ডোমায় ট্রান্সপ্লান্টার মেশিনের মাধ্যমে বোরো ধান রোপন
নীলফামারীর ডোমার ভিত্তি বীজ আলু খামারে উন্নতমানের বোরো ধানের বীজ চারা রোপন করা হচ্ছে। যান্ত্রি করণের মাধ্যমে কম খরচে কম সময়ে অধিক মানসম্মত বীজ উৎপাদন করা যায় তারেই ধারাবাহিকতায় কাজ করছে কর্মকর্তা ও কর্মচারীরা। ব্রিধান বোরো লাগানোর ১৪০ দিনের মধ্যে ফসল পাওয়া যায়। ট্রান্সপ্লান্টারের মাধ্যমে দেড় ঘণ্টা সময়ে এক একর জমিতে চারা রোপন করা সম্ভব হয়। পেট্টল খরচ হবে ২৪০...