৪৪২০৫ জন ডেঙ্গু আক্রান্ত সাত মাসে, মৃত্যু ২২৯
২৮ জুলাই ২০২৩, ১১:২৪ পিএম | আপডেট: ২৯ জুলাই ২০২৩, ১২:০১ এএম
ডেঙ্গু আক্রান্তের তালিকা প্রতিদিন বড় হচ্ছে। এডিস মশা বাহিত এই রোগের আক্রান্ত ও মৃত্যের সংখ্যা বাড়ছে। রাজধানী ঢাকার হাসপাতালগুলোতে মিনিটে মিনিটে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী আসছে। হিমশিম খাচ্ছে সরকারি হাসপাতালগুলো। বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলো চুটিয়ে ব্যবসা করছে। সরকার ডেঙ্গু পরীক্ষা ৫০ টাকা নির্ধারণ করলেও ক্লিনিকগুলোতে সর্বনি¤œ ৪শ সর্বোচ্চ এক হাজার টাকা করে নেয়া হচ্ছে। স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, ডেঙ্গু নিধণের কাজ স্বাস্থ্য মন্ত্রণালয়ের নয়। অন্যদিকে ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এডিস মশা নিধনের চেয়ে বাসাবাড়িতে এডিসের লার্ভা খুঁজে জরিমানার প্রতি জোর দিয়েছে। ফলে ডেঙ্গুর হাত থেকে পরিত্রাণ মিলছে না।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় ৪ জনের প্রাণহানি ঘটেছে। জুলাই মাসের ২৮ দিনে ১৮২ জনের মৃত্যু এবং হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা পৌঁছেছে ৩৬ হাজার ২২৭ জনে। চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২২৯ জনে। এর মধ্যে নারী ১২৭ জন এবং পুরুষ ১০২ জন মারা গেছেন। মোট মৃত্যুর মধ্যে ঢাকার বাইরে মারা গেছেন ৫০ জন এবং রাজধানীতে ১৭৯ জন। গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৫০৩ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আগের দিন এই সংখ্যা ছিল ২ হাজার ৩৬১ জন। তবে গতকাল শুক্রবার ছুটি থাকায় সরকারি একটিসহ মোট ২৫টি হাসপাতাল ডেঙ্গু রোগীর তথ্য স্বাস্থ্য অধিদপ্তরে প্রেরণ করেনি।
সারা দেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ১ হাজার ৫০৩ জনের মধ্যে রাজধানী ঢাকার বাসিন্দা ৯০৭ জন এবং ঢাকার বাইরে ৫৯৬ জন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন ১ হাজার ৫০৩ জনসহ বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ৬৭৬ জনে। ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৪ হাজার ৮৭০ জন এবং ঢাকার বাইরে ৩ হাজার ৮০৬ জন। চলতি বছরের এ পর্যন্ত ৪৪ হাজার ২০৫ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ভর্তি রোগীর মধ্যে পুরুষ আক্রান্ত ২৮ হাজার ২৩৯ জন এবং নারী ১৫ হাজার ৯৬৬ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৫ হাজার ৩০০ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, চলতি বছরের জানুয়ারি মাসে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৬৬ জন এবং মারা গেছেন ৬ জন। ফেব্রুয়ারি মাসে আক্রান্ত ১৬৬ জন এবং মারা গেছেন ৩ জন, মার্চে ভর্তি রোগীর সংখ্যা ১১১ জন এবং এপ্রিলে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪৩ জন এবং মারা গেছেন ২ জন। মে মাসে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩৬ জন এবং মারা গেছেন ২ জন। জুন মাসে ৫ হাজার ৯৫৬ জন এবং মারা গেছেন ৩৪ জন। জুলাই মাসের ২৭ দিনে শনাক্ত ৩৬ হাজার ২২৭ জন এবং মারা গেছেন ১৮২ জন। তবে বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু আক্রান্তের সংখ্যা আরো বেশি হবে। কারণ অনেক ডেঙ্গু রোগী বাসায় থেকে চিকিৎসা নেন, তাদের হিসাব স্বাস্থ্য অধিদপ্তরের কাছে নেই। রাজধানীর বিভিন্ন পাড়া মহল্লায় গড়ে উঠা ক্লিনিক ও হাসপাতালে হাজার হাজার ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী চিকিৎসা নিচ্ছেন। অসংখ্য ডেঙ্গু পজেটিভ রোগী ডাক্তারদের পরামর্শে বাসায় চিকিৎসা নিচ্ছেন।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
বিরল উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
সড়ক দুর্ঘটনায় নিহত- ১
কামালপুর সড়কের ব্রিজ ভেঙ্গে মরণফাঁদ চরম দুর্ভোগে পথচারীরা
মেয়েদের ক্রিকেটে যুক্ত হলো যেসব সুযোগ-সুবিধা
বাড়ছে শীতের প্রকোপ, সাধারণের স্বাস্থ্য সুরক্ষায় করণীয়
জকিগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার অভিযোগে যুবলীগ নেতা গ্রেফতার
খালিশপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশন দ্বি-বার্ষিক সম্মেলন
যুব এশিয়া কাপজয়ীরা পাচ্ছেন আর্থিক পুরস্কার
আদমদিঘীতে বিএনপি কার্যালয় উদ্বোধন
রোহিঙ্গা অনুপ্রবেশ নিয়ে যা জানালেন পররাষ্ট্র উপদেষ্টা
গোপালগঞ্জে বিএনপির বহিস্কৃত ও আ. লীগ কর্মীদের নিয়ে বিএনপির ২ জেলা কার্যালয়
কালীগঞ্জে ভাইরাল চিতাবাঘ হত্যার ঘটনায় দুইজন গ্রেপ্তার বন বিভাগ ও প্রশাসনে তোলপাড়
আশুলিয়ায় স্ট্যান্ডে চাঁদার দাবীতে হামলার অভিযোগ; আহত-১৩
সউদী আরবে সন্ত্রাসী কার্যকলাপের জন্য দুই নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর
শুটিংয়ে গিয়ে আপত্তিকর আচরণ করায় নির্মাতার বিরুদ্ধে যৌন হয়রানির মামলা
সালাম মুর্শেদীর ৪ মামলার জামিন নামঞ্জুর
সম্প্রীতির জন্য রাখাইন রাজ্যে টেকসই রোহিঙ্গা প্রত্যাবাসন অপরিহার্য: পররাষ্ট্র উপদেষ্টা
গবিসাসের নতুন সভাপতি সানজিদা, সম্পাদক ইভা
গাজীপুরের শ্রীপুরে কারখানার গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট
খুবির উৎকর্ষ সাধনে পাশে থাকবে ইরান