ঢাকা   রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪ | ২৪ ভাদ্র ১৪৩১
কেন বাংলাদেশের ওপর দিয়ে ট্রানজিট ও করিডোর সুবিধা দান :: কোন রুট দিয়ে ভারতের কত সাশ্রয়Ñ কী রিপোর্ট ছিল ট্যারিফ কমিশন কোর কমিটির

ভারতের লাভ চার গুণ

Daily Inqilab শফিউল আলম

২০ মে ২০২৩, ১১:২২ পিএম | আপডেট: ২১ মে ২০২৩, ১২:০১ এএম

ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সাতটি রাজ্যে বাংলাদেশের ওপর দিয়ে মালামাল পরিবহনের টার্গেট, প্রত্যাশা, আবদার-অভিলাষ প্রতিবেশী দেশটির দীর্ঘদিনের। আর এ নিয়ে এপিঠ-ওপিঠ আলোচনা-সমালোচনা, বিতর্ক, অতীতে রাজনীতির মাঠ গরমও হয়েছে বিস্তর। ‘দি সেভেন সিস্টার্স’ হিসেবে পরিচিত ভারতের ৭টি রাজ্য হচ্ছেÑ আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, অরুণাচল, নাগাল্যান্ড ও মণিপুর। এর সঙ্গে ও পাশাপাশি অবস্থানে আছে সিকিম এবং শিলিগুড়ি অঞ্চলসহ পশ্চিমবঙ্গের একাংশ। ভারতের বিরাট এ অঞ্চলটি দেশটির প্রধান ভূখ- থেকে প্রায় যোগাযোগ বিচ্ছিন্ন, দুর্গম, বন্দর-সুবিধা বঞ্চিত ও ভূমি-পরিবেষ্টিত (ল্যান্ড লক্ড)। এককালে কোন কোন রাজ্য ছিল সশস্ত্র বিদ্রোহী ও বিচ্ছিন্নতাবাদী কবলিত। তাছাড়া জনসাধারণে জীবনমান অনেক ক্ষেত্রেই তুলনামূলক অনুন্নত।

ভারতের আশু লক্ষ্য হল, দেশটির মূল অংশের সাথে সহজ যোগাযোগ স্থাপন এবং ওইসব অঞ্চলে মালামাল আনা-নেয়া দ্রুতায়িত ও সহজতর করা। সেই সাথে প্রতিবেশী কোন দেশকে রফতানি বাজার সুবিধা ও প্রবেশের সুযোগ না দিয়েই, ভারতের পণ্যসামগ্রী ওই অঞ্চলে সহজলভ্য করা। এর মাধ্যমে উত্তর-পূর্বাঞ্চলের জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন। সব মিলিয়ে, গুছিয়ে ও সমন্বিতভাবে পরিকল্পনা নিয়েই এ বিষয়ে অগ্রসর হচ্ছে ভারত।

এদিকে ভারতের মূল শহর-নগর-বন্দরগুলোর সঙ্গে যোগাযোগ এবং পণ্যসামগ্রী পরিবহনের জন্য বর্তমানে দীর্ঘ ঘুরপথে এক হাজার ৭ শ’ কিলোমিটার দূরত্ব পাড়ি দিতে হয়। তাতে ৫ থেকে ৮ দিন সময় লাগছে। এ ছাড়াও আছে নানা ধরনের বাধা-বিপত্তি। যেমনÑ ত্রিপুরার রাজধানী আগরতলার সাথে কলকাতার দূরত্ব এক হাজার ৬৮০ কি.মি। অথচ চট্টগ্রাম বন্দর থেকে আগরতলার দূরত্ব মাত্র ২৪৮ কি.মি.। ট্রানজিটের প্রক্রিয়াধীন রামগড় স্থলবন্দর চালু হলে ত্রিপুরার দূরত্ব হবে মাত্র ৮০ কি.মি.।

মেঘালয়ের রাজধানী শিলংয়ের সঙ্গে কলকাতার দূরত্ব এক হাজার ১৫০ কি.মি. হলেও মাত্র ৫৭০ কি.মি. দূরত্বে অবস্থিত চট্টগ্রাম বন্দর। মিজোরামের রাজধানী আইজল ও চট্টগ্রাম বন্দরের দূরত্ব ৬৫৫ কি.মি.। কিন্তু কলকাতার দূরত্ব এক হাজার ৫৫০ কি.মি.। নাগাল্যান্ডের রাজধানী কোহিমার সঙ্গে চট্টগ্রাম বন্দরের দূরত্ব ৮৮০ কি.মি. কলকাতার দূরত্ব এক হাজার ৪৫০ কি.মি.।

কলকাতা থেকে উত্তর-পূর্ব ভারতের অন্যান্য রাজ্যের দূরত্বও চট্টগ্রাম বন্দরের তুলনায় গড়ে চার গুণেরও বেশি। উত্তর-পূর্বাঞ্চলীয় সাত রাজ্যে এখন কলকাতা কিংবা চেন্নাই সমুদ্রবন্দর থেকে ফিডার জাহাজে করে ভারতকে পণ্য পরিবহন করতে হয়। এতে করে ভারত সরকার ও ব্যবসায়ীদের সময় ও অর্থ ব্যয় উভয়ই বেশিই হচ্ছে। ওই অঞ্চলের জনগণকে বাড়তি দামে জিনিসপত্র কিনতে হয়।

অন্যদিকে বাংলাদেশের ওপর দিয়ে ৭টি রাজ্যের প্রত্যন্ত এলাকায় পণ্য পরিবহনে ট্রানজিট-করিডোর সুবিধা কাজে লাগিয়ে আগের তুলনায় ভারতের খরচ কমে যাবে চার গুণ পর্যন্ত। খরচ নেমে আসবে মাত্র ১৫ থেকে ৩০ শতাংশের মধ্যে। ভারতের সাথে বাংলাদেশের ট্রানজিট চুক্তিটি ১৩ বছর পর পূর্ণাঙ্গ কার্যকর করে গত ২৪ এপ্রিল জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মাধ্যমে সরকার জারি করেছে স্থায়ী আদেশ (এসআরও)।

সেই অনুযায়ী চট্টগ্রাম সমুদ্রবন্দর ও মোংলা বন্দর ব্যবহার করে ভারতের পণ্য আনা-নেয়ার জন্য বাংলাদেশ ও ভারতের চারটি স্থলবন্দর হয়ে ১৬টি রুট বা ট্রানজিটের করিডোর নির্ধারণ করা হয়েছে। এসব রুট ব্যবহার করে উত্তর-পূর্বাঞ্চলীয় ৭টি রাজ্যে পণ্য পরিবহন করলে ভারতের ব্যয় ও সময় বেঁচে যাবে রুট বা করিডোর-ভেদে সর্বোচ্চ ৪০০ শতাংশ বা চার গুণ পর্যন্ত। এই সুবাদে ভারতের ব্যাপক সময় ও অর্থ সাশ্রয় হবে। মোটের উপর ভারতের বাম্পার লাভের লাভ হবে চার গুণ!

ইতোপূর্বে ট্যারিফ কমিশনের কোর কমিটি ট্রানজিটের জন্য ১৩টি সম্ভাব্য রুট বা করিডোর চিহ্নিত করে। এসব রুট দিয়ে ভারতের উত্তর-পূর্বাঞ্চলে পণ্য আনা-নেয়ায় ভারতের ব্যয় কমবে অর্ধেকেরও বেশি। কোর কমিটি ট্রানজিট-করিডোর ব্যবস্থায় কোন রুট দিয়ে ভারতের পণ্য আনা-নেয়ায় কত সাশ্রয় হবে এ ব্যাপারে ধারণা দিয়েছে। এতে তামাবিল-চট্টগ্রাম দিয়ে ১২ শতাংশ, আখাউড়া-চট্টগ্রামে ৭০ শতাংশ, আখাউড়া-বেনাপোলে ৪৮ শতাংশ, সুতারকান্দি-বেনাপোলে ৩৩ শতাংশ, সুতারকান্দি-চট্টগ্রামে ৫৩ শতাংশ, বাংলাবান্ধা-মোংলা ২৯ শতাংশ, বুড়িমারী-মোংলা ১২ শতাংশ, শাহবাজপুর-চট্টগ্রামে ৬৭ শতাংশ, আখাউড়া-দর্শনা ৭০ শতাংশ, রায়মঙ্গল-আশুগঞ্জে ৫০ শতাংশ, শাহবাজপুর-দর্শনা রুটে ট্রানজিট-করিডোর সুবিধা পেলে ভারতের সাশ্রয় হবে ৫৭ শতাংশ খরচ।

অবশেষে চট্টগ্রাম সমুদ্রবন্দর ও মোংলা বন্দর, বাংলাদেশ ও ভারতের ৪টি স্থলবন্দর হয়ে ১৬টি রুট (করিডোর) দিয়ে ট্রানজিটের কার্য-সম্পাদন প্রক্রিয়া চূড়ান্ত অনুমোদন ও তা কার্যকর হয়েছে। সে অনুযায়ী ভারতের বৈধ যে কোন পণ্যের চালান সমুদ্রপথে মোংলা এবং চট্টগ্রাম বন্দরে খালাস হবে। সেসব পণ্য বাংলাদেশের সড়কপথ ও পরিবহন যান ব্যবহার করে চারটি স্থলবন্দর হয়ে ভারতে যাবে অথবা ভারত থেকে আসবে। এই ৪টি স্থলবন্দর রুট বা করিডোর হলো, সিলেটে তামাবিল-ডাউকি ও শেওলা-সুতারকান্দি, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া-আগরতলা এবং কুমিল্লার বিবিরবাজার-শ্রীমন্তপুর।

এনবিআরের সাম্প্রতিক স্থায়ী আদেশ অনুযায়ী ভারতীয় মালামালের চালান বাংলাদেশের ভেতর দিয়ে চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহার করে ৮টি রুট বা পথে (অর্থাৎ করিডোর সুবিধায়) বাংলাদেশের ভেতর দিয়ে স্থলবন্দর হয়ে ভারতে আনা-নেয়া করা যাবে। এই ৮টি রুট হচ্ছেÑ চট্টগ্রাম বন্দর-আখাউড়া-আগরতলা, মোংলা বন্দর-আখাউড়া-আগরতলা, চট্টগ্রাম বন্দর-তামাবিল ডাউকি, মোংলা বন্দর-তামাবিল-ডাউকি, চট্টগ্রাম বন্দর-শেওলা-সুতারকান্দি, মোংলা বন্দর-শেওলা-সুতারকান্দি, চট্টগ্রাম বন্দর-বিবিরবাজার-শ্রীমন্তপুর এবং মোংলা বন্দর-বিবিরবাজার-শ্রীমন্তপুর। আবার বিপরীত দিক থেকেও বাংলাদেশের ভেতর দিয়ে করিডোর বা রুটগুলো (আটটি) হয়ে ভারতের পণ্য যাবে ভারতেই। #


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

গোল উৎসবে নেশন্স কাপে উড়ন্ত সূচনা জার্মানির

গোল উৎসবে নেশন্স কাপে উড়ন্ত সূচনা জার্মানির

জয়ে ইংল্যান্ডের সাউথগেট-পরবর্তী অধ্যায় শুরু

জয়ে ইংল্যান্ডের সাউথগেট-পরবর্তী অধ্যায় শুরু

পোপের ১৫৪ রানের পরেও ইংল্যান্ডের ৩২৫,কামিন্দু-সিলভায় লংকানদের লড়াই

পোপের ১৫৪ রানের পরেও ইংল্যান্ডের ৩২৫,কামিন্দু-সিলভায় লংকানদের লড়াই

স্কটল্যান্ডকে হোয়াইটওয়াশ করলো অস্ট্রেলিয়া

স্কটল্যান্ডকে হোয়াইটওয়াশ করলো অস্ট্রেলিয়া

মানিকগঞ্জে ইছামতী নদীতে থেকে মরদেহ উদ্ধার

মানিকগঞ্জে ইছামতী নদীতে থেকে মরদেহ উদ্ধার

‌'শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের কঠাগড়ায় দাঁড় করাতে হবে'

‌'শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের কঠাগড়ায় দাঁড় করাতে হবে'

শেষ ম্যাচও জিততে চায় বাংলাদেশ

শেষ ম্যাচও জিততে চায় বাংলাদেশ

সব ষড়যন্ত্র মোকাবিলায় জামায়াতকে পাহারাদারের ভূমিকা পালন করতে হবে

সব ষড়যন্ত্র মোকাবিলায় জামায়াতকে পাহারাদারের ভূমিকা পালন করতে হবে

আইওসির কোচিং কোর্সে বাংলাদেশের মাহফিজুল

আইওসির কোচিং কোর্সে বাংলাদেশের মাহফিজুল

নাটোরে পৌরসভার পরিচ্ছন্নতা সপ্তাহ শুরু

নাটোরে পৌরসভার পরিচ্ছন্নতা সপ্তাহ শুরু

পটিয়ায় জশনে জুলুসে ঈদে মিলাদ্ন্নুবী অনুষ্ঠিত

পটিয়ায় জশনে জুলুসে ঈদে মিলাদ্ন্নুবী অনুষ্ঠিত

মীরসরাইয়ে কমছে পানি তীব্র হচ্ছে নদীভাঙন

মীরসরাইয়ে কমছে পানি তীব্র হচ্ছে নদীভাঙন

বিএনপিতে কোনো সন্ত্রাসী চাঁদাবাজের ঠাঁই হবে না

বিএনপিতে কোনো সন্ত্রাসী চাঁদাবাজের ঠাঁই হবে না

নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়াই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব

নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়াই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব

নেমে গেছে বানের পানি স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন

নেমে গেছে বানের পানি স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন

সভাপতি শওকত সম্পাদক মানিক

সভাপতি শওকত সম্পাদক মানিক

সংযোগ সড়ক ভেঙে দুর্ভোগে ৬ গ্রামবাসী

সংযোগ সড়ক ভেঙে দুর্ভোগে ৬ গ্রামবাসী

বাড়িভিটা হারিয়ে দিশেহারা তিস্তা পাড়ের মানুষ

বাড়িভিটা হারিয়ে দিশেহারা তিস্তা পাড়ের মানুষ

ভয়াবহ বন্যায় কৃষি মৎস্য ও প্রাণিসম্পদের সর্বনাশ

ভয়াবহ বন্যায় কৃষি মৎস্য ও প্রাণিসম্পদের সর্বনাশ

মাদরাসা শিক্ষার সংস্কার : একটি পর্যালোচনা

মাদরাসা শিক্ষার সংস্কার : একটি পর্যালোচনা