বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ মুক্তিকামী মানুষের অনুপ্রেরণা: প্রফেসর ড. মশিউর রহমান
০৮ মার্চ ২০২৩, ০৫:৫৮ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১০:২৮ পিএম

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ সারা বিশ্বের মুক্তিকামী মানুষের অনুপ্রেরণার উৎস বলে মনে করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো. মশিউর রহমান। তিনি বলেন, ৭ মার্চের ভাষণ শুধু সেদিনের সাড়ে সাত কোটি বাঙালিকে ঐক্যবদ্ধ করার অনন্য সুর ছিল না, ওই ভাষণ আজ বিশ্ব ঐতিহ্য সম্পদে পরিণত হয়েছে। সেই ভাষণ আজ পৃথিবীর মানুষের কাছে এক অনন্য সম্পদ। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বঙ্গমাতা সাংস্কৃতিক কেন্দ্র আয়োজিত ‘বঙ্গবন্ধুর ভাষণ: মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
বঙ্গবন্ধুর ভাষণের বিভিন্ন দিক তুলে ধরে দেশের প্রথিতযশা সমাজবিজ্ঞানী ড. মশিউর রহমান বলেন, বঙ্গবন্ধু বলেছেন- আর দাবায়ে রাখতে পারবা না। এই দাবায়ে রাখা শুধু সাড়ে সাত কোটি বাঙালি নয়। অথবা দক্ষিণ এশিয়ার মানুষ নয়। প্রতিটি হতাশাগ্রস্ত, বিষণœ, যে মানুষ বিপ্লবী, যে বিপ্লবী নয়- সেইসব মানুষের মধ্যে এই শব্দ যুগল যখন যায় তার মধ্যে নতুন অনুপ্রেরণা পাওয়া যায়। কারণ তার মধ্যে সে সম্ভাবনা দেখে। শক্তি দেখে। বঙ্গবন্ধু সার্বজনীন নেতা। তিনি বলেছেন, বিশ^ আজ দু’ভাগে বিভক্ত-শোষক আর শোষিত। আমি শোষিতের পক্ষে। বঙ্গবন্ধুর এই বক্তব্য সারা বিশ্বের মুক্তিকামী মানুষের স্লোগান।
ড. মশিউর রহমান বলেন, বঙ্গবন্ধু একজন রাজনীতিক শুধু নন, তিনি একজন রাজনীতির দার্শনিক। তিনি হঠাৎ করে নেতা হননি। তিনি ছোটবেলা থেকে পড়াশোনা করে, দক্ষ হয়ে, বৈশ্বিক জ্ঞান অর্জন করে পর্যায়ক্রমে নেতা হয়েছেন। স্বাধীনতা উত্তর বঙ্গবন্ধু যে সংবিধান রচনা করেছেন, সেটি বিশ্বের যে কয়টি আদর্শনিষ্ঠ দেশ রয়েছে- তাদের দেশের সংবিধানের চেয়ে অনেক বেশি আধুনিক এবং কল্যাণকর। কারণ এই সংবিধানে চার মূলনীতি যুক্ত করা হয়েছে। বঙ্গবন্ধু মনে-প্রাণে বিশ্বাস করতেন- সাধারণ মানুষের মুক্তিই হচ্ছে রাজনীতির মুখ্য উদ্দেশ্য।’
আলোচনা সভায় প্রবন্ধ বক্তা ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ও বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউট এর ডিসটিনগুইসড প্রফেসর প্রফেসর ড. একেএম নূর-উন-নবী। বঙ্গবন্ধু পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান লাল্টুর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সামশাদ নওরীন, এড. মমতাজ হোসেন চৌধুরী প্রমুখ।###
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন

তিন মৌসুম পর চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় রাউন্ডে বার্সা

রোমাঞ্চকর প্রত্যাবর্তনে লাইপিজগকে হারাল সিটি

এমবাপের শেষ মিনিটের গোলে হার এড়িয়ে টিকে থাকল পিএসজি

ফেরার আগে অতিমানবীয় ইনিংসে দলকে সিরিজে টিকিয়ে রাখলেন ম্যাক্সওয়েল

আরও ১২ জনকে মুক্তি দিল হামাস, ফিলিস্তিনে ফিরল ৩০
ভারতকে ব্যাটিংয়ে পাঠাল অস্ট্রেলিয়া

টাঙ্গাইলে মোটরসাইকেল-ইজিবাইকের সংঘর্ষে নিহত ১

স্ত্রী-সন্তানকে দেখতে বাংলাদেশে মার্কিন নাগরিক

ভোলায় অবরোধ সমর্থন ও সফল করতে বিএনপির মশাল মিছিল।

বুধবার ছারছীনা দরবার শরীফের ১৩৩তম ঈছালে ছওয়াব মাহফিল শুরু

মানবাধিকার উৎসবে যাচ্ছে ইরানের ‘অ্যা চাইল্ডলেস ভিলেজ’

ইরানের ১০ বছরের মধ্যে গ্যাস মজুদ সর্বোচ্চ

দৌলতখানে প্রিন্সিপালের বিরুদ্ধে নিয়োগবাণিজ্যের অভিযোগ

নগরকান্দায় ব্রিজের সংযোগ সড়ক নির্মাণে অনিয়ম

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে নিহত ১

কালীগঞ্জে অবরোধের সমর্থনে বিএনপির মশাল মিছিল

বিশ্বনাথে স্কুলছাত্র হত্যা মামলার আসামির ১১ বার জামিন নামঞ্জুর

নির্বাচনে যতটুকু প্রস্তুতি নেয়া প্রয়োজন তার চেয়ে আমরা এগিয়ে আছি

ইবিতে অডিও কান্ড 'ভাইরাল করে দাও, তারপর ভারপ্রাপ্ত সভাপতি করে দিবো'

সাতকানিয়ায় হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার