নেপালে ১০০ কোটি টাকা ব্যয়ে তৈরি হচ্ছে বাংলাদেশ প্যাগোডা : আইনমন্ত্রী
৩০ জুলাই ২০২৩, ১১:৪০ এএম | আপডেট: ৩০ জুলাই ২০২৩, ১১:৪০ এএম
নেপালে গৌতম বুদ্ধের জন্মস্থানে ১০০ কোটি টাকা ব্যয়ে বাংলাদেশ প্যাগোডা তৈরি করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে গৌতম বুদ্ধের জন্মভূমি নেপালে লুম্বিনী নগরে দুই একর জমির ওপর বাংলাদেশ প্যাগোডা ও বুড্ডিস্ট কালচারাল কমপ্লেক্স তৈরি করা হবে। এর জন্য প্রকল্পের প্রস্তাবনা চূড়ান্ত করে পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে।
আজ শনিবার দুপুরে রাজধানী আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে বৌদ্ধ পারিবারিক আইন প্রণয়ন বিষয়ক সেমিনার শেষে সাংবাদিকদের এসব কথা বলেন আনিসুল হক। সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট। সেমিনারে মন্ত্রী জানান, এর নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১০০ কোটি টাকা। শর্ত অনুযায়ী বাংলাদেশ সরকার নেপাল সরকারকে ইতিমধ্যে ১০ কোটি টাকা প্রদান করেছে।
বর্তমান সরকার সব ধর্মের প্রতি সমান সহানুভূতিশীল জানিয়ে আইনমন্ত্রী বলেন, ২০১২ সালে রামুতে বিহার আক্রান্ত হওয়ার পর প্রধানমন্ত্রীর নির্দেশে ক্ষতিগ্রস্ত বৌদ্ধ বিহার পুনর্র্নিমাণ করা হয়। যা নান্দনিক বৌদ্ধ বিহার হিসেবে বেশ সমাদৃত। প্রধানমন্ত্রীর সদিচ্ছায় বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টে স্থায়ী আমানত দুই কোটি টাকা থেকে বাড়িয়ে সাত কোটি টাকায় উন্নতি করা হয়েছে। বৌদ্ধ ধর্মের উদ্যাপনের জন্য তিনি তাঁর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে বিশেষ অনুদান দিয়ে থাকেন। প্রধানমন্ত্রীর অনুশাসনে, পূর্বাচল নতুন শহরের ২৬ নম্বর সেক্টরে বৌদ্ধ বিহার, শ্মশান ও অফিস ভবন নির্মাণের জন্য ২১ দশমিক ৫৫ কাঠা জমি রাজউক হতে দেওয়া হয়েছে। এই ভূমিতে সরকারি প্রকল্পের মাধ্যমে নির্মাণকাজ শেষ করা হবে।
বৌদ্ধ ধর্মের পারিবারিক আইনের বিষয়ে আনিসুল হক বলেন, ‘আইন হচ্ছে একটি জাতি বা গোষ্ঠীর শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য আবশ্যক। দেশে ইসলাম ধর্মের মানুষের জন্য মুসলিম পারিবারিক আইন। খ্রিষ্টান ধর্মের মানুষের জন্য খ্রিষ্টান ধর্মীয় আইন প্রচলিত। কিন্তু বাংলাদেশে বৌদ্ধ ধর্মের মানুষের কোনো আইন নেই। এটা কিন্তু চিন্তার বিষয়। আজকে যে আইনের বিষয়বস্তু উপস্থাপন করা হয়েছে, তা আমার কাছে বাস্তবিক মনে হয়েছে। আইনটা হওয়া উচিত। এটা নিয়ে আমাদের কোনো দ্বিমত নেই। এই আইনটা করবেন আপনাদের জন্য। আপনাদের যদি কোনো অসুবিধা না থাকে, তাহলে সরকারের করতে কোনো বাধা নেই।’
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া। বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান সুপ্ত ভূষণ বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব মো. মইনুল কবির, আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মু. আ. হামিদ জমাদ্দার, শিক্ষাবিদ ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া, প্রফেসর ডা. প্রভাত চন্দ্র বড়ুয়া, ড. নীরু বড়ুয়া, ট্রাস্টি ববিতা বড়ুয়া প্রমুখ।
বিভাগ : মহানগর
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
সড়ক দুর্ঘটনায় নিহত- ১
কামালপুর সড়কের ব্রিজ ভেঙ্গে মরণফাঁদ চরম দুর্ভোগে পথচারীরা
মেয়েদের ক্রিকেটে যুক্ত হলো যেসব সুযোগ-সুবিধা
বাড়ছে শীতের প্রকোপ, সাধারণের স্বাস্থ্য সুরক্ষায় করণীয়
জকিগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার অভিযোগে যুবলীগ নেতা গ্রেফতার
খালিশপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশন দ্বি-বার্ষিক সম্মেলন
যুব এশিয়া কাপজয়ীরা পাচ্ছেন আর্থিক পুরস্কার
আদমদিঘীতে বিএনপি কার্যালয় উদ্বোধন
রোহিঙ্গা অনুপ্রবেশ নিয়ে যা জানালেন পররাষ্ট্র উপদেষ্টা
গোপালগঞ্জে বিএনপির বহিস্কৃত ও আ. লীগ কর্মীদের নিয়ে বিএনপির ২ জেলা কার্যালয়
কালীগঞ্জে ভাইরাল চিতাবাঘ হত্যার ঘটনায় দুইজন গ্রেপ্তার বন বিভাগ ও প্রশাসনে তোলপাড়
আশুলিয়ায় স্ট্যান্ডে চাঁদার দাবীতে হামলার অভিযোগ; আহত-১৩
সউদী আরবে সন্ত্রাসী কার্যকলাপের জন্য দুই নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর
শুটিংয়ে গিয়ে আপত্তিকর আচরণ করায় নির্মাতার বিরুদ্ধে যৌন হয়রানির মামলা
সালাম মুর্শেদীর ৪ মামলার জামিন নামঞ্জুর
সম্প্রীতির জন্য রাখাইন রাজ্যে টেকসই রোহিঙ্গা প্রত্যাবাসন অপরিহার্য: পররাষ্ট্র উপদেষ্টা
গবিসাসের নতুন সভাপতি সানজিদা, সম্পাদক ইভা
গাজীপুরের শ্রীপুরে কারখানার গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট
খুবির উৎকর্ষ সাধনে পাশে থাকবে ইরান
বঙ্গবন্ধু রেলসেতুর নাম বদলে হলো ‘যমুনা রেলসেতু’