ত্যাগ চাই মর্সিয়া ক্রন্দন চাহি না
২৮ জুলাই ২০২৩, ১১:৩৪ পিএম | আপডেট: ২৯ জুলাই ২০২৩, ১২:০১ এএম
আরবি ইসলামী বর্ষপঞ্জির প্রথম মাস আল মুহাররাম। বছরের বারোটি মাসের মধ্যে মুহাররাম মাসটি এক অনন্য ও বিশেষ মর্যাদার অধিকারী। এই মাসের ত্রিশ দিনের মধ্যে দশম তারিখটি ‘আশুরা’ নামে খ্যাত। কালের খাতায় ইতিহাসের পাতায় আশুরা এমন একটি দিন, যাতে মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের অসংখ্য কুদরত ও সামর্থের জ্বলন্ত নিদর্শনসমূহ প্রতিভাত হয়েছে। এই মাসের প্রথম তারিখটি বছরের প্রারম্ভ বলে খ্যাত। তাছাড়া নিম্নলিখিত ঘটনা প্রবাহ আশুরার দিনেই সংঘটিত হয়েছিল। যেমন:১. হযরত আদম (আ:) জান্নাত হতে অবতারিত হওয়ার পর পৃথিবীতে আমল করে বহু কাল পর্যন্ত আল্লাহ তায়ালার দরবারে স্বীয় তাওবাহ কবুলের জন্য ফরিয়াদ করতে থাকেন। পরিশেষে আশুরার দিনেই আল্লাহপাক তাঁর তাওবাহ কবুল করেছিলেন।
২. হযরত নূহ (আ:) নয় শত বছরেরও অধিক কাল দুনিয়ার মানুষের কাছে আল্লাহ তায়ালার হেদায়েতের বাণী পৌঁছিয়ে ছিলেন। কিন্তু তৎকালের মানুষ তাঁর সদুপদেশ গ্রহণ না করে আল্লাহ ও নবী দ্রোহীতায় আষ্টেপৃষ্ঠে জড়িয়ে পড়ে। ফলে, দুনিয়াজুড়ে আল্লাহর গজব মহা প্লাবন নেমে আসে। হযরত নূহ (আ:) সঙ্গী, সাথী ও প্রত্যেক প্রাণীর এক জোড়া করে সাথে নিয়ে জাহাজে আরোহণ করেন। প্লাবন শেষে আশুরার দিনে তাঁর জাহাজটি জুদী পর্বতে স্থির হয়েছিল।
৩. আল্লাহদ্রোহী ফেরাউন বনী ই¯্রাঈলের বারটি গোত্রের লোকজনের ওপর অকথ্য জুলুম ও নির্যাতন চালিয়ে ছিল। তাদেরকে উদ্ধারের লক্ষ্যে আল্লাহ তায়ালা হযরত মূসা (আ:) কে প্রেরণ করে ছিলেন। আশুরার দিনেই হযরত মূসা (আ:) ও বনী ই¯্রাঈলের সদস্যগণ লোহিত সাগর অতিক্রম করে ফেরাউনের অত্যাচার ও নিগ্রহের কবল হতে মুক্তি লাভ করেন। অপরদিকে ফেরাউন ও তার দলবল লোহিত সাগরে নিমজ্জিত হয়ে চিরতরে ধ্বংসপ্রাপ্ত হয়।
৪. হযরত ইউনুস (আ:) কে ঘটনাক্রমে পানিতে ফেলে দিলে একটি মাছ তাঁকে গিলে ফেলে ছিল। তিনি আশুরার দিনেই মাছের পেট থেকে মুক্তি লাভ করেছিলেন।৫. আশুরার দিনেই হযরত ইব্রাহীম (আ:) জন্ম গ্রহণ করেছিলেন এবং এদিনেই তিনি নমরূদের অগ্নিকু- থেকে মুক্তিলাভ করেছিলেন।
৬. এই দিনেই হযরত ইয়াকুব (আ:) দীর্ঘ সময় অন্ধ থাকার পর দৃষ্টি শক্তি ফিরে পেয়েছিলেন।৭. আশুরার দিনেই হযরত সুলায়মান (আ:) কে উচ্চ মর্যাদাসম্পন্ন রাজত্ব দান করা হয়েছিল।৮. এই দিনেই পৃথিবীতে সর্বপ্রথম আসমান হতে বৃষ্টি বর্ষিত হয়েছিল এবং আরশ, কুরসী, আসমান, জমিন, চন্দ্র সূর্য, গ্রহ-তারকা ও জান্নাত এ দিনেই সৃষ্টি করা হয়েছিল।৯. আশুরার দিনেই হযরত ঈসা (আ:) জন্ম গ্রহণ করেন এবং এ দিনেই তাঁকে আকাশে উঠিয়ে নেয়া হয়েছে।১০. আশুরার দিন পূর্ববর্তী নবী ও রাসূলগণ রোজা রাখতেন। রমজানের রোজা ফরজ হওয়ার পূর্বে উম্মতে মোহাম্মাদীর ওপরও আশুরার রোজা ফরজ ছিল। রমজানের রোজা ফরজ হওয়ার পর তা নফল রোজায় পর্যবসিত হয়েছে। রাসূলুল্লাহ (সা:) আশুরার দিন রোজা রেখেছেন এবং একদিন সংযোগ করে রোজা রাখার কথাও তিনি বলেছেন।
১১. এই দিনেই রাসূলুল্লাহ (সা:)-এর প্রাণ প্রিয় দৌহিত্র সাইয়্যেদে শাবাব আহলে জান্নাত হযরত ইমাম হুসাইন (রা:) কারবালা প্রান্তরে শাহাদাতের মর্যাদা লাভ করেছিলেন।অতএব আশুরার দিন মুসলমানদের উচিত আল্লাহর কাছে তাওবাহ ও এস্তেগফারসহ বেশি বেশি মাগফেরাত কামনা করা এবং পরকালে মুক্তি ও নিষ্কৃতির আবেদন কায়মনে পেশ করা। কারণ, পরকালীন মুক্তিই হলো প্রকৃত সফলতা। মহান আল্লাহপাক আমাদেরকে সে সাফল্য দান করুন, আমীন!
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
সড়ক দুর্ঘটনায় নিহত- ১
কামালপুর সড়কের ব্রিজ ভেঙ্গে মরণফাঁদ চরম দুর্ভোগে পথচারীরা
মেয়েদের ক্রিকেটে যুক্ত হলো যেসব সুযোগ-সুবিধা
বাড়ছে শীতের প্রকোপ, সাধারণের স্বাস্থ্য সুরক্ষায় করণীয়
জকিগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার অভিযোগে যুবলীগ নেতা গ্রেফতার
খালিশপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশন দ্বি-বার্ষিক সম্মেলন
যুব এশিয়া কাপজয়ীরা পাচ্ছেন আর্থিক পুরস্কার
আদমদিঘীতে বিএনপি কার্যালয় উদ্বোধন
রোহিঙ্গা অনুপ্রবেশ নিয়ে যা জানালেন পররাষ্ট্র উপদেষ্টা
গোপালগঞ্জে বিএনপির বহিস্কৃত ও আ. লীগ কর্মীদের নিয়ে বিএনপির ২ জেলা কার্যালয়
কালীগঞ্জে ভাইরাল চিতাবাঘ হত্যার ঘটনায় দুইজন গ্রেপ্তার বন বিভাগ ও প্রশাসনে তোলপাড়
আশুলিয়ায় স্ট্যান্ডে চাঁদার দাবীতে হামলার অভিযোগ; আহত-১৩
সউদী আরবে সন্ত্রাসী কার্যকলাপের জন্য দুই নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর
শুটিংয়ে গিয়ে আপত্তিকর আচরণ করায় নির্মাতার বিরুদ্ধে যৌন হয়রানির মামলা
সালাম মুর্শেদীর ৪ মামলার জামিন নামঞ্জুর
সম্প্রীতির জন্য রাখাইন রাজ্যে টেকসই রোহিঙ্গা প্রত্যাবাসন অপরিহার্য: পররাষ্ট্র উপদেষ্টা
গবিসাসের নতুন সভাপতি সানজিদা, সম্পাদক ইভা
গাজীপুরের শ্রীপুরে কারখানার গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট
খুবির উৎকর্ষ সাধনে পাশে থাকবে ইরান
বঙ্গবন্ধু রেলসেতুর নাম বদলে হলো ‘যমুনা রেলসেতু’