গুরু অপরাধের লঘু দণ্ড
গুরু অপরাধে দায়ের হচ্ছে লঘু ধারার মামলা। প্রকৃত অপরাধ আড়াল করতেই নেয়া হচ্ছে এ কৌশল। এতে অধরা থেকে যাচ্ছে বড় দুর্নীতিগ্রস্তরা। একই সঙ্গে কম দুর্নীতি করেও অনেকে টানছেন জেলের ঘানি। দুর্নীতি বিরোধী রাষ্ট্রীয় সংস্থা ‘দুর্নীতি দমন কমিশন’ (দুদক)-এ অহরহই ঘটছে এমনটি। তবে ‘ঝামেলা’ এড়ানো, সস্তায় বাহবা কুড়ানো, মামলার পরিসংখ্যান বৃদ্ধি এমনকি অভিযুক্ত ব্যক্তির সঙ্গে গোপন সমঝোতায়ও এমনটি ঘটছে বলে অভিযোগ...