হাসনাতের পোস্ট ঘিরে সহকর্মীদের সমালোচনা রাজনীতির নতুন কালচার!
২৪ মার্চ ২০২৫, ০১:০৫ এএম | আপডেট: ২৪ মার্চ ২০২৫, ০১:০৫ এএম

সম্প্রতি হাসনাত আব্দুল্লাহর করা একটি ফেসবুক পোষ্টকে ঘিরে সারাদেশ জুড়ে চলছে নানা আলোচনা। সেনা প্রধানসহ সেনাবাহিনীকে জড়িয়ে করা পোষ্টটি নিয়ে ইতিমধ্যে মুখ খুলেছেন তার সহকর্মী ২৪ এর ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও নাগরিক পর্টির নেতারা। হাসনাত আবদুল্লাহ শুক্রবার মধ্যরাতে করা সেই পোস্টে দাবি করেছেন, ভারতের পরিকল্পনায় ‘রিফাইন্ড আওয়ামী লীগ’ নামে আওয়ামী লীগকে পুনর্বাসিত করার ষড়যন্ত্র চলছে।
শুধু তাই নয় তার পোষ্টে তিনি দাবি করেন গত ১১ মার্চ দুপুরে ক্যান্টনমেন্ট থেকে নাকি তাকে আর তার আরেক সহকর্মীকে প্রস্তাব করা হয়েছে, সাবের হোসেন চৌধুরী, শিরিন শারমিন, তাপসকে সামনে রেখে নতুন করে রিফাইন্ড আওয়ামী লীগ পুনর্গঠনের। যদিও তারা এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন বলেও হাসনাত আব্দুল্লাহ তার পোষ্টে উল্লেখ করেছেন।
এদিকে আজ ফেসবুকে পোষ্ট করে সেনাবাহিনী নিয়ে হাসনাতের ফেসবুক স্ট্যাটাস সমীচীন মনে হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। এর ফলে পরবর্তীতে যেকোনো স্টেকহোল্ডারের সঙ্গে দলটির গুরুত্বপূর্ণ আলোচনা আস্থার সংকটে পড়তে পারে বলেও মন্তব্য করেছেন তিনি।
সারজিস তার দীর্ঘ স্ট্যাটাসে এটাও পরিস্কার করেন সেদিন হাসনাতের সাথে আর কেউ নন স্বয়ং তিনি নিজেই ছিলেন। তিনি জানান ওই দিনের মিটিংয়ে একটি রুমে তিনি, হাসনাত ও সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ছাড়া আর কেউ ছিলেন না। নরমালি তারা আওয়ামী লীগ পুনর্বাসিত হলে কি ঘটতে পারে তা নিয়ে আলোচনা করছিলেন কিন্তু সেনাপ্রধান একবারের জন্যও তাদের আওয়ামী লীগ পুনর্বাসনের জন্য চাপ প্রয়োগ করেননি।
সার্জিস তার পোষ্টে আরও বলেন, হাসনাত তার বক্তব্যে আরেকটি বিষয় উল্লেখ করেছে- “আলোচনার এক পর্যায়ে বলি-যেই দল এখনো ক্ষমা চায় নাই, অপরাধ স্বীকার করে নাই, সেই দলকে আপনারা কীভাবে ক্ষমা করে দেবেন! অপরপক্ষ থেকে রেগে গিয়ে উত্তর আসে,’ ইউ পিপল নো নাথিং। ইউ ল্যাক উইজডোম অ্যান্ড এক্সপিরিয়েন্স। উই আর ইন দিজ সার্ভিস ফর এটলিস্ট ফোর্টি ইয়ার্স। তোমার বয়সের থেকে বেশি।” তার মতে সেনা প্রধান এই বাক্যটি রেগে গিয়ে বলেননি বরং বয়সে তুলনামূলক বেশ সিনিয়র কেউ জুনিয়রদের যেভাবে অভিজ্ঞতার ভারের কথা ব্যক্ত করে সেই টোন এবং এক্সপ্রেশনে বলেছেন। ‘হাসনাত না ওয়াকার’ এই ন্যারেটিভ এবং স্লোগানকে সারজিস প্রত্যাশা করেন না বলেও জানিয়েছেন তার করা পোষ্টটিতে।
অপরদিকে হাসনাত সারজিসের করা ফেসবুক পোষ্টের পর তাদের মধ্যে একজন মিথ্যা বলছে বলে ফেসবুক পোষ্টে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসউদ। এই মন্তব্যের মাধ্যমে তিনি দলের মধ্যে বিভাজন এবং উত্তেজনা বাড়িয়েছেন এটি আর বলার অপেক্ষা রাখে না। এদিকে আবার হাসনাতের এই মন্তব্যের প্রতিক্রিয়ায় সেনাসদর নেত্র নিউজকে জানিয়েছে এটি রাজনৈতিক স্ট্যান্টবাজি ছাড়া আর কিছুই নয়। তার এই বক্তব্যকে অত্যন্ত হাস্যকার ও অপরিপক্ক গল্পের সম্ভার বলেও অভিহিত করে সেনাসদর।
২৪ এর ছাত্র আন্দোলনের সময় পুলিশের বন্দুকের নলের সামনে থেকে নেতৃত্ব দেওয়া অন্যতম সমন্বয়করা সাম্প্রতিক সময়ে যেভাবে কথা বলছেন বক্তব্য দিচ্ছেন একে অপরের বিরোধীতা করে, তা জাতির জন্য সত্যিই চিন্তার বিষয়। এখান থেকে সরে এসে আবারও এক হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে লড়তে হবে স্বৈরাচার হাসিনার দোসরদের বিপক্ষে এমটিই প্রত্যাশা এদেশের প্রতিটি আমজনতার।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও






আরও পড়ুন
বেরোবির মাটিতে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা অর্জিত হয়েছে: বেরোবি উপাচার্য

ভূঞাপুরে স্বাধীনতা দিকস পালিত

মিথ্যা মামলায় গ্রেফতার ও পুলিশি হয়রানির প্রতিবাদে শ্রমিকদের ধর্মঘট

ঈদকে সামনে রেখে বেড়েছে মানুষের চলাচল, তীব্র যানজটে অতিষ্ঠ বীরগঞ্জ বাসী

নওগাঁয় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ৬জন হাসপাতালে ভর্তি

সৈয়দপুরে এখন চরম ব্যস্ত দর্জিবাড়ি

মানিকগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

বাম্পার ফলনেও লোকসানে টমেটো চাষীরা বাজারে দাম নেই, তাই ক্ষেতে পঁচছে টমেটো

স্বেচ্ছায় গেজেট বাতিলের আবেদন ১০-১২ অমুক্তিযোদ্ধার

মহান স্বাধীনতা দিবসে জেলা পরিষদ সদস্য হাবীব আজমের জাতীয় পতাকা বিতরণ

বাংলাদেশ সফরে মার্কিন জেনারেল, সামরিক সহযোগিতা নিয়ে আলোচনা

ছাগলনাইয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৬ টি পরিবারকে সহায়তা দিলেন মজনু

তুরস্কে গণতন্ত্রের গলা টিপে ধরেছেন এরদোয়ান

দৌলতখানে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

মাগুরায় চাঁদা তোলার সময় হাতির মৃত্যু

রেমিট্যান্সের নতুন রেকর্ড, ইতিহাসে একক মাসে সর্বোচ্চ আয়

মেহেরপুর মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে জেলা বিএনপি শ্রদ্ধাঞ্জলি নিবেদন

হরিণাকুন্ডুতে সাড়ে ৬ কিলোমিটার সড়কে ২২টি বৈদ্যুতিক খুঁটি!

নোবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

আটঘরিয়ায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান