শিশুর আবদার বটে!
মাত্র ৭০০ টাকায় ভারতের সবচেয়ে দামি গাড়ি মাহিন্দ্রা থার এবং ‘এক্সইউভি৭০০’ কেনার আবদার জানিয়ে একটি শিশু গাড়ি প্রস্তুতকারী সংস্থার মালিককে বিব্রতকর অবস্থায় ফেলে করে দিয়েছিল। সোশ্যাল মিডিয়ায় একটি ভাইরাল ভিডিও আনন্দ মাহিন্দ্রার দৃষ্টি আকর্ষণ করে যখন একটি ছোট শিশু নিষ্পাপভাবে তার বাবাকে ‘মাহিন্দ্র থার’ এবং ‘এক্সইউভি৭০০’ মাত্র ৭০০ টাকায় কিনে দিতে বলেছিল।সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওটি পুনরায় শেয়ার করে আনন্দ মাহিন্দ্রা...