স্বাধীনতা আমাদের প্রেরণার উৎস, গৌরবের স্মারক : ধর্ম উপদেষ্টা

Daily Inqilab স্টাফ রিপোর্টার

২৬ মার্চ ২০২৫, ০৭:০৪ পিএম | আপডেট: ২৬ মার্চ ২০২৫, ০৭:০৬ পিএম

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছে। স্বাধীনতা আমাদের প্রেরণার উৎস, গৌরবের স্মারক।

 

২৬ মার্চ (বুধবার) সকালে ঢাকায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ চত্বরে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ উদযাপন উপলক্ষ্যে খতমে কুরআন, আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

 

ধর্ম উপদেষ্টা বলেন, ১৯৭১ সালে সশস্ত্র যুদ্ধের মাধ্যমে আমরা বাংলাদেশ নামক এই ভূখণ্ড পেয়েছি। একটি স্বাধীন পতাকা, ভূ-খণ্ড ও রাষ্ট্র গঠন করতে পেরেছি। স্বাধীনতার পর অর্ধশতাব্দী পার হয়েছে। আমরা হাটি-হাটি পা-পা করে এ দেশকে অগ্রগতি ও সমৃদ্ধির পথে এগিয়ে নিচ্ছি।

 

ধর্ম উপদেষ্টা আরো বলেন, আমাদের কিছু ভুল-ভ্রান্তি আছে, কিছু ত্রুটি-বিচ্যূতি আছে। তারপরও আমরা এই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আমাদের সাথে একইসময়ে বহুদিন স্বাধীন হয়েছে, তারা বহুদূর এগিয়ে গেছে। আমরা সেই মাত্রায় ও আঙ্গিকে এগোতে পারিনি। এতে হীনমন্যতায় ভোগার কোন কারণ নেই। আমরা সবাই মিলে চেষ্টা করলে আমরা অবশ্যই এগিয়ে যেতে পারব। আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারব। তিনি সকলকে দেশের কল্যাণে এগিয়ে আসার আহ্বান জানান।

 

ড. খালিদ বলেন, আমাদের সমাজ ও রাষ্ট্র ব্যবস্থায় যারা দেশের সম্পদ লুট, নষ্ট ও পাচার করেছে তাদেরকে প্রত্যাখান করতে হবে। তিনি দেশকে উন্নত করতে আগামীদিনে সৎ ও ভালো মানুষকে জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত করার আহ্বান জানান।

 

বাংলাদেশকে অপরূপ সুন্দর হিসেবে অভিহিত করে ড. খালিদ আরো বলেন, আমাদের দেশের মতো সুন্দর দেশ, রৌদ্রজ্বল আবহাওয়া, সূর্যের তাপ পৃথিবীর বহু দেশে নেই। পৃথিবীর কোন কোন দেশে প্রচণ্ড শীত, কোথাও প্রচণ্ড গরম আবার কোথাও প্রতিনিয়ত বৃষ্টি হচ্ছে। কিন্তু আমাদের দেশের আবহাওয়া বৈচিত্র্যময়। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত মিলে এদেশটি অপরুপ।

 

ড. খালিদ আরো বলেন, এদেশের মাটিও অত্যন্ত উর্বর। একটি গাছ রোপণের অল্প পরিচর্যা করলেই ফল পাওয়া যায়, ফুল ফুটে। তিনি দেশের উন্নয়নে উৎপাদন বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করেন। এছাড়া, উপদেষ্টা স্বাধীনতা যুদ্ধে শহীদদের রুহের মাগফেরাত কামনা করেন এবং যুদ্ধাহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

 

এর আগে সকাল থেকে বিভিন্ন মাদ্রাসার শতাধিক শিক্ষার্থী খতমে কুরআন কর্মসূচিতে অংশ নেন।

 

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আঃ ছালাম খানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তৃতা করেন ইফার দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক ড. হারুনূর রশীদ।

 

পরে দেশ ও জাতির উন্নয়ন, অগ্রগতি সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত ও দোয়া করা হয়।

 

এসময় অন্যান্যের মধ্যে এ ফাউন্ডেশনে অর্থ ও হিসাব বিভাগের পরিচালক মোঃ আব্দুল হামিদ খান, সমন্বয় বিভাগের পরিচালক মোঃ মহিউদ্দিন, পরিকল্পনা বিভাগের পরিচালক মোঃ বজলুর রশিদ, বায়তুল মুকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মুহাম্মদ মুহিবুল্লাহিল বাকী উপস্থিত ছিলেন।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

রাজশাহীতে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা সঙ্গে লু হাওয়া
চট্টগ্রামে ঈদের প্রধান জামাত সকাল ৮টায়
ঈদযাত্রা মহাসড়কে নেই যানজট, নেই বিড়ম্বনা
বরিশালে ঈদ উদযাপনের প্রস্তুতি সম্পন্ন
ঈদ জামাতে প্রস্তুত শোলাকিয়া ঈদগাহ
আরও
X

আরও পড়ুন

বেড়ায় ছয় বছরের শিশু ধর্ষিত ধর্ষক গ্রেফতার

বেড়ায় ছয় বছরের শিশু ধর্ষিত ধর্ষক গ্রেফতার

জাগ্রত ভয় মনের মাঝে

জাগ্রত ভয় মনের মাঝে

আর কেউ বেঁচে নেই

আর কেউ বেঁচে নেই

সময়

সময়

মার্চের পদাবলি

মার্চের পদাবলি

অপসৃয়মাণ রেলগাড়ি

অপসৃয়মাণ রেলগাড়ি

সুখ ও সৌন্দর্যে একটি পাথর

সুখ ও সৌন্দর্যে একটি পাথর

নিশিতে পাওয়া সায়লা

নিশিতে পাওয়া সায়লা

নাডিন গর্ডিমার : এক অসামান্য যোদ্ধার নাম

নাডিন গর্ডিমার : এক অসামান্য যোদ্ধার নাম

এখন আরেকদল শেখ হাসিনার মতো ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে: আমীর খসরু

এখন আরেকদল শেখ হাসিনার মতো ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে: আমীর খসরু

চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদ রোববার

চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদ রোববার

ইতিহাসের চমকপ্রদ কয়েকটি ‘গল্প’

ইতিহাসের চমকপ্রদ কয়েকটি ‘গল্প’

মফস্বলের সাংবাদিকরাই সমাজ পরিবর্তনের অগ্রসৈনিক: গিয়াস উদ্দিন কাদের চৌধুরী

মফস্বলের সাংবাদিকরাই সমাজ পরিবর্তনের অগ্রসৈনিক: গিয়াস উদ্দিন কাদের চৌধুরী

ঈদুল ফিতরের পুরস্কার

ঈদুল ফিতরের পুরস্কার

ঢালিউডে আসছে 'তান্ডব' সিনেকম্প

ঢালিউডে আসছে 'তান্ডব' সিনেকম্প

কুরআনী বিচার ব্যবস্থা

কুরআনী বিচার ব্যবস্থা

প্রাণশক্তির ঈদ

প্রাণশক্তির ঈদ

ঈদুল ফিতর

ঈদুল ফিতর

নারীর নিরাপত্তা সংকট

নারীর নিরাপত্তা সংকট

ঈদুল ফিতরের তাৎপর্য

ঈদুল ফিতরের তাৎপর্য