শতাধিক কর্মকর্তা সচিব পদে নিয়োগ পাচ্ছেন
১১ ডিসেম্বর ২০২৪, ১২:০১ এএম | আপডেট: ১১ ডিসেম্বর ২০২৪, ১২:০১ এএম
পতিত ফ্যাসিষ্ট হাসিনা সরকারের আমলে রাজনৈতিক কারণে বঞ্চিত কর্মকর্তাদের ভূতাপেক্ষ পদোন্নতি ও আর্থিক ক্ষতিপূরণের সুপারিশ করে প্রতিবেদন জমা দিয়েছে সরকার কর্তৃক গঠিত পর্যালোচনা (রিভিউ) কমিটি। ৭৬৪ জনের পদোন্নতির সুপারিশ করেছে রিভিউ কমিটি। পদোন্নতিবঞ্চিতসহ নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়ে অবসরে যাওয়া শতাধিক কর্মকর্তাকে সচিব পদমর্যাদা দেওয়ার সুপারিশ করা হয়েছে। এ ধরনের প্রায় এক হাজার কর্মকর্তাকে দেওয়া হবে অতিরিক্ত সচিব পদমর্যাদা। এছাড়া আরও প্রায় চারশজনকে দেওয়া হবে যুগ্ম সচিব পদমর্যাদা। অপমান, অপদস্থ এবং আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত এসব কর্মকর্তা বিপুল পরিমাণ আর্থিক সুবিধাও পাবেন। ২০০৯ সালের ১ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৪ আগস্ট পর্যন্ত যেসব কর্মকর্তা পদদোন্নতিসহ নানা ভাবে হয়রানি ও বঞ্চনার শিকার হয়ে অবসরে গেছেন তাদের ক্ষতি পুষিয়ে দিতে গঠিত কমিটি এ সুপারিশ করেছে। এদিকে কমিটি এ সুপারিশের আলোকে পদোন্নতিবঞ্চিত কর্মকর্তাদের সচিব পদে পদোন্নতি এবং সচিব পদমর্যাদা দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আজ বুধবার থেকে বেশ কয়েকটি মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ দেয়া হতে পারে।
গতকাল মঙ্গলবার প্রধান উপদেষ্টার দপ্তরে কমিটির প্রধান জাকির আহমেদ খানের নেতৃত্বে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। প্রতিবেদন অনুযায়ী প্রজ্ঞাপন জারির দাবিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের লাইব্রেরিতে অবস্থান নিয়েছে বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরাম। সংগঠনটির শতাধিক কর্মকর্তা-কর্মচারি সকাল সাড়ে ৯টা থেকে সেখানে অবস্থান নেন। এর নেতৃত্ব দিচ্ছেন ফোরামের আহ্বায়ক এবিএম আব্দুস সাত্তার।
এবিএম আব্দুস সাত্তার ইনকিলাবকে বলেন, আমরা জানতে পেরেছি, আওয়ামী লীগ সরকারের সময়ে রাজনৈতিক কারণে বঞ্চিত কর্মকর্তাদের ক্ষতিপূরণ দিতে গঠিত রিভিউ কমিটি গতকাল প্রধান উপদেষ্টার দপ্তরে প্রতিবেদন জমা দিয়েছে। এ জন্য কমিটিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। তারা কি সুপারিশ করেছেন তা আমরা জানি না। তাই আমরা চাই, দ্রুত এ বিষয়ে সরকার প্রজ্ঞাপন জারি করবে।এ জন্য বঞ্চিতরা বসে আছে জনপ্রশাসন মন্ত্রনালয়ে। আমাদের গত ১৬ বছরের বঞ্চনার অবসান হোক। পতিত ফ্যাসিষ্ট হাসিনা সরকারের (২০০৯ হতে ২০২৪ এর আগষ্ট পর্যন্ত) প্রায় ১৬ বছরের শাসন আমলে জনপ্রশাসনের শত শত কর্মকর্তাকে বিনা কারণে পদোন্নতি বঞ্চিত করা হয়েছে। জুলাইয়ের ছাত্র জনতার বিপ্লবের পরে স্বৈরাচারী শেখ হাসিনার পলায়নের পরে ড. মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত অন্তর্র্বতীকালীন সরকার জনপ্রশাসনে সংঘটিত বৈষম্য দুরিকরণার্থে অবসরপ্রাপ্ত বঞ্চিত কর্মকর্তাদের ভূতাপেক্ষ পদোন্নতি প্রদানের জন্য সাবেক সচিব ড. জাকির আহম্মেদ খানের নেতৃত্বে একটি কমিটি গঠন করেন। কমিটি প্রায় তিন মাস অক্লান্ত পরিশ্রম করে বঞ্চিত অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের পদোন্নতির সুপারিশ সংক্রান্ত রিপোর্টটি অদ্য ১০ ডিসেম্বর ২০২৪ তারিখে মাননীয় প্রধান উপদেষ্টার নিকট দাখিল করেছেন।এ জন্য ফোরামের পক্ষ থেকে উক্ত কমিটির আহ্বায়কসহ অন্যান্য সকল সদস্যকে গভীর কৃতজ্ঞতা ও শ্রদ্ধাজ্ঞাপন করছি। বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরাম আশা করছে, জনপ্রশাসন মন্ত্রণালয় এ সুপারিশ অনুযায়ী পদোন্নতি বঞ্চিত অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের ভূতাপেক্ষ পদোন্নতির প্রজ্ঞাপন জারি করে বঞ্চিত কর্মকর্তাদের দীর্ঘ দিনের বঞ্ছনার অবসান ঘটাবেন। বঞ্চিত কর্মকর্তাদের পদায়নে প্রজ্ঞাপন জারীর দাবীতে জনপ্রশাসন মন্ত্রণালয়ে অবস্থান করছেন। ঐক্য ফোরাম তাদের দাবীর সাথে একাত্মতা ঘোষণা করছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের আওতায় ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৪ আগস্ট পর্যন্ত চাকরিতে নানাভাবে বঞ্চনার শিকার এবং ওই সময়ে অবসরে যাওয়া কর্মকর্তাদের আবেদন পর্যালোচনা করে সুপারিশ করতে গত ১৬ সেপ্টেম্বর সাবেক অর্থ সচিব এবং বিশ্বব্যাংকে বাংলাদেশের সাবেক বিকল্প নির্বাহী পরিচালক জাকির আহমেদ খানকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করে। কমিটি নির্ধারিত ৯০ দিনের আগেই প্রতিবেদন পেশ করায় কমিটির সদস্যদের প্রধান উপদেষ্টা ধন্যবাদ জানান। প্রতিবেদনটি পেশ করার সময় প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া উপস্থিত ছিলেন। রিভিউ কমিটির কাছে আওয়ামী লীগ সরকারের আমলে নিজে পদবঞ্চিত দাবি করে পদোন্নতির জন্য আবেদন করেছেন এক হাজার ৫৪০ জন। কমিটির দেওয়া সুপারিশপত্রে সচিব পদে ১১৯ জন, গ্রেড-১ (সচিব মর্যাদা) পদে ৪১ জন, অতিরিক্ত সচিব পদে ৫২৮ জন, যুগ্ম সচিব পদে ৭২ জন এবং উপসচিব পদে ৪ জন কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি প্রদান করা যেতে পারে বলে মত দেওয়া হয়েছে। এর মধ্যে সরকার যাদের ভূতাপেক্ষ পদোন্নতি দিতে চায় দিতে পারে। চাইলে কাউকে কাউকে চুক্তিভিত্তিক নিয়োগও দিতে পারে। এদিকে প্রতিবেদন অনুযায়ী প্রজ্ঞাপন জারির দাবিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের লাইব্রেরিতে অবস্থান নিয়েছে বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরাম। সংগঠনটির শতাধিক কর্মকর্তা-কর্মচারী সকাল সাড়ে ৯টা থেকে সেখানে অবস্থান করেন। প্রতিবেদনে ২০০৯ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের ৪ আগস্ট পর্যন্ত পদোন্নতিসহ নানাভাবে হেনস্তায় শিকার কর্মকর্তাদের সুযোগ-সুবিধা দিয়ে ক্ষতি পুষিয়ে দেওয়ায় সুপারিশ করেছেন পাঁচ সদস্যের এ কমিটি। কমিটিতে অর্থ বিভাগ, মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব সদস্য হিসাবে কাজ করেছেন। এছাড়া কমিটিতে আইন মন্ত্রণালয়ের একজন যুগ্মসচিবকে সদস্য ছিলেন। কমিটিকে সাচিবিক সহায়তা ও প্রয়োজনীয় সহায়তা দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়।
জানা গেছে, আওয়ামী লীগ সরকারের আমলে ১৬ বছরে পদোন্নতিবঞ্চিত হয়ে অবসরে যাওয়া কর্মকর্তাদের ন্যায্য সুযোগ-সুবিধা ও যৌক্তিক ক্ষতিপূরণ দেওয়া হবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ে বঞ্চিতদের দেওয়া আবেদন যাচাই-বাছাই শেষ করে কমিটি। প্রায় সাড়ে চার হাজার আবেদন পড়েছিল। যাচাই করে অন্তত দেড় হাজার কর্মকর্তাকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য সরকারের কাছে সুপারিশ করছে কমিটি। সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানকে প্রধান করে গত ১৬ সেপ্টেম্বর পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়। গত রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান সাংবাদিকদের বলেন, বঞ্চিতদের আবেদন যাচাই-বাছাই কমিটির সুপারিশের ভিত্তিতে সরকার যা সিদ্ধান্ত নেবে, আমাদের কাজ তা বাস্তবায়ন করা। যারা চাকরি থেকে বিদায় নিয়েছেন, শুধু তাদের জন্য এই কমিটি সুপারিশ করেছে। চাকরিতে যারা আছেন তাদের জন্য নয়।
এ কাজে তিন মাস সময় দেওয়া হয়েছিল। প্রায় ১৯টি সভা করে তারা সব কাজ শেষ করে। ১৬ বছরে যারা পারিবারিক, আর্থিক ও সামাজিকভাবে বঞ্চিত হয়েছেন, কোনো পদোন্নতি পাননি, তাদের বিষয়ে সরকারের বিভিন্ন এজেন্সির মাধ্যমেও রিপোর্ট নেওয়া হয়। সেই রিপোর্ট নেতিবাচক না হলে, তাদের বিভিন্নভাবে মূল্যায়ন করার জন্য সরকারের কাছে সুপারিশ করা হয়েছে। যাদের চাকরির মেয়াদ বেশি আছে, তাদের পর্যায়ক্রমে সচিব করা যেতে পারে। যাদের সময় কম আছে, তাদের সরকারের এক্সটেনশন অনেক পদ আছে, সেখানে দেওয়া হতে পারে। বঞ্চিত হয়ে অবসরে যাওয়াদের সরকারের বিভিন্ন দপ্তর, সংস্থায় গ্রেড-১ পদমর্যাদা দিয়ে চুক্তিভিত্তিক নিয়োগ করা হতে পারে। গত ২০০৯ সাল থেকে গত ৪ আগস্ট পর্যন্ত চাকরিকালে পদোন্নতিবঞ্চিত প্রায় সাড়ে চার হাজার অবসরপ্রাপ্ত কর্মকর্তা তাদের সুযোগ-সুবিধা ফিরে পেতে জনপ্রশাসন মন্ত্রণালয়ে আবেদন করেন বলে জানা গেছে। বঞ্চিত মৃত কর্মকর্তার পরিবারের সদস্যরাও ওই কর্মকর্তার পক্ষে আবেদন করেছেন। সুপারসিড হওয়া সিনিয়র সচিব ও সচিবদের আবেদনও পাওয়া গেছে। সব কর্মকর্তার দাবি– তারা সিনিয়র অথবা সচিব হতে পারতেন। ঊর্ধ্বতন কিছু কর্মকর্তা এবং ব্যাচের সহকর্মীদের রোষানলে পড়ে তারা কাঙ্ক্ষিত পদোন্নতি পাননি। এতে তারা মানসিক, অর্থনৈতিক, সামাজিক এবং পারিবারিকভাবে বঞ্চনার শিকার হয়েছেন। তারা ভূতাপেক্ষ পদোন্নতি এবং আর্থিক সুবিধা ফিরে পেতে চান। আবার অনেক কর্মকর্তা পদোন্নতিসহ চাকরিতে ফিরতে আবেদন করেন। তাদের সার্বিক তথ্য যাচাই করে প্রত্যেকের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন সুপারিশ করা হয়।
পদোন্নতিবঞ্চিত হয়ে অবসরে যাওয়া শতাধিক কর্মকর্তাকে সচিব পদমর্যাদা দেওয়ার সুপারিশ করা হচ্ছে। এক হাজার কর্মকর্তাকে অতিরিক্ত সচিব পদমর্যাদা দিতে বলা হচ্ছে। এ ছাড়া আরও প্রায় ৪০০ জনকে যুগ্ম সচিব পদমর্যাদা দেওয়ার জন্য সুপারিশ করা হবে। অপমান, অপদস্থ এবং আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত এই কর্মকর্তারা বিপুল আর্থিক সুবিধাও পাবেন। অনেকে কোটি টাকার ওপরেও ক্ষতিপূরণ পাবেন। সুপিরিয়র সিলেকশন বোর্ডের (এসএসবি) মতো করেই তাদের বিষয়ে অনুসন্ধান করা হয়েছে। সে ক্ষেত্রে তাদের এজেন্সি প্রতিবেদন, বার্ষিক গোপনীয় অনুবেদন (এসিআর), এসিআরে প্রাপ্ত নম্বর, সার্ভিস রেকর্ড, শিক্ষাগত যোগ্যতা, বিভাগীয় মামলা, দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা, প্রশাসনিক ট্রাইব্যুনালের (এটি) মামলা এবং শৃঙ্খলার মামলা আছে কিনা তা যাচাই করা হয়েছে। অর্থাৎ সাধারণ একটি এসএসবিতে যা কিছু দেখা হয়, সেভাবে যাচাই-বাছাই করে তাদের পদোন্নতির সুপারিশ করা হচ্ছে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
বেগমগঞ্জে যুবদল নেতা সুমনের বিরুদ্ধে নানা অভিযোগ
ময়মনসিংহ প্রেসক্লাবে চরম অচল অবস্থা, সহিংস ঘটনার আশংকা
জকিগঞ্জে জামায়াতের সেক্রেটারিকে নিয়ে জমিয়ত নেতার কুরুচিপূর্ণ মন্তব্যের নিন্দা ও প্রতিবাদ
থার্টি ফাস্ট নাইট নিষিদ্ধ করতে হবে আইন করে জুমার খুৎবা পূর্ব বয়ান
মেলবোর্নে স্মিথ-কামিন্সের অনন্য কীর্তি
মনমোহন সিংয়ের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
নেত্রকোনায় এ আর খান পাঠান স্মৃতি উন্মুক্ত ব্যাডমিন্টন প্রতিযোগিতার শুভ উদ্বোধন
এবার তিন অঙ্কে মুর্শিদা
আগুনে পুড়েছে সবচেয়ে বিতর্কিত ফাইলগুলো: রিজভী
সখিপুরে বনবিভাগের বিরুদ্ধে বিএনপি’র বিক্ষোভ ও মশাল মিছিল
হাটহাজারী উপজেলার গড়দুয়ারা ইউনিয়নে লিফলেট বিতরণ
বিসিএফের কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় ফ্রান্স প্রবাসীদের প্রাণবন্ত মিলনমেলা
পরিস্থিতি বিবেচনায় স্থগিত পরিচালক সমিতির নির্বাচন
সিলেটে আজহারীর তাফসির মাহফিল আলিয়া মাঠের পরিবর্তে এমসি কলেজ মাঠে
সচিবালয়ে আগুন টঙ্গী হত্যাকাণ্ড ও ইসকনের আস্ফালন একই সূত্রে গাঁথা: মাওলানা মামুনুল হক
শেখ হাসিনা-জয়ের বিরুদ্ধে ৩০০ মিলিয়ন ডলার পাচারের প্রমাণ পেয়েছে এফবিআই
আত্মসমর্পণ করবেন না: মিয়ানমার সেনাদেরকে জান্তা প্রধান
উইলিয়ামসের পর তিন অঙ্কে আরভিন ও বেনেট, জিম্বাবুয়ের রেকর্ড
বেনাপোলে শহীদ আব্দুল্লাহর বাড়িতে জামায়াতের আমির, করলেন কবর জিয়ারত
ব্ল্যাক বক্স উদ্ধার! কাজাখস্তানে বিমান দুর্ঘটনার নেপথ্যে কী কারণ