বিপুল অর্থনৈতিক ক্ষতি

তাপদাহে বিপর্যস্ত জনজীবন

Daily Inqilab ইনকিলাব

১৭ এপ্রিল ২০২৩, ১২:১১ এএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১১:৫৩ পিএম

গরমে প্রতিবছর ৩২০০ কোটি কর্মঘণ্টা হারাচ্ছে বাংলাদেশ ষ অবকাঠামো নির্মাণ ক্ষতিগ্রস্ত হচ্ছে, কৃষির ফলন কমে যাওয়ার শঙ্কা ষ গবেষণায় বলা হয়, প্রচ তাপমাত্রার কারণে কেবল ঢাকাতেই ৬০০ কোটি
ডলারের সমপরিমাণ শ্রম উৎপাদনশীলতা নষ্ট হয়
রফিক মুহাম্মদ
রাজধানীর খিলগাঁও রেলগেট থেকে যাত্রী নিয়ে বেলা ১১টার দিকে মতিাঝল পৌঁছান রিকশাচালক হাসেম উদ্দিন। তখন তার মাথার ওপর ঠাঠা রোদ্দুর। ঝড়-বৃষ্টি, গরম-ঠাÐা সবই তার গা-সওয়া। তবে এবার গরমের কষ্টটা একেবারেই মাত্রাছাড়া, অসহনীয়। তিনি বলেন, ‘একবার খ্যাপ টানলেই গরমে কাহিল হইয়্যা পড়ি। গরমে রিকশা টানতে গেলেই কইলজাডা শুকাইয়া যায়। এত গরম আমার জন্মে দেহি নাই। আগে দিনে ১ হাজার থেকে ১২০০ টাকা কামাই করতে পারতাম। এখন সাত থেকে আটশ’ টাকার বেশি হয় না। একটা খ্যাপ দিয়াই জিরাইতে অয়। এত গরম জানে কুলায় (সহ্য) না।’

শুধু রিকশাচালক হাসেম উদ্দিনের নয়, প্রচÐ এই গরমে এমন আরো অনেকেরই আয় কমে গেছে। গুলিস্তানে ফলের দোকান নিয়ে বসে আছেন আমজাদ আলী। তিনি বলেন, এই প্রচÐ গরমে লোকজন রাস্তা ঘাটে অনেক কম। বেচা-বিক্রি আগের অর্ধেকে নেমে এসেছে। রোজার দিন বলে বিকেলের দিকে কিছুটা বিক্রি হয়। গরমের মধ্যে সারাদিন বসে থেকেও সে রকম ব্যবসা হয় না।

এই রিকশাচালক ও ফল বিক্রেতার মতো কৃষি ও নির্মাণ শিল্পে কায়িক শ্রমের কাজ করা শ্রমিকের স্বাস্থ্য ও সুস্থতার ওপর এমন দমবন্ধ তাপমাত্রা অনেক নেতিবাচক প্রভাব ফেলছে। অর্থাৎ সব মিলিয়ে প্রচÐ গরমে দেশের অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়ছে। শ্রমজীবি মানুষের শ্রম কমছে, কৃষিতে সেচ খরচ বাড়ছে, পোকা মাকড়ের আক্রমণ বাড়ছে। এতে ফলন কমার শঙ্কা দেখা দিচ্ছে। নির্মাণ শিল্পসহ আন্যান্য শিল্পেও উৎপাদনশীলতা কমছে। বিজ্ঞানবিষয়ক ওয়েবসাইট ফিজডট ওআরজির এক প্রতিবেদনে বলা হয়েছে, তীব্র তাপমাত্রার কারণে নির্মাণ ও কৃষি খাতে উৎপাদনশীলতা উল্লেখযোগ্য হারে কমে। আদ্রিয়ান আরশট-রকেফেলার ফাউন্ডেশন রেজিলিয়েন্স সেন্টারের গত বছর প্রকাশিত এক গবেষণায় বলা হয়, অতিরিক্ত তাপমাত্রার কারণে কেবল ঢাকাতেই ৬০০ কোটি ডলারের সমপরিমাণ শ্রম উৎপাদনশীলতা নষ্ট হয়। এটি ঢাকার মানুষের মোট বার্ষিক শ্রমক্ষমতার ৮ শতাংশ।

কয়েক দিন ধরে দেশে প্রচÐ দাবদাহ চলছে। দেশের ৯০ শতাংশ এলাকাজুড়ে দাবদাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আপাতত গরম কমার কোনো লক্ষণ নেই। বরং আগামী কয়েক দিনে তাপমাত্রা আরো বাড়তে পারে বলে পূর্বাভাস দেয়া হচ্ছে। গত শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, যা গত ৫৮ বছরের মধ্যে সর্বোচ্চ। গতকাল ঢাকার তাপমাত্রা আরো বেড়েছে। এতে ১৯৬৫ সালের পর অর্থাৎ ৫৮ বছরের মধ্যে গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। টানা কয়েকদিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হচ্ছিল চুয়াডাঙ্গায়। গতকালও জেলাটিতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। চুয়াডাঙ্গায় নগরিকদের জন্য জরুরি অবস্থা জারি করেছে স্থানীয় প্রশাসন। তীব্র গরমে দেশের বিভিন্ন স্থানে রাস্তার পিচ গলে যাচ্ছে। তীব্র গরমের কারণে রাজধানীসহ সারাদেশের মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। বেশি ভোগান্তিতে পড়েছেন মাঠ-ঘাটে কাজ করা শ্রমজীবী মানুষ। গরমের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে রোগ-ব্যাধিও।

গরমে ক্লান্ত হয়ে শ্রমজীবীরা দিনের বেশির ভাগ সময়ই ধুঁকছে। এতে কমছে কর্মঘণ্টা, কমছে আয়। রিকশাচালক, ভ্যানচালক, ঠেলাগাড়ি ওয়ালা, নির্মাণ শ্রমিক তারা আগে প্রতিদিন ১০ থেকে ১২ ঘণ্টা কাজ করতে পারতেন। কিন্তু প্রচÐ গরমের কারণে এখন তারা দিনে ৭ থেকে ৮ ঘন্টার বেশি কাজ করতে পারেন না। অনেকে আবার বেশি পরিশ্রম করে অসুস্থ হয়ে পড়েন। বিশেষ করে কল-কারখানায় যেসব শ্রমিক কাজ করেন তাদের একদিন কাজ করে আরেকদিন বিশ্রাম নিতে হচ্ছে। তা না হলে অসুস্থ হয়ে পড়ছেন।
প্রচÐ গরম তাপমাত্রা এভাবেই অর্থনীতিতেও চরম প্রভাব ফেলছে। বাংলাদেশের জিডিপিতে কৃষি, উৎপাদন, খনিজ, খনন, পরিবহন ও নির্মাণের মতো খাতের অবদান ৫০ শতাংশের বেশি। অধিকাংশ ক্ষেত্রে এসব খাতের শ্রমিকেরা উন্মুক্ত পরিবেশে কাজ করেন। তবে কী পরিমাণ শ্রমিক উন্মুক্ত পরিবেশে কাজ করেন, তার কোনো নির্ভরশীল পরিসংখ্যান নেই। কিন্তু যারা এ রকম উন্মুক্ত পরিবেশে কাজ করেন, তারা গরমের সময় তুলনামূলক কম ঘণ্টা কাজ করতে বাধ্য হন।

কৃষি স¤প্রসারণ অধিদপ্তর থেকে বলা হয়েছে, বাংলাদেশের ৪৯টি জেলার ওপর দিয়ে এখন দাবদাহ বয়ে যাচ্ছে। তীব্র তাপমাত্রার কারণে নির্মাণ ও কৃষি খাতে উৎপাদনশীলতা উল্লেখযোগ্য হারে কমে। অর্থাৎ, অবকাঠামো নির্মাণ ক্ষতিগ্রস্ত হতে পারে এবং কৃষির ফলন কমে যেতে পারে।

চলমান তাপপ্রবাহের ক্ষতি থেকে ধান রক্ষার জন্য বোরো ধানের জমিতে পর্যাপ্ত পানি ধরে রাখার পরামর্শ দিয়েছে কৃষি স¤প্রসারণ অধিদপ্তর। সংস্থাটি বলেছে, ধানের শিষে দানা শক্ত না হওয়া পর্যন্ত জমিতে অবশ্যই দুই-তিন ইঞ্চি পানি রাখতে হবে। আমগাছের গোড়ায়, লিচু গাছের গোড়ায় পর্যাপ্ত সেচ দিতে হবে। প্রয়োজনে গাছের শাখা-প্রশাখায় পানি স্প্রে করতে হবে। এই সেচের জন্য কৃষকের বাড়তি খরচ হচ্ছে। এতে তার উৎপাদন ব্যয় অনেক বেড়ে যাচ্ছে।

প্রচÐ গরমে ভুট্টা, সয়াবিন ও তুলার মতো অনেক ফসলের ফলন কমে যায়। এর ফলে কৃষক যেমন ক্ষতিগ্রস্ত হন, তেমনি উৎপাদন কমার কারণে দেশীয় কিংবা আন্তর্জাতিক বাজারে এসব পণ্যের সংকট হলে মূল্যও বৃদ্ধি পায়। এতে আবার ভোক্তাদের ব্যয়ও বৃদ্ধি পায়। পণ্য পরিবহনেও প্রচÐ তাপমাত্রা প্রভাব ফেলে। যেহেতু দেশে পর্যাপ্ত পরিমাণ কোল্ড চেইন অবকাঠামো নেই, তাই পরিবহনের সময় প্রচÐ তাপে অনেক খাদ্যপণ্য নষ্ট হয়ে যায়। এতে অনেকে প্রচুর ক্ষতির সম্মুখীন হন।

গবেষণা বলছে, বেশি গরম আবহাওয়ায় কর্মক্ষেত্রে কর্মীদের উৎপাদনশীলতা কমে যায়, এমনকি তারা যদি শীতাতপনিয়ন্ত্রিত কক্ষে বসেও কাজ করেন। এর ফলে সার্বিকভাবে অর্থনীতির প্রবৃদ্ধি কমে যায়। প্রচÐ গরম দেশের অর্থনীতিতে বিরূপ প্রভাব ফেলে এ বিষয়টি এতদিন খুব একটা গুরুত্ব পায়নি। তবে আবহাওয়া তথা জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব নিয়ে চলমান আলোচনার মধ্যে নতুন একটি গবেষণা সামনে এসেছে। এনভায়রনমেন্টাল রিসার্চ লেটার্স জার্নালে প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে, ভ্যাপসা গরম ও অতিরিক্ত আর্দ্রতাযুক্ত আবহাওয়ায় (হিউমিড হিট) শ্রম ও উৎপাদনশীলতা হারাচ্ছে বিশ্বের অনেক দেশ। সেই তালিকায় শীর্ষ পাঁচ দেশের মধ্যে রয়েছে বাংলাদেশের নাম। আবহাওয়ার এমন বিরূপ পরিস্থিতিতে প্রতিবছর বাংলাদেশ ৩২০০ কোটি কর্মঘণ্টা হারাচ্ছে। মূলত, খোলা স্থানে ভারী কাজ করা মানুষের কর্মঘণ্টা কমার বিষয়টি এ গবেষণায় উঠে এসেছে।

গবেষণায় দেখা যায়, ২০০১- ২০২০ সালে অত্যাধিক গরমে মানুষের বাইরে কাজ করা ক্রমেই কঠিন ও বিপজ্জনক হয়ে উঠছে। সর্বশেষ ২০ বছরে সারাবিশ্বে প্রতিবছর প্রায় ৬৭ হাজার ৭০০ কোটি কর্মঘণ্টা নষ্ট হয়েছে। যা আগের ২০ বছরে তুলনায় ৪০০ ঘণ্টা বেশি। টাকার অংকে এ ক্ষতির পরিমাণ প্রতিবছর ২ লাখ কোটি ডলারেরও বেশি। যার পরিমাণ করোনা মহামারির কারণে বিশ্বব্যাপী মোট আর্থিক ক্ষতির প্রায় সমান। হিউমিড হিটের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে নিম্ন অক্ষাংশের স্বল্প ও মধ্যম আয়ের দেশগুলো।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক সায়মা হক বিদিশা বলেন, হিউমিড হিট সরাসরি মানুষের স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলে। আর কর্মক্ষম মানুষের স্বাস্থ্যের সঙ্গে অর্থনীতির বড় সংযোগ রয়েছে। বাংলাদেশে শ্রমজীবী মানুষদের এ আবহাওয়া থেকে বাঁচার সুযোগ নেই। বাধ্য হয়ে তাদের কষ্ট সহ্য করতে হচ্ছে। মানুষ প্রচুর ঘামছে। সহজেই ক্লান্ত হয়ে যাচ্ছে। যার প্রভাব পড়ছে উৎপাদনশীলতায়। একে খালি চোখে ছোট বিষয় মনে হবে। তবে এখনও দেশের বেশিরভাগ কাজ ম্যানুয়্যাল লেবার বা কায়িক শ্রমের ওপর নির্ভরশীল। তাই সার্বিকভাবে এ হিউমিড হিট দেশের গোটা অর্থনীতিতে বড় প্রভাব ফেলে।

বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম ইনকিলাবকে বলেন, গরমের কারণে অর্থনৈতিক ক্ষতির বিষয়টা আমাদের জন্য এক নতুন উপলব্ধি হয়ে আসছে। আমরা অর্থনৈতিক উন্নতির জন্য নগরায়ণ ও শিল্পায়ন করছি। কিন্তু এসব উন্নয়নকাজ অধিকাংশ ক্ষেত্রে পরিবেশ সুরক্ষার দিকটি উপেক্ষা করে করা হয়। এর ফলে এখন দেখা যাচ্ছে, যে পরিমাণ উন্নতি হচ্ছে, তার একটি অংশ উল্টো অর্থনৈতিক ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে। এ অবস্থায় ক্ষতি কমিয়ে আনতে পরিবেশবান্ধব শিল্পায়নের ওপর জোর দিতে হবে।

 প্রধানমন্ত্রী ৫০ মডেল মসজিদ উদ্বোধন করবেন আজ
চতুর্থ পর্যায়ে আরও ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র আজ সোমবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল ১০টায় প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চ্যুয়ালি সংযুক্ত হয়ে ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র ও মডেল মসজিদ উদ্বোধন করবেন বলে ধর্মবিষয়ক মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়। গতকাল রোববার অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী ফরিদুল হক খান তিনি এ তথ্য জানান।
দেশের প্রতিটি জেলা ও উপজেলায় ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র ও মডেল মসজিদ স্থাপন করতে ৯ হাজার ৪৩৫ কোটি টাকার একটি প্রকল্প ২০১৭ সালে হাতে নেয় সরকার। ‘প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে মোট ৫৬৪টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন’ শীর্ষক (২য় সংশোধিত) প্রকল্পটির মেয়াদ ২০২৪ সালের জুন পর্যন্ত। ইতোমধ্যে ২০২১ সালের ৭ ডিসেম্বর প্রথম পর্যায়, ২০২৩ সালের ১৬ জানুয়ারি দ্বিতীয় পর্যায় এবং ২০২৩ সালের ১৬ মার্চে তৃতীয় পর্যায়ে ৫০টি করে মোট ১৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করা হয়েছে।

মন্ত্রণালয় জানায়, ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র ও মডেল মসজিদ দেশের প্রতিটি জেলায় ও উপজেলায় স্থাপন করতে নয় হাজার ৪৩৫ কোটি টাকার একটি প্রকল্প ২০১৭ সালে গ্রহণ করে সরকার।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মূল ভবন মঙ্গলবার উদ্বোধন করবেন প্রধান বিচারপতি
‘জুলাই ঘোষণাপত্র’ নিয়ে দেশব্যাপী ৬ দিনের কর্মসূচি ঘোষণা
ওবায়দুল কাদের ও তার ভাই এ জনপদকে সন্ত্রাসের জনপদ বানিয়েছিল-ফখরুল ইসলাম
ভারতে যাচ্ছেন আরও ৫০ বিচারক
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে নতুন বার্তা
আরও

আরও পড়ুন

তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসে ব্যাপক অনিয়মের অভিযোগ

তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসে ব্যাপক অনিয়মের অভিযোগ

ফরিদপুরে সাংবাদিকের 'বাবা-মা' সহ তিনজনকে কুঁপিয়ে জখম

ফরিদপুরে সাংবাদিকের 'বাবা-মা' সহ তিনজনকে কুঁপিয়ে জখম

সেনা নয়, পিটিআই শুধুমাত্র সরকারের সাথে কথা বলছে: ব্যারিস্টার গহর

সেনা নয়, পিটিআই শুধুমাত্র সরকারের সাথে কথা বলছে: ব্যারিস্টার গহর

প্রায় ১৪ লাখ টন খাদ্য উদ্বৃত্ত বরিশালের দিগন্ত বিস্তৃত ফসলের মাঠে মাঠে আমন কাটার ধুম চলছে

প্রায় ১৪ লাখ টন খাদ্য উদ্বৃত্ত বরিশালের দিগন্ত বিস্তৃত ফসলের মাঠে মাঠে আমন কাটার ধুম চলছে

ফেনীতে হত্যা মামলার আসামী তাঁতীলীগ নেতার বিরুদ্ধে বালু লুটের অভিযোগ

ফেনীতে হত্যা মামলার আসামী তাঁতীলীগ নেতার বিরুদ্ধে বালু লুটের অভিযোগ

মির্জাপুর উপজেলা জামায়াতের সেক্রেটারির মায়ের ইন্তেকাল

মির্জাপুর উপজেলা জামায়াতের সেক্রেটারির মায়ের ইন্তেকাল

সিরিয়ার নেতার সঙ্গে ফরাসি ও জার্মান পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

সিরিয়ার নেতার সঙ্গে ফরাসি ও জার্মান পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

মতলবে ২শতাধিক দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীর মাঝে মজুমদার ফাউন্ডেশনের বৃত্তি প্রদান

মতলবে ২শতাধিক দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীর মাঝে মজুমদার ফাউন্ডেশনের বৃত্তি প্রদান

ভৈরবে মধু সংগ্রহে ব্যস্ত খামারি মৌয়ালরা

ভৈরবে মধু সংগ্রহে ব্যস্ত খামারি মৌয়ালরা

নোয়াখালীতে টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পেল ২৫ শিশু-কিশোর

নোয়াখালীতে টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পেল ২৫ শিশু-কিশোর

আদমদীঘিতে সবজির বাজারে ধস কৃষকের কপালে পরেছে দুশ্চিন্তার ভাঁজ

আদমদীঘিতে সবজির বাজারে ধস কৃষকের কপালে পরেছে দুশ্চিন্তার ভাঁজ

সরে দাঁড়ানো মানে অবসর নয়: রোহিত

সরে দাঁড়ানো মানে অবসর নয়: রোহিত

জাতীয় সমবায় ইউনিয়নের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন শেখ

জাতীয় সমবায় ইউনিয়নের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন শেখ

চট্টগ্রামে মাসব্যাপী ফুল উৎসব শুরু

চট্টগ্রামে মাসব্যাপী ফুল উৎসব শুরু

স্বাধীনতা দিবস উপলক্ষে ১৮০ বিদেশিসহ ছয় হাজার বন্দীকে মুক্তি দিচ্ছে মিয়ানমার

স্বাধীনতা দিবস উপলক্ষে ১৮০ বিদেশিসহ ছয় হাজার বন্দীকে মুক্তি দিচ্ছে মিয়ানমার

শ্রীপুরে মাদক ব্যবসায়ী মায়ের সাথে জেলে গেল ৭ মাসের শিশু সাওদা

শ্রীপুরে মাদক ব্যবসায়ী মায়ের সাথে জেলে গেল ৭ মাসের শিশু সাওদা

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মূল ভবন মঙ্গলবার উদ্বোধন করবেন প্রধান বিচারপতি

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মূল ভবন মঙ্গলবার উদ্বোধন করবেন প্রধান বিচারপতি

রূপপুরে ভবন থেকে লাফিয়ে রুশ নারীর মৃত্যু

রূপপুরে ভবন থেকে লাফিয়ে রুশ নারীর মৃত্যু

সিডনিতে বোলারদের দিনে বুমরাহকে নিয়ে শঙ্কা

সিডনিতে বোলারদের দিনে বুমরাহকে নিয়ে শঙ্কা

নববর্ষের আকাশে চাঁদ ও শুক্রগ্রহের মুগ্ধকর দৃশ্য

নববর্ষের আকাশে চাঁদ ও শুক্রগ্রহের মুগ্ধকর দৃশ্য