
মন্তব্য করুন
আরও পড়ুন
তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসে ব্যাপক অনিয়মের অভিযোগ
ফরিদপুরে সাংবাদিকের 'বাবা-মা' সহ তিনজনকে কুঁপিয়ে জখম
সেনা নয়, পিটিআই শুধুমাত্র সরকারের সাথে কথা বলছে: ব্যারিস্টার গহর
প্রায় ১৪ লাখ টন খাদ্য উদ্বৃত্ত বরিশালের দিগন্ত বিস্তৃত ফসলের মাঠে মাঠে আমন কাটার ধুম চলছে
ফেনীতে হত্যা মামলার আসামী তাঁতীলীগ নেতার বিরুদ্ধে বালু লুটের অভিযোগ
মির্জাপুর উপজেলা জামায়াতের সেক্রেটারির মায়ের ইন্তেকাল
সিরিয়ার নেতার সঙ্গে ফরাসি ও জার্মান পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
মতলবে ২শতাধিক দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীর মাঝে মজুমদার ফাউন্ডেশনের বৃত্তি প্রদান
ভৈরবে মধু সংগ্রহে ব্যস্ত খামারি মৌয়ালরা
নোয়াখালীতে টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পেল ২৫ শিশু-কিশোর
আদমদীঘিতে সবজির বাজারে ধস কৃষকের কপালে পরেছে দুশ্চিন্তার ভাঁজ
সরে দাঁড়ানো মানে অবসর নয়: রোহিত
জাতীয় সমবায় ইউনিয়নের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন শেখ
চট্টগ্রামে মাসব্যাপী ফুল উৎসব শুরু
স্বাধীনতা দিবস উপলক্ষে ১৮০ বিদেশিসহ ছয় হাজার বন্দীকে মুক্তি দিচ্ছে মিয়ানমার
শ্রীপুরে মাদক ব্যবসায়ী মায়ের সাথে জেলে গেল ৭ মাসের শিশু সাওদা
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মূল ভবন মঙ্গলবার উদ্বোধন করবেন প্রধান বিচারপতি
রূপপুরে ভবন থেকে লাফিয়ে রুশ নারীর মৃত্যু
সিডনিতে বোলারদের দিনে বুমরাহকে নিয়ে শঙ্কা
নববর্ষের আকাশে চাঁদ ও শুক্রগ্রহের মুগ্ধকর দৃশ্য