বাংলাদেশের স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানালেন ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
২৬ মার্চ ২০২৫, ০২:৫৫ পিএম | আপডেট: ২৬ মার্চ ২০২৫, ০২:৫৬ পিএম

বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তারা বাংলাদেশ-ভারত সম্পর্কের গভীরতা তুলে ধরে দুই দেশের পারস্পরিক সহযোগিতা ও ঐতিহাসিক বন্ধুত্বের কথা উল্লেখ করেন।
২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বাংলাদেশের রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিনের কাছে পাঠানো বার্তায় বলেন, ভারত সরকার ও জনগণের পক্ষ থেকে তিনি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন। তিনি উল্লেখ করেন যে, বাংলাদেশ-ভারত সম্পর্ক বাণিজ্য, জ্বালানি, শিক্ষা, সাংস্কৃতিক বিনিময়সহ বহু ক্ষেত্রে বিস্তৃত। ভারতের ‘প্রতিবেশী প্রথম’ নীতি ও ইন্দো-প্যাসিফিক কৌশলের কেন্দ্রবিন্দুতে রয়েছে বাংলাদেশ। ভারত বাংলাদেশের শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও উন্নয়নশীল ভবিষ্যৎ দেখতে চায় বলেও জানান তিনি।
অন্যদিকে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের কাছে পাঠানো বার্তায় বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানান। তিনি বলেন, বাংলাদেশের জাতীয় দিবস আমাদের অভিন্ন ইতিহাস ও আত্মত্যাগের প্রতিফলন, যা দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে শক্তিশালী ভিত্তির ওপর গড়ে তুলেছে। মুক্তিযুদ্ধের চেতনা দুই দেশের সম্পর্কের মূল চালিকা শক্তি হিসেবে কাজ করে আসছে এবং পারস্পরিক সহযোগিতা দিন দিন আরও বিকশিত হচ্ছে।
তিনি আরও বলেন, ভারত-বাংলাদেশ সম্পর্ক শুধু কূটনৈতিক পর্যায়ে নয়, বরং জনগণের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও বন্ধুত্বের মাধ্যমেও সমৃদ্ধ হয়েছে। শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের স্বার্থে এই সম্পর্ক আরও গভীর করতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ।
বাংলাদেশের স্বাধীনতা দিবসে ভারতের এই শুভেচ্ছা বার্তা দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করবে বলে আশা করা যায়। ভবিষ্যতে দ্বিপাক্ষিক সহযোগিতার ক্ষেত্র আরও সম্প্রসারিত হবে এবং দুই দেশের জনগণের কল্যাণে কাজ করে যাবে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন

বেড়ায় ছয় বছরের শিশু ধর্ষিত ধর্ষক গ্রেফতার

জাগ্রত ভয় মনের মাঝে

আর কেউ বেঁচে নেই

সময়

মার্চের পদাবলি

অপসৃয়মাণ রেলগাড়ি

সুখ ও সৌন্দর্যে একটি পাথর

নিশিতে পাওয়া সায়লা

নাডিন গর্ডিমার : এক অসামান্য যোদ্ধার নাম

এখন আরেকদল শেখ হাসিনার মতো ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে: আমীর খসরু

চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদ রোববার

ইতিহাসের চমকপ্রদ কয়েকটি ‘গল্প’

মফস্বলের সাংবাদিকরাই সমাজ পরিবর্তনের অগ্রসৈনিক: গিয়াস উদ্দিন কাদের চৌধুরী

ঈদুল ফিতরের পুরস্কার

ঢালিউডে আসছে 'তান্ডব' সিনেকম্প

কুরআনী বিচার ব্যবস্থা

প্রাণশক্তির ঈদ

ঈদুল ফিতর

নারীর নিরাপত্তা সংকট

ঈদুল ফিতরের তাৎপর্য